নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান ছাত্রবৃত্তি প্রকল্পের নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
ভারত সরকার গত ২০১৭-২০১৮ সাল থেকে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য শুরু এই শিক্ষা বৃত্তি প্রকল্প শুরু করেন। এ বছর উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ১০০০ করে মোট ২০০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে যার তালিকা প্রকাশিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটেও রয়েছে এই তালিকার তথ্য।
এই বৃত্তির আওতায় স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ৫০ হাজার টাকা।
এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার টাকা পাবে। ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশের সব জেলা থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।
পিডিএফ ডাউনলোড করে মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান ছাত্রবৃত্তি ফলাফল দেখুনঃ
উচ্চমাধ্যমিক পর্যায়ের ফলাফলঃ
স্নাতক পর্যায়ের ফলাফলঃ
উল্লেখ্য ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।
গত ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহন করা হয়।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, এ স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক হাজার জন এবং স্নাতক পর্যায়ে এক হাজার জন করে মোট দুই হাজার ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে।
স্নাতক পর্যায়ে এককালীন পঞ্চাশ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন বিশ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group