ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি স্কলারশিপে চূড়ান্ত মনোনীতদের করণীয়:
ডাচ – বাংলা ক ডাচ্ – বাংলা ব্যাংক – এর শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের স্বপ্ন পূরণের সেতুবন্ধন SSC -2022 ব্যাচের ডাচ – বাংলা ব্যাংকের বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন !
এইচএসসি ২০২১ দের ডিবিবিএল স্কলারশিপ সার্কুলার
ডাচ্ – বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় ২০২২ সালের এসএসসি / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৫২১ জন শিক্ষার্থীদের তালিকা
ডাচ্ – বাংলা ব্যাংকের ওয়েবসাইট app.dutchbanglabank.com/DBBLScholarship এ প্রকাশিত হয়েছে ।
রেজাল্ট দেখুন
শিক্ষাবৃত্তির ফলাফলঃ
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
সিজেডএম (CZM) জিনিয়াস শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট
ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি স্কলারশিপ রেজাল্ট-২০২২
ইতিমধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের অনুকূলে ( বৃত্তির আবেদনপত্রে প্রদত্ত ঠিকানায় ) কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বৃত্তিপত্র প্রেরণ করা হয়েছে ।
নির্বাচিত শিক্ষার্থীদের কেউ বৃত্তিপত্র না পেয়ে থাকলে ‘ ডাচ্ – বাংলা ব্যাংক ফাউন্ডেশন ‘ ফোনঃ 02223354196-৮ , এক্স -১৬৫ , ১৬৭ , ১৭১ ও ১৭২ -এ যোগাযোগ করা যেতে পারে ।
বি,দ্রঃ যারা মনোনীত হয়েছেন তারা অবশ্যই তাদের বৃত্তিপত্রে দেওয়া মোবাইল নাম্বারটি সচল রাখবে। কারণ কুরিয়ার সার্ভিসের লোক আপনাকে কল দিবে বৃত্তিপত্র দেওয়ার জন্য৷
কুরিয়ারে বৃত্তিপত্র পাওয়ার পর যা করতে হবেঃ
বৃত্তিপ্রাপ্ত ছাত্র – ছাত্রীদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী ঃ (বিগত বছর অনুযায়ী
সাধারণত প্রত্যেক বছরেই এসব নির্দেশনাই থাকে।
ডাচ্ – বাংলা ব্যাংকের যেকোন মোবাইল ব্যাংকিং অফিস / শাখায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র / ছাত্রীর নামে আগামী /…/…/ তারিখের মধ্যে ( সঠিক ভাবে রেজিষ্ট্রেশন কৃত মোবাইল নম্বরের বিপরীতে ) একটি রকেট ( ডাচ্ – বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং ) একাউন্ট খুলতে হবে ।
আপনার এই রকেট একাউন্টেই প্রতি মাসে বৃত্তির টাকা জমা হবে । তাই প্রদত্ত মোবাইল নম্বরটি বৃত্তির পূর্ণ মেয়াদকাল পর্যন্ত সচল রাখতে হবে ।
২. রকেট একাউন্ট খোলার সময় নিম্নোক্ত কাগজ পত্রাদি সাথে নিয়ে যেতে হবে :
ক ) বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বা ছবিযুক্ত সনাক্তকরণ পত্র ।
খ ) এস . এস . সি রেজিস্ট্রেশন কার্ড , মার্কশীট ও সার্টিফিকেটের ( যদি থাকে ) সত্যায়িত ফটোকপি ।
গ ) ২ কপি সত্যায়িত ছবি । ঘ ) নমিনীর ১ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
ঙ ) বৃত্তি পত্রের ফটোকপি । আগামী /…/… তারিখের মধ্যে নিম্নোক্ত কাগজপত্র ( একসাথে স্ট্যাপল করে ) ডাচ্ – বাংলা ব্যাংক ফাউন্ডেশন -এর উপরোক্ত ঠিকানা বরাবর ডাক / কুরিয়ার যোগে পৌঁছাতে হবেঃ
ক ) রকেট একাউন্ট নম্বরসহ সঠিকভাবে পূরণকৃত অঙ্গীকারনামার মূল কপি ( যা বৃত্তিপত্রের সাথে সরবরাহ করা হয়েছে ) ।
খ ) বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ( কলেজে অধ্যয়নরত হলে ) বিভাগীয় প্রধান/প্রিন্সিপাল/ কর্তৃক প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে প্রত্যয়ন পত্র ( মূল কপি ) , যেখানে উল্লেখ থাকবে যে বর্তমানে অধ্যয়নরত প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ছাত্র / ছাত্রী কোন রকম বৃত্তি ( সরকারী বৃত্তি ব্যতীত ) পাচ্ছে না ।
গ ) বর্তমানে অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধান / বিভাগীয় প্রধান কর্তৃক সকল রেজিস্ট্রেশন কার্ড , মার্কশীট , সার্টিফিকেট ( যদি থাকে ) ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি রশিদের সত্যায়িত কপি ।
ঘ ) বৃত্তি প্রাপ্ত ছাত্র – ছাত্রীর পিতা , মাতা / অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
ঙ ) বৃত্তি পত্রের ফটোকপি । ** উল্লেখ্য , অঙ্গীকার নামায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র / ছাত্রী এবং তার পিতা / মাতার স্বাক্ষর থাকতে হবে এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্র / ছাত্রীর স্বাক্ষর অবশ্যই রকেট একাউন্ট এ প্রদত্ত স্বাক্ষরের অনুরূপ হতে হবে । অবশ্যই মনে রাখবেন : ১ ) বৃত্তি প্রাপ্ত ছাত্র / ছাত্রী কে অবশ্যই চলতি ( ২০২১-২০২২ ) শিক্ষা বর্ষে কোন কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি হতে হবে ।
এসএসসি এইচএসসি ও অনার্স পাশে বর্তমান আবেদন চলমান শিক্ষাবৃত্তি লিস্টঃ
শিক্ষাবৃত্তির নাম | আবেদন শুরু | আবেদনের শেষ সময় | আবেদন |
শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
সরকার কর্তৃক ভর্তি সহায়তা | আবেদন চলমান | ২৯ সেপ্টেম্বর ২০২২ | আবেদন করুন |
বঙ্গবন্ধু ছাত্র-বৃত্তি | আবেদন চলমান | ৩১ অক্টোবর ২০২২ | আবেদন করুন |
ভারত মৈত্রী শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট | আবেদন করুন |
বাগেরহাট জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
ফেনী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ২৯ ডিসেম্বর ২০২২ | আবেদন করুন |
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group