সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট(czm scholarship)এর আওতায় জিনিয়াস বৃত্তি কর্মসূচি প্রোগ্রামটি প্রতিবছর স্নাতক পর্যায়ে মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাবলীল একাডেমিক সাফল্য এবং ক্যারিয়ার বিল্ডিং প্রক্রিয়ার উদ্দেশ্য সার্কুলার প্রকাশ করেছিলো। যেটির আবেদনের লাষ্ট ডেট ছিলো ১৫ এপ্রিল।
জিনিয়াস শিক্ষাবৃত্তি-২০২২ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ। ফলাফল দেখুন নিচে
আজ ২২ আগস্ট ২০২২ তারিখে জিনিয়াস শিক্ষাবৃত্তি-২০২২ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল টি দেখুন এই লেখার জিনিয়াস শিক্ষাবৃত্তি রেজাল্ট পয়েন্টে।
স্নাতক ভর্তিতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিবে সরকার (আবেদন চলছে)
ফাইনাল রেজাল্ট দেখুন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউণ্ডেশন শিক্ষা বৃত্তি কর্মসূচি -২০২১ এর আবেদন ফরম গ্রহণের সময়সীমা বর্ধিতকরণ ( শুধুমাত্র এইচএসসি উত্তীর্ণ ছাত্র – ছাত্রীদের জন্য )
বৃত্তির সার্কুলারটি দেখুন এখানে
Form আবেদন ফরম ডাউনলোড লিংক
আবেদন প্রসেস দেখুন
আবেদন লিংকঃ Apply Now
জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার (আবেদন চলমান)
ফুল-ফ্রি শিক্ষাবৃত্তি নিয়ে বিদেশে পড়তে যাবেন কিভাবে
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট(czm scholarship)এর আওতায় জিনিয়াস বৃত্তি কর্মসূচি প্রোগ্রামটি প্রতিবছর স্নাতক পর্যায়ে মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাবলীল একাডেমিক সাফল্য এবং ক্যারিয়ার বিল্ডিং প্রক্রিয়ার উদ্দেশ্য প্রতিবছর শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে।
আরো দেখুনঃ
১)আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
২) প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
পটুয়াখালী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
রাজশাহী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
পাবনা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার
অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি ২০০৮ সালের ১৪
সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করেছিলো। এটি ইসলামের দিকনির্দেশনা অনুযায়ী সম্পদের ন্যায়সঙ্গত বন্টনের
মাধ্যমে আর্থ-সামাজিক নৈতিক দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার জন্য
একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট
প্রতিষ্ঠানটি প্রতি বছরের ন্যায় এ বছরও জিনিয়াস শিক্ষাবৃত্তি কর্মসূচি-২০২২ এর আয়োজন করেছে।
সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি ২০২২ বৃত্তি ফর্ম ডাউনলোড, অনলাইন আবেদন প্রসেস, রেজাল্ট সহ বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে।
CZM Scholarship
চলমান শিক্ষাবৃত্তিঃ
এছাড়াও এই লেখার শেষে চলমান আরো কয়েকটি শিক্ষাবৃত্তির সার্কুলার পাবেন।
এরিই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১৫০০০জন ছাত্র-ছাত্রীকে
বৃত্তি প্রদান করেছ সিজেডএম। পরিসংখ্যান সিজেডএম এর
অফিশিয়াল ওয়েবসাইট। সর্বশেষ ২০১৯ সালে ১৮৭৫ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করেছে।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ( সিজেডএম ) genius
