সিলেট জেলা পরিষদ বৃত্তি প্রদানের লক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন আহ্বান করেছে। শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি।
সিলেট জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২৩
Sylhet District Council Scholarship সিলেট জেলা পরিষদ কর্তৃক ২০২১ সনে অনুষ্ঠিত এস.এস.সি / এইচ.এস.সি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ , দেশের বিভিন্ন শিক্ষা
আবেদন চলমান জেলা পরিষদ শিক্ষাবৃত্তির লিস্ট
ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩ ( প্রতি মাসে ২৫০০ মোট ৬৭০০০ টাকা)
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩
স্নাতক ভর্তিতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিবে সরকার (আবেদন চলছে)
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ ( ৪ বছরে ১ লাখ ৪৪ হাজার টাকা)
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার – ২০২৩ | District Council Scholarship Circular
সুনামগঞ্জ জেলা পরিষদ বৃত্তি ২০২৩
SSC Scholarship 202
আবেদন চলমান অনান্য শিক্ষাবৃত্তির তালিকা:
শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদনের আহ্বান
ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ | DBBL Scholarship HSC 2022
অনার্স পড়ুয়াদের বৃত্তি দিবে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন | আবেদন করুন
প্রতিষ্ঠানে অধ্যয়নরত , সিলেট জেলার স্থায়ী অধিবাসী গরীব ও মেধাবী ছাত্র / ছাত্রীদের বৃত্তি প্রদানের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে ।
অনান্য জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
আরো পড়ুন, স্নাতকে ভর্তির জন্য আর্থিক সহায়তা ১০ হাজার টাকা দিবে সরকার আবেদন করুন
আবেদন ফরম পূরণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য হবে :
১)আবেদনকারীকে www.zp.sylhet.gov.bd ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে
২) কেবল ২০২১ সনে অনুষ্ঠিত এস.এস.সি / এইচ.এস.সি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের জিপিএ ৫.০০ প্রাপ্ত এবং
মানবিক / বাণিজ্য বিভাগে সর্বনিম্ন জি.পি.এ ৪.৫০ প্রাপ্ত ছাত্র – ছাত্রীগণ আবেদন করতে পারবেন ।
এস.এস.সি / এইচ.এস.সি ও সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং রেজিস্ট্রেশন কার্ড – এর Scan কপি Upload করতে হবে ।
৩) বীর মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার সন্তান / পোষ্যদের ক্ষেত্রে জিপিএ ৩.৫০ থাকতে হবে ।
তবে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য প্রমাণের ক্ষেত্রে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল / মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে যথাযথ সনদপত্রের Scan কপি Upload করতে হবে ।
৪. আবেদনকারী যদি বীর মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র – কন্যার পুত্র – কন্যা হয় সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার সাথে
আবেদনকারীর সম্পর্ক বিস্তারিত উল্লেখ পূর্বক সিটি কর্পোরেশনের কাউন্সিলর / পৌরসভার মেয়র / ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূলকপি Scan করে Upload করতে হবে ।
সিলেট জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
। ৫. উপজাতি ছাত্র – ছাত্রীদের ক্ষেত্রে জিপিএ ৩.৫০ থাকতে হবে এবং উপজাতি হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র Scan করে Upload করতে হবে ।
৬. প্রতিবন্ধী ছাত্র – ছাত্রী সর্বনিম্ন ২.৫০ জি.পি.এ প্রাপ্ত হতে হবে এবং সনদপত্র Scan করে Upload করতে হবে ।
৭. সিটি কর্পোরেশন / পৌরসভা / ইউনিয়ন পরিষদ হতে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে জন্মনিবন্ধন সনদের Scan কপি অবশ্যই Upload করতে হবে ( জন্মনিবন্ধন সনদের Scan কপি
আকারে ৮০০x৬০০ পিক্সেল , ফরম্যাট- .jpg ও সাইজ -৫০০ kb এর মধ্যে হতে হবে ) । জি -১৮৯০ / ২২ ( ৮x৩ )
৮) আবেদনকারীর নাম English capital letter এ লিখতে হবে ।
৯. আবেদনকারীর ছবি আকারে ১৫০ × ১৫০ পিক্সেল , ফরম্যাট .jpg ও সাইজ- ৫০০ kb এর মধ্যে হতে হবে ।
১০. বৃত্তির ফলাফল জেলা পরিষদ , সিলেট এর ওয়েবসাইটে ই – মেইল ও মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে ।
বৃত্তি গ্রহণের সময় আবেদনকারীর রেজিস্ট্রেশন কার্ড ও আবেদনের প্রাপ্তি স্বীকারপত্র / ই – মেইলের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে ।
আবেদনে আবশ্যিকভাবে ব্যক্তিগত ও অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে ।
১১. বৃত্তির আবেদন ফরম পূরণ করে অনলাইনে প্রেরণের ক্ষেত্রে ইতিমধ্যে জেলা পরিষদ ডিজিটাল সেন্টার সহ ১০৫ টি ইউনিয়ন
পরিষদ এর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।
আগ্রহী ছাত্র / ছাত্রীগণ নিজ নিজ
এলাকার ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর সহায়তা গ্রহণ করে অনলাইনে আবেদন করতে পারবেন ।
১২. কর্তৃপক্ষ যে কোন শর্ত সংযোজন / বিয়োজন / বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন ।
বৃত্তি প্রদানের ক্ষেত্রে জেলা পরিষদ এর সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য ।
১৩. অসম্পূর্ণ আবেদনপত্র এবং চাহিত কাগজপত্র সংযুক্ত / আপলোড না করলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে ।
সিলেট জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
১৪.
আবেদন করার শেষ তারিখ ২৮/০২/২০২৩
সন্দ্বীপ কুমার সিংহ প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ , সিলেট
সিলেট জেলা পরিষদ বৃত্তির ফলাফল প্রকাশ
এসএসসি-২০২১ নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা
এইচএসসি-২০২১ নির্বাচিতদের তালিকা
সিলেট জেলা পরিষদ আয়োজিত ২০১৯-২০ অর্থবছরের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।
শনিবার (১৩ আগস্ট) দুপরে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত
বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার,
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও
জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার
অসিত বরণ দাস গুপ্তের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বিপিতা সিনহা ও ইশতিয়াক রহমান।
শিক্ষাবৃত্তির ফলাফলঃ
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
সিজেডএম (CZM) জিনিয়াস শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট
ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি স্কলারশিপ রেজাল্ট-২০২২
এসএসসি এইচএসসি ও অনার্স পাশে শিক্ষাবৃত্তি লিস্টঃ
শিক্ষাবৃত্তির নাম | আবেদন শুরু | আবেদনের শেষ সময় | আবেদন |
শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
সরকার কর্তৃক ভর্তি সহায়তা | আবেদন চলমান | ২৯ সেপ্টেম্বর ২০২২ | আবেদন করুন |
বঙ্গবন্ধু ছাত্র-বৃত্তি | আবেদন চলমান | ৩১ অক্টোবর ২০২২ | আবেদন করুন |
ভারত মৈত্রী শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট | আবেদন করুন |
বাগেরহাট জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
ফেনী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ২৯ ডিসেম্বর ২০২২ | আবেদন করুন |
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official Facebook Group