এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের ১ম পত্র অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান (HSC-2021 Logic 1st paper 4th Week Assignment Solution) নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ
আরো দেখুনঃ যুক্তিবিদ্যা পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান
যুক্তিবিদ্যা ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান
স্তর: এইচএসসি পরীক্ষা ২০২১, বিভাগ: মানবিক, বিষয়: যুক্তিবিদ্যা ১ম পত্র, বিষয় কোড: ১২১, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: অধ্যায় তৃতীয় – যুক্তির উপাদান;
HSC-2021 Logic 1st paper 4th Week Assignment Solution
অ্যাসাইনমেন্ট শিরোনাম:
ব্যাপ্তির নিয়ম উল্লেখপূর্বক বাস্তব উদাহরণের সাহায্যে পদেরব্যক্তার্থ ও জাত্যর্থের হাসবৃদ্ধির নিয়মের যথার্থতা যাচাই;
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
শিখনফল/বিষয়বস্তু:
ক) পদের ব্যার্থ ও জাত্যৰ্থ ব্যাখ্য করতে পারবে। পদের ব্যার্থ ও জাত্যর্থের তুলনা করতে পারবে;
খ) পদের ব্যাপ্তির ধারণা বর্ণনা করতে পারবে;
গ) পদের ব্যাপ্তির নিয়ম বর্ণনা করতে পারব;
ঘ) A; E, I এবং 0 বাক্যে পদের ব্যাপ্তি ব্যাখ্যা করতে পারবে;
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
পদের ব্যাপ্তির ধারণা;
পদের ব্যাপ্তির সাধারণ নিয়ম উল্লেখ করে A; E, I এবং O বাক্যে ব্যাখ্যা;
উদাহরণসহ ব্যক্তার্থ ও জাত্যর্থ ব্যাখ্যা;
বাস্তবউদাহরণের সাহায্যে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মের বিশ্লেষণ;
Logic Assignment Solution HSC 2021
শিরােনাম: ব্যাপ্তির নিয়ম উল্লেখপূর্বক বাস্তব উদাহরণের সাহায্যে
পদের ব্যার্থ ও জাত্যর্থের সবৃদ্ধির নিয়মের যথার্থতা যাচাই
hsc logic 1st paper assignment solution 2021
আরো দেখুনঃ যুক্তিবিদ্যা পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান
(ক) উত্তরঃ ব্যাপ্তিব ধারণা উপস্থাপন-
ব্যাপ্তির হলাে একটি পদ দ্বারা নির্দেশিত প্রতিটি ব্যক্তি বা ব্যক্তিবাচক বুঝানোর একটি বিশেষ
ধর্ম বা গুণ (property) ব্যাপ্তির ইংরেজি প্রতিশব্দ distribution দ্বাদশ শতকে
উৎপত্তি হয়েছে ল্যাটিন distributio থেকে পদকে নির্দেশনা তত্ত্বের অংশ হিসেবে প্রকাশ
করার জন্য distributio শব্দটি ব্যবহার করা হতাে এবং সার্বিক মান (উনিভেরসাল
quantifier, যেমন- সব, সকল, যে কোন ইত্যাদি) ব্যবহার করে এর দ্বারা একটি পদের
স্বধর্ম নির্দেশিত হতাে। যেমন, কুকুর পদটির ক্ষেত্রে সকল কুকুর হয় বিশ্বস্ত’; এখানে কুকুর
পদটি ব্যাপ্য কারণ প্রত্যেকটি কুকুরই নির্দেশ করা হয়েছে।
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
বিপরীতভাবে, একটি কুকুর পিয়নকে তাড়া করেছে’-এ বাক্যে একই পদ কুকুর ব্যাপ্য নয়;
কারণ এখানে একটি মাত্র কুকুরকে নির্দেশ করা হয়েছে। দ্বাদশ শতক থেকেই ব্যাপ্তির
ধারণাটি সহানুমানের বৈধতা নিরূপণের কৌশল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ব্যাপ্তির মানে হলাে ব্যাপকতা বা প্রসারতা। একটি যুক্তিবাক্যে একটি পদ কতটুকু ব্যাপ্তি
বা ব্যাপকতা নিয়ে ব্যবহৃত হয় তাই হলো ঐ পদের ব্যাপ্তির। সহজভাবে বলা যায় যে,
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
যুক্তিবাক্যে ব্যবহৃত দুটি পদ যে সব শ্রেণিকে নির্দেশ করে সেসব শ্রেণির সকল সদস্য না
কতিপয় সদস্যকে প্রকাশ করছে তা বােঝানাের জন্য ব্যাপ্তির কথাটি ব্যবহৃত হয়।
অর্থাৎ
যুক্তিবাক্যে ব্যবহৃত উদ্দেশ্য ও বিধেয় পদ তাদের ব্যক্ত্যর্থের দিক থেকে যতটুকু বিস্তার লাভ
করে তাকে পদের ব্যাপ্তির বলে।
পদের ব্যাপ্তির সম্পর্কে যুক্তিবিদ এইচ.ডব্লিউ.বি. যোসেফ
(H.W.B, Joseph) বলেন, “একটি পদ যখন তার সমগ্র ব্যক্ত্যর্থ কোনাে যুক্তিবাক্যে
নির্দেশ করে তখন পদটি পূর্ণব্যাপ্য; আর তা না হলে অব্যাপ্য।”
যুক্তিবাক্যে ব্যবহৃত পদসমূহ দুইভাবে তাদের ব্যক্ত্যর্থকে প্রকাশ করতে পারে। যেমন.
