GST Examination 2022
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বিষয়টি নিয়ে অনেকেই সঠিক দিক নির্দেশনার অভাবে সঠিক প্রস্তুতির অভাবে চান্স হচ্ছে না।
সবকিছু সঠিক ভাবে মেনে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে আর হবে না স্বপ্ন ভঙ্গ।
কেমন হবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের শেষ মুহুর্তের প্রস্তুতি ২০২২
GST Examination 2022
স্বপ্নের দিকে আরও একধাপ এগিয়ে যাক তোমার প্রস্তুতি।
তারই ধারাবাহিকতায় আজকে কয়েকজন গুচ্ছ বিশ্ববিদ্যালয় কোচিং এর ভাইয়া আপুদের মতামত নিয়েই আজকের আয়োজন।
গুচ্ছে চান্স পাবার ১০ কৌশল যা মেনে চললে বাকিদের থেকে এগিয়ে যাবে আরও কয়েক ধাপঃ
১। কোচিং থেকে যেসব শিট দিয়েছে, তা ভালো করে শেষ করতে হবে। তারা যেহেতু এটা নিয়ে বিশ্লেষণ করেছে, তাদের দিক নির্দেশনা সবার আগে।
২। মডেল টেস্ট নিজে নিজে সমাধান করতে না পারলে উত্তর দেখে বুঝে বুঝে সমাধান করবে। যেগুলো একেবারেই পারবে না বা কনফিউশনে থাকবে সেগুলো সম্ভব হলে কারও সাহায্য নিবে। একান্তই সম্ভব না হলে এড়িয়ে চলবে। এটা নিয়ে মন খারাপের কিছু নেই।
৩। প্রশ্নব্যাংক ব্যাখ্যাসহ অবশ্যই শেষ করতে হবে। তাহলে একটা আইডিয়া পাবা প্রশ্ন কেমন হতে পারে।
৪। প্রতিদিন বাসায় মডেল প্রশ্ন থেকে নিজে টাইম ধরে ধরে পরীক্ষা দিতে হবে। এতে নিজের প্রস্তুতি সম্পর্কে জানতে পারবা।
GST Exam 2022 and It’s preparation. So, please check out.
৫। কতক্ষণ পড়েছো এটা বিষয় নয়, এ সময়ের মাঝে কি কি পড়ছো এটাই মূল বিষয়। তাই ২৪ ঘন্টাই পড়তে হবে এই থিওরি থেকে বেরিয়ে আসতে হবে।
৬। যে সিরিজের বই কিনো না কেন, সেই সিরিজের চ্যাপ্টার ওয়াইজ যা আছে ও শর্টকাট টেকনিকগুলো যত তাড়াতাড়ি সম্ভব ভাল করে পড়ে শেষ করে ফেলবে। যেহেতু সময় বেশ কম।
৭। শরীরের প্রতি যত্ন নিতে হবে। যতদূর সম্ভব রোগ থেকে মুক্ত থাকা যায়। কারণ এখন অসুখ হলে অনেক সময় চলে যাবে। এখন তোমার কাছে একটা মিনিটের মূল্য অত্যধিক। আগে সুস্থ থাকতে হবে।
৮। ঘুম থেকে সকাল সকাল উঠে পড়বে, পারলে শেষ রাতে উঠে পড়তে বসবে। কারণ শেষ রাতে তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়। অনেকের সময় পার্থক্য থাকতে পারে।
৯। সকালে নামাজ পড়বে। অর্থাৎ যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করবে। পড়ার পাশাপাশি, প্রার্থনা করলে মন ভালো থাকে। তাছাড়া, পরিশ্রমের পাশাপাশি প্রার্থনা খুব প্রয়োজনীয়।
১০। আর সবসময় আল্লাহর উপর বিশ্বাস রেখো। কঠোর পরিশ্রম করো সফলতা আসবেই। শুভকামনা রইল।
বোনাসঃ দুঃশ্চিতার কিছু নেই। দিনশেষে ভালো কিছুই হবে। দরকার শুধু ধৈর্য্য আর নিয়মিত পড়াটা চালিয়ে যাওয়া। অনেক সুন্দর একটা সকাল তোমার অপেক্ষায় যে সকালে সবাই শুধু তোমার প্রশংসা টাই করবে।
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ টি দেখতে এখানে ক্লিক করুন