আদালতের রায়ের পরও আটকে আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ। ফলে হাজারো বেকারের দিন কাটছে অনিশ্চয়তায়। এর মধ্যে আবারো দুঃসংবাদ জানিয়েছে এনটিআরসিএ। তারা বলছে, দেশজুড়ে যে কঠোর বিধিনিষেধ চলছে তা শেষ না হওয়া পর্যন্ত ফল প্রকাশ সম্ভব নয়।
এ প্রসঙ্গে এনটিআরসিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আদালত যে রায় দিয়েছে তার কপি হাতে না পাওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলা সম্ভব হবে না। রায় কী কী বিষয়ের উপরে দিয়েছে তা দেখে সিদ্ধান্ত নিতে হবে। কেননা এটা নিয়ে আবারও ঝামেলা তৈরি হতে পারে। কঠোর বিধিনিষেধে দেশের সব কিছুই থেমে আছে। এটা শেষ হলেই রায়ের কপি পর্যালোচনা করে গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে এ বিষয়ে উচ্চ আদালতের আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘আইনিভাবে এখন ফল প্রকাশে কোনো বাঁধা নেই। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কেন ও কী জন্য অপেক্ষা করছে সেটি আমার বোধগম্য নয়।’
জানা যায়, ১-১২তম নিবন্ধন ধারীদের আদালত অবমাননার মামলা খারিজের পর শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ফল প্রকাশের বিষয়ে আলোচনা করে এনটিআরসিএ। মন্ত্রণালয় থেকে একটি লিখিত আবেদন চাওয়া হলেও নতুন করে আপিল বিভাগের দেয়া রায়ের কপি হাতে পাওয়ার ইস্যু সামনে এনেছে এনটিআরসিএ।
এনটিআরসিএর কর্মকর্তারা বলছেন, আদালতের রায় পাওয়ার পর গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে আর কোনো বাধা নেই। তবে আদালত যে রায় দিয়েছে তার কপি হাতে পাওয়ার আগে কোনো সিদ্ধান্ত নিতে চায় না এনটিআরসিএ। ফলে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে আরো দেরি হবে।
এনটিআরসিএ সূত্র জানায়, এই মুহূর্তে দেশে কঠোর বিধিনিষেধ চলায় সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ। এনটিআরসিএর কর্মকর্তারাও অফিস করছেন না। এছাড়া ভার্চুয়ালি উচ্চ আদালত চললেও অন্যান্য সব কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বিধিনিষেধ শেষ না হওয়া পর্যন্ত রায়ের কপি পাওয়া সম্ভব হবে না। এতে গণবিজ্ঞপ্তির ফলও প্রকাশ হবে না।
এদিকে ফল প্রত্যাশীদের অভিযোগ ফল প্রকাশ নিয়ে গড়িমাসি করছে এনটিআরসিএ। এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো নির্ধারিত তারিখ ও জানাচ্ছেন না। এর ফলে এক প্রকার অন্ধকারেই তারা রয়েছে।
আরো পড়ুনঃ
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group