জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স ( নিয়মিত ) বা মাস্টার্স ১ম পর্ব ভর্তি কার্যক্রমের ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা ০১ ডিসেম্বর ২০২০ তারিখ প্রকাশ করা হবে ।
নিম্নে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ ম পর্ব ভর্তির ১ ম রিলিজ স্লিপের মেধা তালিকার ফলাফল জানার পদ্ধতি সহ ফলাফল পরবর্তী করনীয় দেওয়া হলাে :
প্রিলিমিনারি টু মাস্টার্স ১ম রিলিজ স্লিপ ফলাফল ২০২০
মেধা তালিকার ফলাফল দুইভাবে দেখা / জানা যায় । যথা: এসএমএস এবং অনলাইন। তবে , SMS- এর মাধ্যমে ১ তারিখ বিকাল ৪:০০ টার পর এবং অনলাইন এর মাধ্যমে রাত ৯:০০ টার পর থেকে ফলাফল জানা যাবে।
এসএমএস: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
nu<space>atmp<space>roll number এবং তা ১৬২২২ নম্বরে সেন্ড করুন।
উদাহরণ: nu atmp 234567 send to 16222
অনলাইন : অনলাইন এর মাধ্যমে ফলাফল । দেখতে নিম্নোক্ত লিংকে গিয়ে , প্রথমে আপনার রােল নম্বর এবং পরে পিন নম্বর দিয়ে চেক করুন।
অনলাইনে ফলাফল এখান থেকে দেখুন ।
উল্লেখ্য যে , জাতীয় বিশ্ববিদ্যালয় / যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোন প্রার্থী ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স ( নিয়মিত ) প্রােগ্রামে ভর্তি হতে পারবে না ৷
শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Applicant থেকে Login অপশনে Masters (Regular) Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি নিতে হবে।
বিশেষভাবে লক্ষণীয়ঃ একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে বর্তমানে অধ্যয়নরত অবস্থায় কোন শিক্ষার্থী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময়সীমা: শিক্ষার্থী কর্তৃক চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময় ০১/১২/২০২০ হতে ০৭/১২/২০২০ তারিখ পর্যন্ত।
ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফি সহ অন্যান্য ফি জমা দেওয়ার তারিখ : ০২/১২/২০২০ হতে ০৮/১২/২০২০ তারিখ পর্যন্ত।
এজন্য ১ ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফি বাবদ ৮৩৫ / – টাকাসহ নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে৷
কলেজ কর্তৃক নিশ্চয়নের তারিখ : ০২/১২/২০২০ হতে ০৯/১২/২০২০ পর্যন্ত ।
আরো পড়ুনঃ
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on