সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১। সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষা বলতে বিশেষায়িত ৬ টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি ইউনিট কে নিয়ে গঠিত ভর্তি পরীক্ষাকে বুঝায়। উক্ত ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইট admission-agri.org তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ।
বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এই ভর্তি পরীক্ষা সম্পর্কে অবগত করার জন্য আমরা গত বছরের সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার এর আলোকে আলোচনা করা হলো।
আপনি অবশ্যই জানেন যে এটি দ্বিতীয় বারের মতো সমন্বিত পরীক্ষা হতে যাচ্ছে। প্রথমবারের মতো কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা হয়েছিল ২০১৯-২০ সেশনে। তাই চলুন এই সমন্বিত ভর্তি পরীক্ষার যাবতীয় সকল কিছু যেমন নম্বর পদ্ধতি এবং ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার আসন পরিকল্পনা ইত্যাদি জেনে নেয়া যাক।
তারিখ এবং সময়সূচী
আবেদন শুরু:
আবেদন শেষ:
ভর্তি পরীক্ষার তারিখ: ২৯ মে
আবেদন ফি: ১০০০ (এক হাজার) টাকা
ফলাফল প্রকাশের তারিখ:
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ০৭(সাত)টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যার বিবরণ
ক্র. নং | বিশ্ববিদ্যালয়ের নাম | আসন সংখ্যা |
০১ | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ | ১১০৮ |
০২ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর | ৩৩০ |
০৩ | শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা | ৭০৪ |
০৪ | সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট | ৪৩১ |
০৫ | পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী | ৫৮৭ |
০৬ | চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম | ২৪৫ |
০৭ | খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা | ১৫০ |
সর্বমোট | ৩৫৫৫ |
আবেদনের ন্যূনতম যােগ্যতা
- ২০১৭/২০১৮ সালে এসএসসি/ সমমান এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে পাস করতে হবে।
- এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সর্বমােট ন্যূনতম জিপিএ ৭.০০ থাকতে হবে। জিসিই 0 লেভেল এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে 0 লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে ন্যূনতম B গ্রেড এবং A লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়সমূহের প্রত্যেকটিতে ন্যূনতম B গ্রেড থাকতে হবে। উল্লেখ্য, 0 লেভেল এবং A লেভেল এর ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে A গ্রেডের জন্য ৫, B গ্রেডের জন্য ৪, C গ্রেডের জন্য ৩.৫ এবং D গ্রেডের জন্য ৩ পয়েন্ট গণ্য করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মােট আসন সংখ্যার ১০ (দশ) গুণক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ প্রদান করা হবে।
- এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমান উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে
আবেদনের নিয়মাবলি:
ক) আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য www.admission-agri.org ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের আবেদন নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
খ) মােবাইল ফোন নাম্বার প্রদানের স্থানে নিজস্ব বা বিশ্বস্ত ফোন নাম্বার হওয়া আবশ্যক এই নাম্বারে এসএমএস এর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যাদি জানানাে হবে।
গ) কোটায় আবেদনকারী না হলে কোটার ঘরে ‘সাধারণ’ সিলেক্ট করতে হবে।
আবেদন ফি প্রদানের নিয়মাবলি:
