শিক্ষার্থীদের আর্থিক অনুদানের ফলাফল বের করার পদ্ধতি,
শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাত
থেকে আর্থিক অনুদান হিসেবে ১১ কোটি টাকা অনুদান দেবে শিক্ষামন্ত্রণালয়।
চলমান শিক্ষাবৃত্তিঃ
- ১)আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
- ২) প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
শিক্ষার্থীদের আর্থিক অনুদানের ফলাফল বের করার পদ্ধতি
প্রতি বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও
মেধাবী, অসচ্ছল, প্রতিবন্ধী, জটিল ও ব্যয়বহুল রোগী,
দুর্ঘটনাকবলিত শিক্ষার্থীদের সহায়তা দেয়া হয়।
তার ভিত্তিতে এ বছর মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে বিভিন্ন ধাপে
৬ কোটি এবং কারিগরি ও মাদরাসা পর্যায়ে ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানে অনুসরণীয় একটি নীতিমালা রয়েছে।
ইতোমধ্যে অনুদানের অনলাইন আবেদন এর সময় শেষ হয়েছে ২৮ ফেব্রুয়ারী ২০২২।
কিছুদিনের মধ্যেই অনুদানের ফলাফল প্রকাশ করা হবে।
আবেদন কারীদের মধ্যে কে কে সিলেক্ট হলো কিভাবে চেক
করবে অথবা ফলাফল কিভাবে জানতে পারবে এই নিয়ে অনেকে বিভ্রান্তিতে ভুগতেছে ।
এ পর্যায়ে আমরা জানবো কিভাবে নিজের ফলাফল নিজে বের করা যাবে।
শিক্ষার্থীদের আর্থিক অনুদানের ফলাফল বের করার পদ্ধতি ২০২২
ধাপ-১ঃ এই ধাপে আর্থিক অনুদানের ফলাফল পেতে শিক্ষার্থীদের ওয়েবসাইট এর মাধ্যমে (www.shed.gov.bd)
এ প্রবেশ করতে হবে। খুব ভালো হয় যদি ফোন এর ক্রম ব্রাউজার ব্যবহার করা হয়।
ওয়েবসাইটে প্রবেশ করার পর একটা পেজ আসবে সেখানে উপরের দিকে (নিবন্ধন, লগইন, হেল্পলাইন) নামে তিনটি লেখা আছে। লগ ইন এ ক্লিক করতে হবে।

ধাপঃ ২ঃ এই ধাপে কোড পুনরুদ্ধার নামক লেখাটিতে ক্লিক করতে হবে।
ক্লিক করা মাত্রই একটা নতুন পেজ আসবে সেখানে মোবাইল নাম্বার দিতে হবে।

পূর্বে আবেদন করার সময় যে নাম্বার টি ব্যবহার করেছিলেন অথবা আপনার যে নাম্বার এ লগইন কোড গিয়েছিলো,
সেই নাম্বারটি দিতে হবে। এর পর ঐ মোবাইল নাম্বার টিতে একটি কোড আসবে।
ধাপ ৩ঃ এই ধাপে মোবাইল নাম্বার এ প্রেরণকৃত কোড নাম্বার টি বসিয়ে দিতে হবে। দেওয়া মাত্রই লগ ইন হয়ে যাবে।
আর লগইন পেজ থেকেই আপনি আপনার আবেদনের অবস্থা
থেকে শুরু করে ফলাফল সহ বিস্তারিত জানতে পারবেন।

ধাপ-৪ঃ ফাইনালি নিম্নোক্ত পেজ টি আসবে,,,, এখান থেকে আবেদন এর বর্তমান অবস্থা থেকে শুরু করে ফলাফল সব কিছু জানতে পারবেন।

শিক্ষার্থীদের আর্থিক অনুদানের ফলাফল ২০২১
এডুগাইডলাইন পাঠকদের জন্য অনুদানের জন্য মনোনিত শিক্ষা প্রতিষ্ঠান,
শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের তালিকা তুলে ধরা হলো। আর্থিক অনুদানের ফলাফল দেখুন নিচে অনুদানের ফলাফল দেখতে ডাউনলোড লেখাটিতে ক্লিক করুন Link-1Downloadঅনুদানের ফলাফল দেখতে ডাউনলোড লেখাটিতে ক্লিক করুন link-2Download
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তির তালিকা ঃ
এসএসসি, এইচএসসি ও অনার্স পর্যায়ের শিক্ষাবৃত্তির আবেদন চলছে
- (১) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (২) District Council Scholarship
- (৩) ব্যবিলন শিক্ষাবৃত্তি
- (৪) গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (৫) সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
- (৬) ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি
- (৭) চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
অন্যরা যা পড়েছে,
- হবিগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি Habiganj District Council Scholarship
- মাসিক ৫ হাজার টাকার মেধা বিকাশ বৃত্তি সার্কুলার প্রকাশিত
- এইচএসসি বোর্ড বৃত্তির রেজাল্ট ২০২৩ (All Board scholarship result pdf download)
- দুইশো ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিবে বাগেরহাট ফাউন্ডেশন
- ভর্তি সহায়তার অনলাইন আবেদন প্রসেস ২০২৩
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group