(ক) পূর্ণ ব্যাপ্য পদ
(খ) অপূর্ণ ব্যাপ্য পদ
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
(খ)উত্তরঃ ব্যাপ্তির নিযম এর ব্যাখ্যা –
গুণ ও পরিমাণের যুক্তভিত্তিতে যুক্তি বাক্যকে চার ভাগে ভাগ করা হয়;
যথা- সার্বিক সদর্থক যুক্তিবাক্য (A), সার্বিক নঞর্থক যুক্তিবাক্য (E), বিশেষ
সদর্থক যুক্তিবাক্য (0) ও বিশেষ নঞর্থক যুক্তিবাক্য (o)।
A বা সার্বিক সদর্থক যুক্তিবাক্য: A যুক্তিবাক্যের উদ্দ্যেশ পদ ব্যাপ্য; কিন্তু বিধেয়
পদ অব্যাপ্য। এ যুক্তিবাক্যটি একটি সার্বিক বাক্য বলে এর উদ্দেশ্যে পদ ব্যাপ্য।
কারণ A বাক্যে উদ্দেশ্য পদ পূর্ণ ব্যক্ত্যর্থ সহকারে ব্যবহৃত হয়। কিন্তু এটি একটি
সদর্থক যুক্তিবাক্য বলে এর বিধেয় পদ অব্যাপ্য। কারণ এর বিধেয় পদটি পূর্ণ
ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয় না। যেমন- ‘সকল মানুষ হয় মরণশীল একটি সার্বিক
সদর্থক যুক্তিবাক্য। এই যুক্তিবাক্য ‘মানুষ’ পদটি সামগ্রিক অর্থে ব্যবহার করা
হয়েছে।
অর্থাৎ মানুষ বলতে পৃথিবীর সকল মানুষকেই নির্দেশ করা হয়েছে।
কাজেই বাক্যটিতে উদ্দেশ্য ‘মানুষ’পদটি, ব্যাপ্য হয়েছে।
কিন্তু বিধেয় ‘মরণশীল
পদটি সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়নি। মরণশীল’ পদে আংশিক ব্যক্ত্যর্থ মানুষের
ক্ষেত্রে স্বীকার করা হয়েছে। কারণ মরণশীল জীবের সবাই মানুষ নয়।
মানুষ ছাড়াও
অনেক মরণশীল জীব আছে। মরণশীল জীবের ব্যক্ত্যর্থ খুবই ব্যাপক। এর একটি
অংশকেই শুধু মানুষের ক্ষেত্রে প্রয়ােগ করা যায়। তাই উল্লিখিত উদাহরণের
মরণশীল পদটি অব্যাপ্য।
E বা সার্বিক নঞর্থক যুক্তিবাক্য: E যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই
ব্যাপ্য। E যুক্তিবাক্যটি একটি সার্বিক যুক্তিবাক্য বলে এর উদ্দেশ্য পদটি পূর্ণ ব্যাপ্য
হয়।
কারণ E বাক্যে উদ্দেশ্য পদ পূর্ণ ব্যক্ত্যর্থ সহকারে ব্যবহৃত হয়। আবার, E
বাক্যটি একটি নঞর্থক যুক্তিবাক্য বলে এর বিধেয় পদটি পূর্ণ ব্যাপ্য।
কারণ, E
বাক্যের বিধেয় পদও পূর্ণ ব্যক্ত্যর্থ সহকারে ব্যবহৃত হয়। যেমন- কোনাে মানুষ
নয় দেবতা। এ যুক্তিবাক্যে উদ্দেশ্য ‘মানুষ’ পদটি সামগ্রিক অর্থে ব্যবহার করা
হয়েছে।
এখানে মানুষ বলতে পৃথিবীর সকল মানুষকে নির্দেশ করা হয়েছে। কাজেই
এ যুক্তিবাক্যে ‘মানুষ’ পদটি ব্যাপ্য। আবার, দেবতা পদটিকেও সামগ্রিক অর্থে
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
ব্যবহার করা হয়েছে। দেবতা’ পদের সমগ্র ব্যক্ত্যকেই ‘মানুষ’ পদটির ক্ষেত্রে
অস্বীকার করা হয়েছে।
মানুষ ও দেবতার মধ্যে আসলে কোনাে সম্পর্ক নেই।
কাজেই এ যুক্তিবাক্যে দেবতা পদটিও ব্যাপ্য।
| বা বিশেষ সদর্থক যুক্তিবাক্য:।
যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই
অব্যাপ্য।
বাক্যটি একটি বিশেষ যুক্তিবাক্য বলে এর উদ্দেশ্য পদ আংশিক ব্যক্ত্যর্থ
নিয়ে ব্যবহৃত হয়। আবার |
যুক্তিবাক্যটি একটি সদর্থক যুক্তিবাক্য বলে এর বিধেয়
পদটি পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হতে পারে না।
তাই বিধেয় পদটিও অব্যাপ্য।
যেমন- ‘কিছু গরু হয় লাল।
