ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি এইচএসসি সেশন ২০১৯-২০২০ (এসএসসি ২০১৯ পাশ) ছাত্র-ছাত্রীদের চুড়ান্ত ফলাফল প্রকাশ।
১। এইচএসসি বিজ্ঞান শাখার ৬০ জন।
২। এইচএসসি মানবিক শাখার ১৯ জন এবং
৩। এইচএসসি ব্যবস্যা শিক্ষা শাখার ২০ জন।
মোট ৯৯ জন ছাত্র-ছাত্রী এইচএসসি সেশন ২০১৯-২০২০ এর জন্য চুড়ান্তভাবে মনোনিত হয়েছেন। ইতোমধ্যে তাদের মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হয়েছে।
যারা অন্যকোন প্রতিষ্ঠান থেকে বৃত্তির জন্য মনোনিত হয়েছেন তাদেরকে প্রাথমিক তালিকা থেকে বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।
ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি এইচএসসি ২০১৯-২০২০ সেশন ফাইনাল রেজাল্ট পিডিএফ ডাউনলোড করতে নিচের Download লেখাটিতে ক্লিক করুন
মনোনিত ছাত্র-ছাত্রীদের জন্য নিম্নলিখিত নির্দেশনা প্রদান করা হল:
১। যেকোন ব্যাংকে ছাত্র-ছাত্রীদের নিজের নামে অথবা অভিভাবকের সাথে যৌথ (বয়স ১৮ বছরের কম হলে) একাউন্ট খুলতে হবে (যদি কোন ব্যাংকে একাউন্ট না থাকে)।
২। ব্যাংক একাউন্টের তথ্যাদি (ক. একাউন্টের নাম, খ. একাউন্টের নম্বর, গ. একাউন্টের ধরন, ঘ. ব্যাংকের নাম, ঙ. শাখার নাম, এবং চ. রাউটিং নম্বর) mostafiz14@yahoo.com এ ইমেইল পাঠাতে হবে। ইমেইলের Subject এর জায়গায় Bank Details of Student name (your name) and ID (তালিকায় প্রদত্ত) উল্লেখ করতে হবে।
আরো পড়ুন, ইমদাদ-সিতারা খান বৃত্তি – 2021 আবেদনকারীদের তালিকা প্রকাশ
৩। যেকোন ধরনের প্রশ্ন থাকলে মোবাইলে কল না করে এসএমএস অথবা ইনবক্স করুন।
৪। বিশেষ কারণে কথা বলার প্রয়োজন হলে অফিস সময় সকাল ১০ টা – বিকাল ৪ টার মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। যোগাযোগ করুন। যোগাযোগ এর ঠিকানা স্পন্দনবি বাংলআদেশ অফিস, ৩০২, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা -১২০৭ অথবা ০২-৪৮১১৪৪৯৯, ০১৭১৩০৩৬৩৬০, ০১৭৭৩৬১০০০৯
যেকোন প্রয়োজনে বিস্তারিত তথ্য www.spaandnb.org ওয়েবসাইট এবং IMDAD SITARA KHAN FOUNDATION SCHOLARSHIP ফেসবুক পেজ থেকেও জানা যাবে।
৫। সকল ছাত্র-ছা্ত্রীদের ব্যাংক সংক্রান্ত তথ্যাদি আমাদের হাতে পৌছালেই বৃত্তির অর্থ ছাত্র-ছাত্রীদের ব্যাংকে একাউন্টে প্রদান করা হবে।
৬। বৃত্তি সংক্রান্ত কোন বিষয়ে সন্দেহের উদ্রেক হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ এর ঠিকানা স্পন্দনবি বাংলআদেশ অফিস, ৩০২, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা -১২০৭ অথবা ০২-৪৮১১৪৪৯৯, ০১৭১৩০৩৬৩৬০, ০১৭৭৩৬১০০০৯
অন্যান্য নির্দেশনা (যদি থাকে) পরে জানানো হবে।
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group