জিনিয়াস বৃত্তির জন্য দরখাস্ত আহবান সেন্টার ফর যাকাত
ম্যানেজমেন্ট ( সিজেডএম ) যাকাত ও সদাকার অর্থে অসচ্ছল
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে জিনিয়াস বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে ।
এ বছর দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি
মেডিকেল কলেজ সমূহের ২০২০-২০২১ সেশনে স্নাতক প্রথম
বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না ,
তাদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে । আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২২।
আবেদন করার জন্যে আবেদন ফর্মটি স্বহস্তে পূরণের জন্য
হার্ডকপি ফর্মটি নিচের Download Application Form লিংকটি ব্যবহার করে ডাউনলোডের পর তা প্রিন্ট করে সংগ্রহ করা যাবে।
এই প্রোগ্রামটি যোগ্য ছাত্র-ছাত্রীদের আর্থিক ক্ষমতা এবং অন্যান্য
ঝুঁকির কারণ বিবেচনা ও বাছাই করে তাদের প্রয়োজন অনুযায়ী
আর্থিক সহায়তা প্রদান করে এবং বিভিন্ন কেরিয়ার বিল্ডিং কোর্স পরিচালনা ও কাউন্সেলিং সেশন পরিচালনা করে থাকে।
জিনিয়াস বৃত্তির মেয়াদকালঃ
স্নাতক স্তরের প্রথম দুই বছর ৩০০০ টাকা মাসিক হারে উপবৃত্তি
প্রদান করে, বিভিন্ন কেরিয়ার বিল্ডিং কোর্স পরিচালনা করে এবং কাউন্সেলিং সেশন পরিচালনা করে ।
কোনো কোনো জেলায় ৪ বছর মাসিক ৩০০০ টাকা হারে শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।
আবেদনের যোগ্যতাঃ
দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে
অনার্স প্রথম বর্ষে অধ্যয়নত গরীব মেধাবী ও আর্থিক ভাবে
অসচ্ছল ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে। আবেদনের ফর্ম ডাউনলোড করুন।
CZM Scholarship সিজেডএম শিক্ষাবৃত্তি
কবে সার্কুলার প্রকাশ করা হয়ঃ
প্রতিবছর ফেব্রুয়ারি -মার্চ মাসের মধ্যে জিনিয়াস বৃত্তির সার্কুলার প্রকাশ করা হয়(তার আগে পরেও হতে পারে)।
সার্কুলার পাওয়া যাবে জিনিয়াস বৃত্তি কর্মসূচি- সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর অফিশিয়াল https://czm-bd.org/genius-scholarship/ এই ওয়েবসাইটে।
এপ্লিকেশন ফরমঃ
অথবা আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাবে। সার্কুলার পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট টি তে। এছাড়াও অনান্য বৃত্তির বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট টি নিয়মিত CZM Scholarship ভিজিট করুন।
Scholarship Circular CZM Scholarship
আবেদন পদ্ধতিঃ CZM Scholarship Apply Process
বিস্তারিত আবেদন পদ্ধতি CZM Scholarship আবেদন পদ্ধতি
(১) https://czm-bd.org/genius-scholarship/ এই ওয়েবসাইটে এ ঢুকে আবেদন ফর্ম এর হার্ড কপি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।
(২) আবেদন পত্রটি কয়েকবার ভালো করে পড়ে তারপর নিজ
হাতে সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রের ফর্ম টি পূরণ করতে হবে
আবেদন পত্রে যা যা তথ্য চাওয়া হয়েছে সব কিছু সঠিকভাবে লিখে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
কোন তথ্য গোপন বা মিথ্যা কথা লেখা যাবে না। ফর্মটি পূরণ করার সময় সাবধানতার সহিদ পূরণ করতে হবে।