আবেদন ফি ১০০০/- (এক হাজার) টাকা মাত্র ‘রকেট’, ‘বিকাশ’ বা ‘শিওরক্যাশ’-এর মাধ্যমে নিম্নে প্রদত্ত নির্দেশনা মােতাবেক জমা দিতে হবে। তবে কেউ তাৎক্ষণিকভাবে ফি জমা দিতে না পারলে আবেদনের শেষ তারিখের মধ্যেই উক্ত ওয়েবসাইটে লগইন করে জমা দিতে হবে।
সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
ক) রকেট-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া:
- ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং রকেট একাউন্টের মূল মেনুতে প্রবেশের জন্য *322# ডায়াল করতে হবে।
- Bill pay সিলেক্ট করতে হবে।
- তারপর Self সিলেক্ট করতে হবে।
- কৃষি বিষয়সমূহে ভর্তির জন্য ‘0’ (শুন্য) সিলেক্ট করতে হবে।
- Biller ID হিসেবে 336 টাইপ করতে হবে।
- Bill Number এর স্থলে প্রদত্ত PIN (রকেট-এর PIN নয়) টাইপ করতে হবে।
- Amount হিসেবে আবেদন ফি টাকা ১০০০ টাইপ করতে হবে।
- এবার রকেট এর PIN টাইপ করতে হবে।
- ফিরতি SMS-এর মাধ্যমে একটি Transaction ID (TxnID) আসবে
- অনলাইনে প্রবেশ করে পেমেন্ট অপশন হতে রকেট সিলেক্ট করে নির্ধারিত স্থানে উক্ত Transaction ID টি প্রদান করতে হবে।
খ) বিকাশ-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া:
আবেদনের ওয়েবসাইটে বিকাশ সিলেক্ট করলে যে স্ক্রিন আসবে, তাতে বিকাশ একাউন্টের নাম্বার দিতে হবে এবং শর্তাবলিতে সম্মতি দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
উক্ত বিকাশ একাউন্ট নাম্বারে sms-এর মাধ্যমে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে। সেটি পেমেন্ট স্ক্রিনে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
এরপর বিকাশ একাউন্টের পিন দিতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফল হলে সাথে সাথেই একটি কনফার্মেশন এসএমএস পাওয়া যাবে।
গ) শিওরক্যাশ-এর মাধ্যমে তিনভাবে ভর্তি পরীক্ষার ফি জমা দেয়া যাবে:
(i) শিওরক্যাশ USSD Menu এর মাধ্যমে ফি প্রদান
ধাপ-১: শিওরক্যাশ এর মেনু পেতে *৪৯৫# ডায়াল করে PAYMENT অপশন নির্বাচন করতে হবে।
ধাপ-২: পেমেন্ট কি-ওয়ার্ড: AGRI লিখতে হবে।
ধাপ-৩: আইডি হিসেবে প্রদত্ত PIN নাম্বার লিখতে হবে।
ধাপ-৪: মােবাইলে নাম সহ Due Amount: Tk. 1000 প্রদর্শিত হবে এবং মােবাইল একাউন্টের পিন নাম্বার প্রদান করলে, পেমেন্ট সফল হলে TXN নাম্বার সহ Successful Massage প্রদর্শিত হবে।
ii) শিওরক্যাশ এর অ্যাপ এ লগ ইন করে:
ধাপ-১: Payment অপশন সিলেক্ট করতে হবে।
ধাপ-২: পরবর্তী ধাপে যেতে AGRI লিখে Next অপশন সিলেক্ট করতে হবে।
ধাপ-৩: স্টুডেন্টের আইডি হিসেবে প্রদত্ত PIN নাম্বার লিখতে হবে।
ধাপ-৪: মােবাইল স্ক্রিনে নাম সহ Amount: Tk. 1000 প্রদর্শিত হবে, পরবর্তি/ Next বাটন সিলেক্ট করতে হবে।
ধাপ-৫: পেমেন্ট নিশ্চিত করতে Confirmation বাটন সিলেক্ট করতে হবে। Payment সফল হলে Txn ID সহ Successful Massage প্রদর্শিত হবে। প্রযােজ্য ক্ষেত্রে উক্ত Txn ID ব্যবহার করতে হবে।
iii) ওয়েবসাইটে সরাসরি ফি জমা দেওয়ার নিয়ম:
ধাপ-১: ওয়েবসাইটে লগইন করতে হবে।
ধাপ-২: টাকা জমাদানের স্ক্রিনে গিয়ে শিওরক্যাশ অপসন সিলেক্ট করতে হবে।
ধাপ-৩: শিওরক্যাশ ওয়ালেট নাম্বার লিখে, সাবমিট দিতে হবে। উক্ত শিওরক্যাশ ওয়ালেট সংযুক্ত মােবাইল নাম্বারে একাটি নিশ্চিতকরণ অনুরােধ যাবে।
ধাপ-৪: শিওরক্যাশ ওয়ালেট নাম্বারের চার সংখ্যার পিন দিতে হবে। পেমেন্ট সফল হলে সাথে সাথেই Txn ID সহ একটি কনফার্মেশন এসএমএস পাওয়া যাবে।
নির্বাচন প্রক্রিয়া
বিশেষভাবে লক্ষণীয়:
- শিক্ষার্থীকে ভর্তির আবেদন সম্পন্ন করে পেমেন্ট করতে হবে, স্টুডেন্টের আইডি হিসেবে প্রদত্ত PIN নাম্বার ব্যবহার করতে হবে।
- ভর্তির আবেদন ফি বাবদ শিক্ষার্থীপ্রতি ১০০০ টাকা পরিশােধ করতে হবে।
- মােট আসন সংখ্যার ১০ (দশ) গুণ প্রার্থীকে মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে।
