স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো।
দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের স্নাতক ১ম বর্ষে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতায় ঢাকা অঞ্চলের বৃত্তির অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২৬ আগস্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সিজেডএম-এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাবসায়ী নিয়াজ রহিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী।
শনিবার ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সিজেডএম-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব এ এম এম নাসিরউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস – চ্যান্সেলর ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ও সিজেডএম- এর শরিয়াহ সুপারভাইসরি বোর্ডের সদস্য অধ্যাপক ডঃ যুবায়ের মোহাম্মদ এহসানুল হক এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট-এর ভাইস চেয়ারম্যান ও খাদিম সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকীফ আরিফ তাবানী।
অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কর্নেল মালেক মেডিকেল কলেজ, ও মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বৃত্তির অ্যাওয়ার্ড পত্র প্রদান করা হয়।
উল্লেখ্য জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রণোদনামূলক ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, ক্যারিয়ার পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা, মানসিক চাপ ব্যবস্থাপনা, সামাজিক ও নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্বপালন, ভাষা শিক্ষা ইত্যাদি প্রদান করা হয়। এই বৃত্তি ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ শিক্ষার্থীদেরকে দেশের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এবং ধনী ব্যক্তিদের প্রদত্ত যাকাত ও সিএসআর তহবিলের সাহায্যে গঠিত তহবিল থেকে এই বৃত্তি ২০১০ সাল থেকে নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।
CZM জিনিয়াস শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তি:
ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩ ( প্রতি মাসে ২৫০০ মোট ৬৭০০০ টাকা)
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩
স্নাতক ভর্তিতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিবে সরকার (আবেদন চলছে)
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ ( ৪ বছরে ১ লাখ ৪৪ হাজার টাকা)
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার – ২০২৩ | District Council Scholarship Circular
সুনামগঞ্জ জেলা পরিষদ বৃত্তি ২০২৩
SSC Scholarship 202