যাতে কাটাকাটি না হয়। অস্পষ্ট লেখা এবং মিথা তথ্য প্রদান করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
আবদেন পত্র পূরণের সময় সঠিক ভাবে আবেদনকারীর নিজস্ব মোবাইল নাম্বার প্রদান করতে হবে।
কারণ পরবর্তীতে আবেদনকারী কে এই নাম্বারেই যোগাযোগ করা হবে। আবেদন পত্র পূরণ হয়ে গেলে
(৩) এবার অনলাইনে গিয়ে https://czm-bd.org/genius-scholarship/ এই লিংকে ঢুকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ
করতে হবে। আপনার হাতে পূরণ করা হার্ড কপিটির সাহায্য নিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
এক মোবাইল নাম্বার দিয়ে দুইবার রেজিস্ট্রেশন করা যাবে না।
অনলাইনে বৃত্তির স্টুডেন্ট আইডি লগইন করার পাসওয়ার্ড ভুলে
গেলে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার জন্য আলাদা নাম্বার ব্যবহার করতে হবে।
অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করা হয়ে গেলে আরেকবার
ভালো করে রিভাইস দিয়ে তারপর ফাইনাল সাবমিট দিতে হবে।
মনে রাখতে হবে ফাইনাল সাবমিট এর পর কোন CZM Scholarship অবস্থাতেই আর তথ্য পরিবর্তন করা সম্ভব না।
সিজেডএম শিক্ষাবৃত্তি আবেদন প্রসেস
CZM শিক্ষাবৃত্তি ২০২২ প্রাথমিক সিলেকশন রেজাল্টঃ
আবেদন শেষ হওয়ার তারিখ থেকে শুরু করে পরবর্তী এক
থেকে দুই মাসের মধ্যে(কম বেশী হতে পারে) প্রাথমিক
সিলেকশন রেজাল্ট প্রকাশ করা হয়। প্রাথমিক সিলেকশন
রেজাল্ট রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।
CZM Scholarship ফাইনাল রেজাল্ট ;
প্রাথমিক সিলেকশন এর পর তাদের নির্দেশ মোতাবেক
প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর czm কর্তৃপক্ষ যাচাই
বাছাই করে ফাইনাল সিলেকশন করে। আবেদন ফর্ম এ উল্লেখিত মোবাইল নাম্বার এ দেওয়া থাকবে CZM Scholarship সেই
নাম্বারে ম্যাসেজ করে জানিয়ে দেওয়া হয় এবং মোবাইল করেও জানিয়ে দেওয়া হয়।
CZM Scholarship Result 2019-2020 session
২০১৯-২০২০ সেশনে স্নাতক শিক্ষার্থীদের CZM শিক্ষাবৃত্তির রেজাল্ট CZM শিক্ষাবৃত্তি রেজাল্ট Dhaka Zone Downloadচট্টগ্রাম জোন CZM শিক্ষাবৃত্তি রেজাল্ট Downloadরাজশাহী জোন CZM শিক্ষাবৃত্তি রেজাল্ট Downloadরংপুর জোন সিজেডএম শিক্ষাবৃত্তি রেজাল্ট Downloadখুলনা জোন CZM শিক্ষাবৃত্তি রেজাল্ট Downloadবরিশাল জোন CZM শিক্ষাবৃত্তি রেজাল্টDownloadসিলেট জোন CZM শিক্ষাবৃত্তি রেজাল্টDownloadময়মনসিংহ জোন CZM শিক্ষাবৃত্তি রেজাল্ট Downloadকুষ্টিয়া জোন CZM শিক্ষাবৃত্তি রেজাল্ট Downloadকুমিল্লা জোন CZM শিক্ষাবৃত্তি রেজাল্ট
ভাইবা/মৌখিক পরীক্ষাঃ প্রাথমিক সিলেকশন এর পর ভাইবা
এর জন্য ডাকা হয় ।আপনি যে আবেদন ফর্ম এর হার্ড কপিটি
পূরণ করেছিলেন সেটা সহ সারকুলারে অথবা আবেদনপত্রে
উল্লেখিত প্রয়োজনীয় ডুকেমেন্টস সহ ভাইবায় উপস্থিত হতে হবে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট বৃত্তি
ফাইনাল রেজাল্টঃ CZM Scholarship Final Result প্রকাশিত
ভাইবা প্রদানের এক থেকে দুই মাসের মধ্যেই ফাইনাল রেজাল্ট
প্রকাশিত হয়। যারা নির্বাচিত হয় তাদেরকে ম্যাসেজ করে
জানিয়ে দেওয়া হয় এন্ড ফোন করেও জানিয়ে দেওয়া হয়।
ফাইনাল রেজাল্ট দেখুন
বৃত্তির সব খবর একসাথে পেতে ক্লিক করুন
বৃত্তিপত্র প্রদান অনুষ্ঠানঃ
