সোনালী ব্যাংক বৃত্তি ২০২২ | প্রাথমিক সিলেকশন রেজাল্ট পরবর্তী করণীয়
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ এর জন্য প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের জন্য নির্দেশাবলীঃ
প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদেরকে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সরবরাহ করতে হবেঃ
( ক ) প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত Online Application Form ( শিক্ষা প্রতিষ্ঠান প্রধান / বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সীলমোহরযুক্ত সুপারিশসহ ) ;
( খ ) বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান / বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ ;
( গ ) একাডেমিক ট্রান্সক্রীপ্ট / সনদ এর সত্যায়িত কপি ;
( ঘ ) নাগরিকত্ব সনদ / জন্ম সনদ ;
( ঙ ) ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র
( অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে ) ও চাকুরীরত অভিভাবকদের পদবী ও বেতন স্কেল উল্লেখসহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র ;
( চ ) মুক্তিযোদ্ধার পুত্র – কন্যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ ও মুক্তিযোদ্ধার পুত্র – কন্যার পুত্র – কন্যাদের ক্ষেত্রে উপযুক্ত
প্রমাণক হিসেবে ইউপি চেয়ারম্যান / পৌর মেয়র / সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে সম্পর্ক সংক্রান্ত সনদ এবং
( ছ ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর / জেলা সমাজসেবা কার্যালয় উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ ।
উপরোক্ত কাগজপত্রাদি আগামী তারিখের মধ্যে প্রাথমিকভাবে মনোনীতদের নিজ –
নিজ নামের পার্শ্বে বর্ণিত জেলায় অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেড এর সংশ্লিষ্ট প্রিন্সিপাল অফিসে দাখিল করতে হবে ।
ডেপুটি জেনারেল ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় , ঢাকা ।
রেজাল্ট
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তিতে যারা প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছেন তাদেরকে কল দেওয়া শুরু হয়ে গেছে। তাই যারা আবেদন করেছেন তাদের ফোন অবশ্যই চালু রাখবেন।
নির্বাচিতদের তালিকা দেখুন
সোনালী ব্যাংক বৃত্তি বিস্তারিত
শিক্ষাবৃত্তির ফলাফলঃ
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
সিজেডএম (CZM) জিনিয়াস শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট
ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি স্কলারশিপ রেজাল্ট-২০২২
এসএসসি এইচএসসি ও অনার্স পাশে বর্তমান আবেদন চলমান শিক্ষাবৃত্তি লিস্টঃ
শিক্ষাবৃত্তির নাম | আবেদন শুরু | আবেদনের শেষ সময় | আবেদন |
শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
সরকার কর্তৃক ভর্তি সহায়তা | আবেদন চলমান | ২৯ সেপ্টেম্বর ২০২২ | আবেদন করুন |
বঙ্গবন্ধু ছাত্র-বৃত্তি | আবেদন চলমান | ৩১ অক্টোবর ২০২২ | আবেদন করুন |
ভারত মৈত্রী শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট | আবেদন করুন |
বাগেরহাট জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
ফেনী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ২৯ ডিসেম্বর ২০২২ | আবেদন করুন |
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group