- পরীক্ষার সময় কোন ক্যালকুলেটর, মােবাইল ফোন এবং এজাতীয় ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা সম্পূর্ণরুপে নিষিদ্ধ।
ছবি আপলােড: আবেদনকারীর পাসপাের্ট আকারের সম্প্রতি তােলা রঙ্গিন ছবির সফ্ট কপি (৫০ কিলােবাইটের মধ্যে jpg ফরম্যাটে) অনলাইনে আবেদনকালীন অথবা আবেদনের শেষ তারিখের পূর্বে লগইন করে নির্ধারিত স্থানে আপলােড করতে হবে। উল্লেখ্য যে, ছবি ব্যতীত প্রবেশপত্র ডাউনলােড করা যাবে না।
অপশন/পছন্দক্রম প্রদান: আবেদনকারীকে আবেদন কালীন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কাঙ্খিত বিষয়সমূহের মধ্য থেকে পছন্দক্রম অনুযায়ী বিষয়সমূহ নির্বাচন করতে হবে। পছন্দক্রমে কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিষয় নির্বাচন করা না হলে সে সকল বিষয় আবেদনকারীর জন্য বিবেচিত হবে না। ভর্তি পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত লগইন করে পছন্দক্রম পরিবর্তন করা যাবে।
পরীক্ষার কেন্দ্র নির্ধারণ: আবেদনকারী যে বিশ্ববিদ্যালয় কেন্দ্র হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তা পরীক্ষা কেন্দ্রের পছন্দক্রমের ঘরে নির্বাচন করতে হবে। এই পছন্দক্রম এবং এসএসসি-এইচএসসি এর মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হবে। উল্লেখ্য যে, সকল পরীক্ষা কেন্দ্রই পছন্দক্রমে দেখাতে হবে।
পরীক্ষার বিষয় ও নম্বর বন্টণ: এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে-১০, প্রাণিবিজ্ঞানে-১৫, উদ্ভিদবিজ্ঞানে-১৫, পদার্থে-২০, রসায়নে-২০ এবং গণিতে-২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
ফলাফল প্রস্তুতি: মােট ২০০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ-এর ৮ গুণ এবং এইচএসসি/সমমানের চতুর্থ বিষয় ব্যতীত জিপিএএর ১২ গুণ যােগ করে ফলাফল এবং মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।
ভর্তি প্রক্রিয়াঃ
ক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময়ই মেধা তালিকা অনুযায়ী ভর্তিচ্ছুক শিক্ষার্থীগণ যে বিশ্ববিদ্যালয়ের যে বিষয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হবে, তা প্রকাশ করা হবে এবং সে বিশ্ববিদ্যালয়েই ভর্তি ফি জমা দিয়ে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস উক্ত বিশ্ববিদ্যালয়েই জমা দিতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি-র পরিমান ফলাফল প্রকাশের সময় ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
খ) ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনসমূহে অপেক্ষমান তালিকা হতে ভর্তি করা হবে। অটোমাইগ্রেশনের যে কোন পর্যায়ে অটোমাইগ্রেশন বন্ধ করতে চাইলে অনলাইনে লগইন করে আবেদন করতে হবে।
গ) সর্বশেষ অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রার্থীগণ যে যে বিশ্ববিদ্যালয় ও বিষয়ের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত হবে, তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এসএমএস-এর মাধ্যমে জানানাে হবে। অটোমাইগ্রেশনের কারণে যে সকল ভর্তিকৃত ছাত্র/ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন হবে, তাদেরকে নির্ধারিত তারিখে সর্বশেষ-প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে গিয়ে পূর্বে জমাকৃত ভর্তি-ফির সাথে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযােজ্য ভর্তি-ফি সমন্বয় করে ভর্তির কার্যক্রম চুড়ান্ত করতে হবে। সর্বশেষ অটোমাইগ্রেশনের পর এক বিশ্ববিদ্যালয় হতে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হওয়া ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও অন্যান্য ডকুমেন্ট বিশ্ববিদ্যালয়সমূহ পরস্পরের মধ্যে আদান প্রদান করে নেবেন।
বিগত বছরের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এখানে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group