এই যুক্তিবাক্যে উদ্দেশ্য ‘গরু’ পদটিকে আংশিক
অর্থে ব্যবহার করা হয়েছে।
এখানে গরু শ্রেণির একটি অংশের উপর একটি বক্তব্য
আরােপ করা হয়েছে।
কাজেই উদ্দেশ্য গরু পদটি অব্যাপ্য। আবার বিধেয় ‘লাল’
পদটিকেও আংশিক অর্থে ব্যবহার করা হয়েছে।
লাল’ পদটির আংশিক ব্যক্ত্যর্থ
‘গরু শ্রেণির কতিপয় সদস্যের উপর আরােপ করা হয়েছে।
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
hsc 2021 logic assignment solution 4th week
কেননা লাল বস্তুর সবই গরু নয়।
গরু ছাড়াও জগতে আরাে অনেক লাল বস্তু রয়েছে। লাল’ পদের
ব্যক্ত্যর্থ খুবই ব্যাপক।
এর একটি অংশকেই শুধু গরুর ক্ষেত্রে স্বীকার করা হয়েছে।
কাজেই বিধেয় লাল পদটিও অব্যাপ্য।
0 বা বিশেষ নজ্ঞর্থক যুক্তিবাক্য: 0 যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু বিধেয়
পদটি ব্যাপ্য।
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
কারণ, 0 যুক্তিবাক্যটি একটি বিশেষ বাক্য বলে এর উদ্দেশ্য পদটি
পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হতে পারে না।
তাই এর উদ্দেশ্য পদ অব্যাপ্য। কিন্তু 0
যুক্তিবাক্যটি একটি নঞর্থক যুক্তিবাক্য বলে এর বিধেয় পদটি পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে
ব্যবহৃত হতে পারে।
তাই এরবিধেয় পদটি পূর্ণ ব্যাপ্য। যেমন- ‘কিছু গরু নয়
লাল। এই যুক্তিবাক্যে উদ্দেশ্য ‘গরু’ পদটি আংশিক অর্থে ব্যবহার করা হয়েছে।
এখানে ‘গরু’ শ্রেণির একটি অংশ সম্পর্কে একটি বক্তব্য অস্বীকার করা হয়েছে।
কাজেই উদ্দেশ্য ‘গরু’ পদটি অব্যাপ্য কিন্তু বিধেয় ‘লাল’ পদটি এ যুক্তিবাক্যে
সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে।
কারণ ‘লাল’ পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকেই ‘গরু’
শ্রেণির কতিপয় সদস্য সম্পর্কে অস্বীকার করা হয়েছে।
কাজেই উল্লিখিত যুক্তিবাক্যে
বিধেয় লাল পদটি ব্যাপ্য।
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
(গ) উত্তরঃ ব্যার্থ ও আত্যর্থ-
কোন পদকে ব্যবহার করার সময় আমরা প্রথমে চিন্তা করি কোন কোন বস্তুর উপর
পদটি প্রযােজ্য এবং পরে চিন্তা করি পদটি যে সমস্ত বস্তুর উপর আরােপিত তাদের
সকলের মধ্যে কী কী গুণ বর্তমান। এদিক থেকে বিচার করলে দেখা যায় পদের
দুটি দিক আছে। একটি হলাে সংখ্যার দিক, আরেকটি হলাে গুণের দিক।
সংখ্যার
দিকটাকে বলা হয় পদের ব্যক্ত্যর্থ (Denotation)। আর গুণের দিকটাকে একটা
বিশেষ অর্থে বলা হয় জাত্যৰ্থ (Connotation)।
তাহলে দেখা যাচ্ছে যে,
ব্যক্ত্যর্থের দিক থেকে পদটি তার পরিমাণ বা সংখ্যার নির্দেশ দেয় এবং জাত্যর্থের
দিক থেকে তার আবশ্যিক গুণের নির্দেশ দেয়।
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্ট সমাধান
ব্যক্ত্যর্থ:
একটি পদের ব্যক্ত্যর্থ বলতে ঐ পদ একই অর্থে যে বস্তু বা বস্তুগুলাের উপর আরােপ
করা যায় সেই বস্তু বা বস্তুগুলােকে বুঝায়।
যুক্তিবিদগণ ব্যক্ত্যর্থের সংজ্ঞা দিতে গিয়ে
বলেন- কোন পদ একই অর্থে যে বিশেষ বস্তু বা বস্তুসমষ্টির উপর প্রযােজ্য হয় সেই
বিশেষ বস্তু বা বস্তু সমষ্টিইহল ঐ পদের ব্যক্ত্যর্থ ।