ফাইনাল রেজাল্ট এর পর CZM বৃত্তিপত্র প্রদান অনুষ্ঠানের
আয়োজন করে। বৃত্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের কে বৃত্তি পত্র প্রদান করা হয়।
বৃত্তি পত্র প্রদান অনুষ্ঠানে যারা প্রধান গেষ্ট থাকেন তাঁরা
বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ তেনাদের হাত দিয়েই বৃত্তি পত্র প্রদান করে থাকেন সিজেডএম।
সর্বশেষ, বৃত্তিপত্র গ্রহন এর পর বৃত্তিপত্রে উল্লেখিত প্রয়োজনীয়
কাগজপত্র, এক্সিম ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট সহ সিজেডএম এর অফিশিয়াল ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে হয়।
সব ডকুমেন্ট পাঠানোর পরে নির্বাচিত প্রত্যেক ছাত্র-ছাত্রীদের
অ্যাকাউন্টে এক মাসের মধ্যে(কম বেশি হতে পারে সময়) টাকা চলে আসে এইভাবে টানা এক বছর টাকা প্রদান করে সিজেডএম।
CZM শিক্ষাবৃত্তির পরিমাণঃ ফাইনাল সিলেকশনে নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেক মাসে ৩০০০ টাকা ২ বছরে মোট ৭২০০০
টাকা প্রদান করা হয়৷ কোনো জেলায় বৃত্তির মেয়াদকাল ৪ বছর করা হয়। সম্পূর্ণ নির্ভর সিজেডএম কর্তৃপক্ষের উপর।
বৃত্তি নবায়নঃ
এক বছর টাকা পাওয়ার পরে পরবর্তী বছর বৃত্তি নবায়ন করার জন্য ভার্সিটির অ্যাকাডেমিক রেজাল্ট প্রদান করে বৃত্তি নবায়ন করতে হয়।
সীমাবদ্ধতাঃ
সিজেডএম বৃত্তি পেলে অন্য কোন ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে বৃত্তি
গ্রহন করা যাবে না। যদি কেউ অন্য প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহন
করে তাহলে তার বৃত্তিটি অটো বাতিল হয়ে যাবে।
অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহন করলে
সিজেডএম থেকে বৃত্তি গ্রহন করা যাবে না। যদি কেউ তথ্য
পোপন করে এক সাথে দুই প্রতিষ্ঠান থেকে বৃত্তির অর্থ গ্রহন করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রুহন করা হবে

CZM Scholarship আবেদন পদ্ধতি
কিভাবে আবেদন করলে বৃত্তি পাওয়া যাবে? আবেদনের প্রসেস পাবেন পরবর্তী পোস্টে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তির তালিকা ঃ
এসএসসি, এইচএসসি ও অনার্স পর্যায়ের শিক্ষাবৃত্তির আবেদন চলছে
- (১) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (২) District Council Scholarship
- (৩) ব্যবিলন শিক্ষাবৃত্তি
- (৪) গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (৫) সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
- (৬) ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি
- (৭) চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
আরো পড়ুন
- এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি | এইচএসসি ২০২২
- লক হওয়া বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করুন নিজে নিজেই
- List of District Council Scholarship জেলা পরিষদ শিক্ষাবৃত্তির তালিকা
- সাত কলেজের সর্বশেষ মেধাতালিকা প্রকাশ
- ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি বিস্তারিত।Dutch Bangla Bank Scholarship Details
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group
জিনিয়াস বৃত্তি, জিনিয়াস শিক্ষাবৃত্তি ২০২২, সিজেডএম শিক্ষাবৃত্তি,
Again hsc 2019 can apply for czm scholarship?