ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে । এইচএসসি ১৮ ও ১৯ ব্যাচের যারা তাদের মধ্য থেকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।
গত ১২ তারিখে এ ফল প্রকাশ করা হয়েছে। যারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছে তাদের কে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে।
এবং কল করে পরবর্তী নির্দেশনা প্রদান করা হয়েছে। ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছে এরকম একজন শিক্ষার্থী নাম প্রকাশে অনইচ্ছুক www.eduguideline.com কে জানিয়েছে ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তির জন্য মনোনীত ছাত্র-ছাত্রীদের কে পরবর্তী নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্দেশনা গুলো হলো
(১) এখন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করছে তা জানতে চাওয়া হয়েছে
(২) এবং ইসলামি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে।
মনোনীত ছাত্র-ছাত্রীর ফোনে নিম্নোক্ত ম্যাসেজ টি এসেছে,,
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে
বৃত্তির অনান্য খবর জানুন এখানে,,,
এসএসসি ও এইচএসসি পাশে শিক্ষাবৃত্তি পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে এসএসসি ও এইচএসসি পাশে গরিব মেধাবী এবং আর্থিক ভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের কে ; বাংলাদেশের কিছু স্বনামধন্য ব্যাংক, সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিবছর শিক্ষাৃবৃত্তি দিয়ে থাকে। শিক্ষাৃত্তিগুলো মাসিক/এক কালিন হয়ে থাকে যার মেয়াদকাল ২-৫ বছর। শিক্ষাবৃত্তিগুলো দেওয়া হয় কিছু শর্ত সাপেক্ষে।এসব নিয়ে আজ আমরা বিস্তারিত জানবো।
কবে দেওয়া হয় বৃত্তির সার্কুলারঃ
এসএসসি ও এইচএসসি বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পরই তাদের নিজস্ব ওয়েবসাইটে অথবা দৈনিক পত্রিকায় বৃত্তির সারকুলার প্রকাশ করে থাকে
বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। সারকুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের ওয়েবসাইটে থেকেও সার্কুলার পাওয়া যাবে।আমাদের ওয়েবসাইটি
আবেদনের যোগ্যতাঃ
গরীব মেধাবী ও আর্থিক ভাবে অস্বছল ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারে। এসএসসি ও এইচএসসি পাশকৃত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা গ্রুপের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারে।
অ্যাকাডেমিক যোগ্যতা চাওয়া হয় মোটামুটিভাবে এসএসসি ও এইচএসসি তে আলাদা ভাবে জিপিএঃ৫.০০, বৃত্তিপ্রদানকারি কোন কোন প্রতিষ্ঠান অ্যাকাডেমিক রেজাল্ট হিসাবে এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে জিপিএঃ ৪.৫০ (অথবা কম বেশি হতে পারে) চেয়ে থাকে।
মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী দের যোগ্যতা কিছুটা শিথিল চাওয়া হয়। এসব যোগ্যতা থাকলেই বৃত্তির জন্য আবেদন করা যায়।
BD Scholarship News
কীভাবে আবেদন করবে/আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবেঃ
বৃত্তির বিজ্ঞপ্তিতে সুন্দর করে লেখা থাকে ফর্ম কোথায় পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে প্রদানকৃত লিংক থেকে আবেদন ফর্ম নিজে ডাউনলোড অথবা বাড়ির কাছে কম্পিউটারের দোকান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
ফর্ম সুন্দর করে নিজ হাতে পুরন করে, ফর্ম এর সাথে কি কি প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে সব একসাথে পিন আপ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় ডাক যোগে অথবা নিজে গিয়ে জমা দিতে হবে।
কীভাবে জানবো বৃত্তির জন্য মনোনীত হলাম কিনাঃ
বৃত্তির ফলাফল প্রদান করা হয় সাধারনত আবদন করার শেষ সময় থেকে শুরু করে পরবর্তী তিন মাসের মধ্যে।
কোনো কোনো প্রতিষ্ঠান বৃত্তির রেজলাট তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে আবার অনেক প্রতিষ্ঠান নিজে থেকে মনোনীত ছাত্র-ছাত্রীদের কে কল করে করে রেজাল্ট জানায় এবং পরবর্তী নির্দেশনা প্রদান করে।
সীমাবদ্ধতাঃ
এক প্রতিষ্ঠান/ব্যক্তির থেকে শিক্ষাবৃত্তি নিলে আরেক প্রতিষ্ঠান থেকে নেওয়া যাবে না। কেউ যদি একের অধিক প্রতিষ্ঠান থেকে বৃত্তি নেয় এবং সেই তথ্য গোপন করে তাহলে তার দুই প্রতিষ্ঠান এর বৃত্তি বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইন-আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।
কাজেই সাবধান ভুলেও কেউ দুই প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহন করা যাবে না। এক প্রতিষ্ঠান এ বৃত্তি পাওয়া কালিন আরেক প্রতিষ্ঠান এ বৃত্তির জন্য মনোনীত হলে নিজ দায়িত্বে কর্তৃপক্ষ কে অবহিত করে একের অধিক বৃত্তি নেওয়া বন্ধ করতে হবে।
মাস্টার্স পর্যায়েও কোন কোন প্রতিষ্ঠান বৃত্তি প্রদান করে যেমনঃ ডাচ-বাংলা ব্যাংক (আরো প্রতিষ্ঠান থাকতে পারে)
কোন কোন ব্যাংক, সংস্থা এবং ব্যক্তি বৃত্তি দিয়ে থাকে তাদের তালিকাঃ
(১) ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি
(২) ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৩) সিজেডএম(CZM)
(৪) শাহজালাল ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৫)প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি
(৬) এশিয়া ব্যাংক শিক্ষাবৃত্তি
(৭) সোনালি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৮) ইমদাদ শিতারা খান শিক্ষাবৃত্তি
(৯) ব্যবিলন শিক্ষাবৃত্তি
(১০)এডুকেশন ফর অল(গুড্ডি ফাউন্ডেশন)
(১১) মানুষ মানুষের জন্য
(১২) পরিজন শিক্ষাবৃত্তি
(১৩) শ্রমিক কল্যাণ শিক্ষাবৃত্তি
(১৪) ইসলামি ফাইন্যান্স শিক্ষাবৃত্তি
১৫) মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৬) প্রবাশি কল্যান শিক্ষাবৃত্তি
(১৭) সাউথইস্ট ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৮) ফাস্টসিকিউরিটি ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৯) এক্সিম ব্যাংক শিক্ষাবৃত্তি
(২০) ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি
(২১)IFIC ব্যাংক শিক্ষাবৃত্তি
(২২) প্রথম আলো শিক্ষাবৃত্তি
(২৩) ব্র্যাক মেধাবিকাশ শিক্ষাবৃত্তি( বর্তমানে বন্ধ)
(২৪) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি(সকল জেলা)
(২৫) গ্রামীন ব্যাংক শিক্ষাবৃত্তি
(২৬) ওয়ান ব্যাংক শিক্ষাবৃত্তি
(২৭) আল আরাফাহ ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on