উদাহরণস্বরূপ ‘মানুষ’ পদটি
মানুষের (অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত মানুষের) প্রতি আরােপ করা যায় ।
তাই ‘মানুষ’ পদের ব্যক্ত্যর্থ হল সব মানুষ।
HSC 2021 Logic Assignment Solution
জাত্যর্থ:
একটি পদের জাত্যৰ্থ বলতে ঐ পদ যে গুণ বা গুণাবলীর বিশেষভাবে উল্লেখ করে
সেই গুণ বা গুণাবলীকে বুঝায়।
অর্থাৎ যে গুণ বা গুণাবলী কোন শ্রেণীর সকল
বস্তুতেই বর্তমান বা যে গুণ আছে বলে ঐ বস্তুগুলাে এরূপ হয়েছে সেই গুণ হল ঐ
শ্ৰেণীবাচক পদের জাত্যর্থ।
এইচএসসি ২০২১ যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
যুক্তিবিদগণের মতে- যখন কোন পদ বিশেষ বস্তু বা
বস্তু সমষ্টির অন্তর্গত সাধারণ ও অনিবার্য গুণ বা গুণসমষ্টিকে নির্দেশ করে তখন
সেই সাধারণ ও আবশ্যিক গুণকেই পদটির জাত্যর্থ বলে।
উদাহরণস্বরূপ, মানুষ
পদটির জাত্যর্থ হলাে প্রাণিত্ব (Animality) বা জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি
(গ) এর বাকি অংশ উত্তর
(ঘ) উত্তরঃ
আরো দেখুনঃ যুক্তিবিদ্যা পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান
এইচএসসি ২০২১ অ্যাসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার বছর | সপ্তাহের নাম | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ১ম সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ২য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
আরো পড়ুন,
এসএসসি-এইচএসসি পরীক্ষাথীদের ব্যবহারিক খাতা জমার নতুন নির্দেশনা
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা বোর্ড।
বোর্ড বলছে, এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে প্রত্যেক বিষয়ের যে কোন দুইটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
আর এইচএসসি পরীক্ষার্থীদেরও তার নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের
দুইটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে হবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা নিয়ে এ নতুন নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বোর্ড বলছে, করোনা অতিমারির কারণে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচী পুনর্বিন্যাস করা হয়েছে।
যে সব বিষয়ে ব্যাবহারিক আছে সে সব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কি কি ব্যাবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান ও এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের
শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু নৈর্বাচনিক বিষয়ের ব্যাবহারিকের খাতা (নোট বুঝ) জমা নেওয়া প্রয়োজন।
ব্যবহারিক খাতা জমার হিসেব দিয়ে বোর্ড আরও বলছে, এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক প্রত্যেক বিষয়ের
সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যাবহারিকের যে কোন দুইটি ব্যাবহারিক কার্যক্রমের খাতা (নোট বুক) তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দেবে।
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group