সিজেডএম -এর জিনিয়াস বৃত্তি কর্মসূচির প্রাথমিক সিলেকশন এর ফল প্রকাশ করা হয়েছে।
কুষ্টিয়া, সিলেট, বরিশাল ও গোপালগঞ্জ অঞ্চলের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে, পর্যায়ক্রমে সকল অঞ্চলের ফলাফল প্রকাশ করা হবে।
ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলের প্রাথমিক ফলাফল ও ইন্টারভিউ ঈদুল আজহা এর ছুটির পর প্রকাশিত হবে।
রংপুর ও দিনাজপুর অঞ্চলের প্রাথমিক ফলাফল আগামী ১৫-১৬ জুন ও ইন্টারভিউ আগামী ১৮-২২ জুন ২০২৩ এর মধ্যে হতে পারে ইনশাআল্লাহ।
যেকোন ধরণের তদবির সুলভ আচরণ (সরাসরি, ফোনকল, এসএমএস, ইমেইল, শিক্ষক অথবা কোন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে অনুরোধ ) বৃত্তি পাওয়ার অযোগ্যতা হিসেবে বিবেচত হয়ে থাকে।
ফলাফল দেখুন এখানে ফলাফল
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের জন্য নির্দেশনাঃ
১) প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে ইন্টারভিউ এর স্থান ও সময় জানানো হবে;
২) প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা তাদের জিনিয়াস বৃত্তির অনলাইন একাউন্টে লগইন করে ইন্টারভিউ কার্ড প্রিন্ট করুন;
৩) ইন্টারভিউ কার্ডে আপনার প্রদত্ত ইনস্টিটিউট / বিভাগীয় প্রধান / একাডেমিক সুপারভাইসারের সীল ও তারিখ সহ স্বাক্ষর সংগ্রহ করুন;
৪) ইন্টারভিউতে উপস্থিত হবার সময় আপনার ইন্টারভিউ কার্ড, বিশ্ববিদ্যায়লয়ে ভর্তির ডকুমেন্ট, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মার্কশীট এবং আপনার প্রতিবন্ধকতা ও দুরারোগ্যব্যাধি সম্পর্কৃত ডকুমেন্ট সাথে নিয়ে আসতে হবে।
জিনিয়াস শিক্ষাবৃত্তি চূড়ান্ত ফলাফল:
জিনিয়াস শিক্ষাবৃত্তির সব অঞ্চলের ভাইভা শেষ হয়েছে।এবার চূড়ান্ত ফল প্রকাশিত হবে। জিনিয়াস শিক্ষাবৃত্তির অফিশিয়াল ফেসবুক পেজে ম্যাসেজ করে জানা গেছে চূড়ান্ত ফলাফল আজ অথবা ২৪ আগস্ট ২০২৩ তারিখ (খুন বেশী সম্ভাবনা) অথবা কাল ২৫ আগস্ট ২০২৩ তারিখ প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। ফলাফল পাওয়া যাবে সিজেডএম এর অফিশিয়াল ওয়েবসাইটে, অথবা নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল ফোনে ম্যাসেজ করে জানানো হবে। অথবা আপনারা এই লিংক থেকেও ফল জানতে পারবেন।
CZM জিনিয়াস কর্মসূচি সম্পর্কে বিস্তারিত A to Z
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট(czm scholarship)এর আওতায় জিনিয়াস বৃত্তি কর্মসূচি প্রোগ্রামটি প্রতিবছর স্নাতক পর্যায়ে মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাবলীল একাডেমিক সাফল্য এবং ক্যারিয়ার বিল্ডিং প্রক্রিয়ার উদ্দেশ্য সার্কুলার প্রকাশ করে।
এরই ধারাবাহিকতায় আজ ১১ এপ্রিল তারিখে CZM জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩ প্রকাশ করা হয়েছে। সার্কুলার, আবেদন প্রসেস, আবেদন যোগ্যতা সহ বিস্তারিত নিচের লেখায় পাবেন।
জিনিয়াস শিক্ষাবৃত্তির যাত্রা কবে শুরু:
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি ২০০৮ সালের ১৪
সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করেছিলো। এটি ইসলামের দিকনির্দেশনা অনুযায়ী সম্পদের ন্যায়সঙ্গত বন্টনের
মাধ্যমে আর্থ-সামাজিক নৈতিক দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার জন্য
একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট
প্রতিষ্ঠানটি প্রতি বছরের ন্যায় এ বছরও জিনিয়াস শিক্ষাবৃত্তি কর্মসূচি-২০২৩ এর আয়োজন করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর পরিসংখ্যান:
CZM জিনিয়াস শিক্ষাবৃত্তির আওতায় এখন পর্যন্ত জন+ ছাত্র-ছাত্রীকে
বৃত্তি প্রদান করেছ সিজেডএম। পরিসংখ্যান সিজেডএম এর
অফিশিয়াল ওয়েবসাইট। সর্বশেষ ২০২১ সালে ৩৫৪৯ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করেছে।
বিস্তারিত পড়ুন
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group