সাত কলেজের সাবজেক্ট চয়েস সময় বাড়লো
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের সাবজেক্ট চয়েসের সময়সীমা বাড়ানো হয়েছে।
ভর্তিচ্ছুরা বিষয় পছন্দের তারিখ ১০ সেপ্টেম্বর থেকে এগিয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদন চলছে, জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
স্নাতক ভর্তিতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিবে সরকার (আবেদন চলছে)
তিনি বলেন, বেশ কিছু শিক্ষার্থীর সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ বাকি থাকা সময়সীমা ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আসলে অনেক শিক্ষার্থী বিষয়টা জানত না তাদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে।
এর আগে ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাত কলেজের তিনটি ইউনিটের সাবজেক্ট ও কলেজ চয়েস ফরম পূরণ।
এছাড়াও কোটায় আবেদনকৃত শিক্ষার্থীরা চয়েস ও তথ্য ফরম পূরণ এবং উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী
উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অনলাইনে কাগজ ও বিষয়সমূহের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
আর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীরাও সংশ্লিষ্ট কোটার ফরম যথাযথভাবে পূরণ করে কলেজ ও বিষয়
পছন্দে কপিসহ অফিস চলাকালীন সময়ে বিজ্ঞান অনুষদের অফিসে জমা দিতে হবে।
এর আগে গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবৃত্তির ফলাফলঃ
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
সিজেডএম (CZM) জিনিয়াস শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট
ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি স্কলারশিপ রেজাল্ট-২০২২
এসএসসি এইচএসসি ও অনার্স পাশে বর্তমান আবেদন চলমান শিক্ষাবৃত্তি লিস্টঃ
শিক্ষাবৃত্তির নাম | আবেদন শুরু | আবেদনের শেষ সময় | আবেদন |
শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
সরকার কর্তৃক ভর্তি সহায়তা | আবেদন চলমান | ২৯ সেপ্টেম্বর ২০২২ | আবেদন করুন |
বঙ্গবন্ধু ছাত্র-বৃত্তি | আবেদন চলমান | ৩১ অক্টোবর ২০২২ | আবেদন করুন |
ভারত মৈত্রী শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট | আবেদন করুন |
বাগেরহাট জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
ফেনী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ২৯ ডিসেম্বর ২০২২ | আবেদন করুন |
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official Facebook Group
সাত কলেজের সাবজেক্ট চয়েস সাত কলেজের সাবজেক্ট চয়েস