ফিনল্যান্ড সরকারি স্কলারশিপ বিজ্ঞপ্তি-২০২১ প্রকাশিত হয়েছে। এই স্কলারশিপের আওতায় বিনা বেতনে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম করার সুযোগ পাবেন শিক্ষার্থী। এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে বয়সের কোন বাঁধা নেই।
ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করবার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই আইএলটিএস একাডেমিক ৬.০ ওভারঅল স্কোর থাকতে হবে এবং মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে আইএলটিএস একাডেমিক স্কোর ৬.৫ ওভারঅল।
তবে যাদের পড়াশোনার মাধ্যম ইংরেজি ভাষায় ছিল তারা মিডিয়াম অব ইন্সট্রাকশন এর সনদ দিয়েও আবেদন করতে পারবেন।
যে সকল মেজরে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন:
Agriculture, Forestry, Fisheries, and Veterinary
Arts, Business, Administration and Law, Education, Engineering, Manufacturing, and Construction
Health and Welfare, Humanities, Information and Communication Technologies (ICTS)
Services (hospitality management, logistics, security, sport studies), Social Sciences, Journalism and Information
ফিনল্যান্ড সরকারি স্কলারশিপ প্রোগ্রাম -২০২১
আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১) পাসপোর্ট
২) একাডেমিক পেপারস
৩) সিভি/রিজিউম
৪) মোটিভেশন লেটার
৫) জন্ম নিবন্ধন (ইংরেজি)/জাতীয় পরিচয়পত্র
৬) আইএলটিএস (একাডেমিক)/মিডিয়াম অব ইন্সট্রাকশন
এই স্কলারশিপের অধীন ফিনল্যান্ডে ২২টি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। প্রার্থী যে বিষয় পড়তে চায় সেই বিষয় কোন বিশ্ববিদ্যালয় অফার করছেন তা খুঁজে আবেদন করতে হবে।
আবেদনের ডেডলাইনঃ ২৭ জানুয়ারি, ২০২১ইং
বিস্তারিত: www.studyinfinland.fi
অন্যরা যা পড়ছেঃ
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group