ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি রেজাল্ট। ইমদাদ-সিতারা খান বৃত্তির আবেদনকৃত এইচএসসি ১ম বর্ষ সেশন ২০২১-২০২২ (২০২১ সালে এসএসসি পাশ) এবং অনার্স ১ম বর্ষ ( সেশন ২০২০-২০২১) এর শিক্ষার্থীদের বৃত্তির জন্য চূড়ান্ত ভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করা হল।
ফাইনাল রেজাল্ট এর পিডিএফ দেখুন এই লেখার নিচে
ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি রেজাল্ট
প্রাথমিকভাবে মনোনিতদের তালিকায় HS02201-HS02261 বলতে বিজ্ঞান, HH02201-HH02220 বলতে মানবিক এবং HBS02201-HBS02221 বলতে ব্যবস্যা শাখার/বিভাগের শিক্ষার্থীদের বুঝানো হয়েছে।
ইমদাদ সিতারা খান বৃত্তি বিস্তারিত
মনোনীতদের জন্য নির্দেশনাঃ
১. ইমদাদ-সিতারা খান বৃত্তি এবং বোর্ড/সরকারি বৃত্তি ছাড়া অন্য কোন উৎস থেকে বৃত্তি পেলে বা মনোনিত হলে তার তথ্যদি জানাতে হবে।
২. প্রাথমিকভাবে তালিকায় থাকা শিক্ষার্থীগণ আগামী ৫ দিনের মধ্যে নিজ বা যৌথ (বয়স ১৮ বছরের কম হলে) নামে ব্যাংকে একাউন্ট খুলতে হবে।
যেকোন ব্যাংক একাউন্ট খোলা যাবে। ব্যাংক একাউন্ট নম্বর থাকলে নতুন করে একাউন্ট খোলার প্রয়োজন নেই।
অনার্স পড়ুয়াদের বৃত্তি দিবে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন | আবেদন করুন
অনান্য জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
আরো পড়ুন, স্নাতকে ভর্তির জন্য আর্থিক সহায়তা ১০ হাজার টাকা দিবে সরকার আবেদন করুন
বৃত্তির আইডি নম্বরসহ একাউন্টের পাঁচটি তথ্য
(ক) বৃত্তির আইডি নম্বর
(খ) একাউন্টের নাম (আপনার নাম)
(গ) একাউন্টের নম্বর
(ঘ) ব্যাংকের নাম
(ঙ) শাখার নাম এবং
(চ) রাউটিং নম্বর) WhatsApp 01713036360 নম্বরে পাঠাতে হবে WhatsApp করা না গেলে এসএমএসও করা যাবে।
৩. দ্রুত যোগাযোগ করার জন্য আপনাদের ব্যাচের নামে একটি WhatsApp group খোলা হবে। এ জন্য আপনাদের মোবাইল নম্বরটি WhatsApp করা থাকলে ভাল হয়। ইন্টারনেট সুবিধা না থাকলে মোবাইল নম্বরে এসএমএস বা কল করে পরবর্তী নির্দেশনা দেয়া হবে।
৪. কোন তথ্যের জন্য কল না করে WhatsApp/এসএমএস / ইমেইল / ইনবক্স করুন।
৫. বেসরকরি সংস্থা স্পন্দনবি বাংলাদেশ অফিস এর প্রতিনিধি ছাড়া অন্য কেউ বৃত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলে অথবা কোন প্রলোভন দেখিয়ে বৃত্তির পাইয়ে দেয়ার আশ্বাস দিলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।
৬. কোন কিছুতেই অস্থির হবেন না।
৭. নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। নিজেকে নিজের সাথে তুলনা করতে পারেন।
৮. ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মধ্যমে প্রয়োজনের চেয়ে বেশি সময় ব্যয় করবেন না। বৃত্তি সংক্রান্ত অথবা যেকোন পোষ্ট/তথ্য ভাল করে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন।
তারপর সিন্ধান্ত নিবেন যে, লাইক, কমেন্টস বা শেয়ার করবেন কি না।
মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে ধৈর্য্য, প্রশান্তি এবং সুস্থতা দান করুন।
অনার্স প্রথমবর্ষ সেশন ২০২০-২০২১ শিক্ষার্থীদের মূল্যায়ন শেষে তালিকা প্রস্তুত করতে আরো সময় লাগবে।
তথ্য সংগৃহীতঃ ইমদাদ সিতারা খান ফাউন্ডেশন ফেসবুক গ্রুপ থেকে।
ফাইনাল রেজাল্ট এর পিডিএফ দেখুন নিচে
এইচএসসি পর্যায় সেশন ২০২১-২০২১ ফাইনাল রেজাল্ট পিডিএফ ডাউনলোড
অনার্স পর্যায় সেশন ২০২০-২০২১ ফাইনাল রেজাল্ট পিডিএফ ডাউনলোড
শিক্ষাবৃত্তির ফলাফলঃ
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
সিজেডএম (CZM) জিনিয়াস শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট
ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি স্কলারশিপ রেজাল্ট-২০২২
ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি রেজাল্ট ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি রেজাল্ট ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি রেজাল্ট Imdad Sitara Khan ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি রেজাল্ট
Imdad Sitara Khan Scholarship Result
এসএসসি এইচএসসি ও অনার্স পাশে বর্তমান আবেদন চলমান শিক্ষাবৃত্তি লিস্টঃ
শিক্ষাবৃত্তির নাম | আবেদন শুরু | আবেদনের শেষ সময় | আবেদন |
শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
সরকার কর্তৃক ভর্তি সহায়তা | আবেদন চলমান | ২৯ সেপ্টেম্বর ২০২২ | আবেদন করুন |
বঙ্গবন্ধু ছাত্র-বৃত্তি | আবেদন চলমান | ৩১ অক্টোবর ২০২২ | আবেদন করুন |
ভারত মৈত্রী শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট | আবেদন করুন |
বাগেরহাট জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
ফেনী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ২৯ ডিসেম্বর ২০২২ | আবেদন করুন |
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official Facebook Group