সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ | Sonali Bank Scholarship – 2023 for SSC and HSC passed Students. বিজ্ঞপ্তিটি দেখুন নিচে
আবেদন চলমান
- ১)আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
- ২) প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
এসএসসি ও এইচএসসি পাশে শিক্ষাবৃত্তির লিস্টঃ
অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
ইমদাদ সিতারা খান বৃত্তি ২০২২ বছরে ১৮০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
CZM Scholarship 2022 মাসিক ৩০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
Sonali Bank Scholarship 2023
সোনালী ব্যাংক বাংলাদেশের একটি বিখ্যাত সরকারি ব্যাংক যেটি প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে.
সুতরাং সোনালী ব্যাংকের বৃত্তি প্রদান বাংলাদেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বড় পাওয়া এবং আর্থিক সহায়তা.
আমরা সকলেই অবগত আছি যে বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এবং অনেক শিক্ষার্থী দারিদ্রতার অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত পড়াশোনা
চালিয়ে যেতে পারে না. যে কারণে তারা যদি সোনালী ব্যাংক এর উপবৃত্তি সহায়তা পায় তাহলে নিশ্চিন্তে পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হবে.
এজন্য সোনালী ব্যাংক বাংলাদেশের সরকারি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য
প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি প্রদান করবে. আসুন সোনালী ব্যাংক বৃত্তি বিজ্ঞপ্তি, আবেদন ও ফলাফল বিস্তারিত তথ্য আমরা এই নিবন্ধ থেকে জানতে পারবো.
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাংক “সোনালী ব্যাংক” সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোনালী ব্যাংক প্রতিবছর শিক্ষাবৃত্তি প্রদান করে ।
এরই ধারাবাহিকতায় এবছরেও দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে বিরাজমান অসাম্য, বঞ্চনা, দারিদ্র দূরীকরণ এবং সুবিধা বঞ্চিত জনসাধারনের জীবনযাত্রার মানোন্নয়নে শিক্ষার গুরুত্ব বিবেচনা
করে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, অসচ্ছল মুক্তিযোদ্ধার মেধাবী পু্ত্র-কন্যা/ তদীয় পু্ত্র-কন্যার এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি প্রদান করার জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ বিস্তারিত আলোচনা করা হলোঃ
বৃত্তির পরিমাণ এককালীনঃ ১০,০০০ (দশ হাজার) টাকা।
আবেদনের সময়সীমা: ২০/১২/২০২৩ তারিখ থেকে ০৮/০১/২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
এসএসসি ও এইচএসসি পাশে শিক্ষাবৃত্তির আবেদন চলছে
আবেদনের যোগ্যতা: সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩
২০২২ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
২০২২ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী/মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ তদীর পুত্র-কন্যাদের ক্ষেত্রে জিপিএ ৫.০০ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যুনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হতে হবে।
স্নাতক/সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী/মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ তদীর পুত্র-কন্যাদের ক্ষেত্রে জিপিএ ৫.০০ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যুনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হতে হবে।
শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী/প্রতিবন্ধী শিক্ষার্থী/অসচ্ছল মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ তদীর পুত্র-কন্যা (যাদের পিতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০/= টাকার বেশী নয়) আবেদন করতে পারবেন।
প্রাথমিকভাবে মনােনীত আবেদনকারীদেরকে নিম্নবর্ণিত কাগজপত্রাদির সত্যায়িত কপি সরবরাহ করতে হবেঃ
(ক) প্রাথমিক বাছাইয়ে মনােনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত Online Application Form;
(খ) বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ;
(গ) একাডেমিক ট্রান্সক্রিপ্ট/সনদ;
(ঘ) নাগরিকত্ব সনদ;
(ঙ) ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র (অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে) ও চাকরিরত অভিভাবকদের পদবি ও বেতনস্কেল উল্লেখসহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র;
(চ) মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যাদের ক্ষেত্রে মুক্তিযােদ্ধা সনদ ও মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্রকন্যাদের ক্ষেত্র উপযুক্ত প্রমাণ হিসেবে ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে সম্পর্কসংক্রান্ত সনদ; এবং
(ছ) প্রতিবন্ধীদের ক্ষেত্র সমাজসেবা অধিদপ্তর/জেলা সমাজসেবা কার্যালয়/উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ।
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি-২০২৩ আবেদন প্রসেসঃ
সালে পাশকৃত এসএসসি এবং এইচএসসি দুই ব্যাচের জন্য সোনালি ব্যাংক স্কলারশিপ ঘোষণা করেছে। তো এই দুই ব্যাচের আবেদন প্রক্রিয়া আলোচনা করা হলো।
আবেদন করার জন্য নিন্মোক্ত লিংকে প্রবেশ করুন–
লিংক ১ঃ সোনালি ব্যাংক শিক্ষাবৃত্তি
লিংক ২ঃ সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১. এডমিট কার্ড
২. ছবি
৩. স্বাক্ষর
ব্যক্তিগত তথ্যঃ
এই ছকে নির্ভুলভাবে এডমিট কার্ড দেখে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, অনাথ হলে সেইটা উল্লেখ করতে হবে, মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটা থাকলেও সেটা উল্লেখ করে দিতে হবে এবং সর্বশেষ সচল একটা মোবাইল নম্বর দিতে হবে। যেটায় স্কলারশিপ পেলে মেসেজ আসবে।
পরবর্তী প্রসেস দেখতে ক্লিক করুন
Sonali Bank Scholarship Result 2023 সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি-২০২২ ফলাফল
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির ফলাফল দুই ধাপে প্রদান করা হয়। (১) প্রাথমিক সিলেশন রেজাল্ট (২) ফাইনাল সিলেকশন। অনলাইনে আবেদন করার পর যথাসময়ে Sonali Bank Scholarship Primary Selection Result 2022 সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিক ভাবে যারা সিলেকশন হবে তারা প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠাবে। এরপর ফাইনাল সিলেকশন করবে কর্তৃপক্ষ পক্ষ। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ ফলাফল জানতে ক্লিক করুন
কিভাবে নিজেই আবেদন করবেন A to Z বিস্তারিত দেখুন
অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
বৃত্তি মনােনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত।
আবেদন করার লিংকঃ সোনালি ব্যাংক স্কলারশিপ এপ্লিকেশন
আরো পড়ুনঃ
Sonali Bank Scholarship Result 2022, Sonali Bank Scholarship, Sonali Bank Scholarship, Bank Scholarship, Bank scholarship Result 2022, সোনালী ব্যাংক উপবৃত্তি -২০২২
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
Bank Scholarship 2022, Bank Scholarship Result, NOTICE 2019 SONALI BANK SCHOLARSHIP NOTICE 2020, SCHOLARSHIP 2020 APPLY LINK SONALI BANK, Sonali Bank csr, sonali bank education loan, Sonali Bank Scholarship 2020, Sonali Bank Scholarship 2021, Sonali bank scholarship 2022, Sonali bank scholarship 22, Sonali Bank Scholarship for HSC, Sonali Bank Scholarship for SSC, Sonali Bank Scholarship Notice 2022, Sonali Bank Scholarship result 2021, sonali bank scholarship result 2022, Sonali Bank scholarship result 2023, সোনালী ব্যাংক বৃত্তি রেজাল্ট, সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি, All bank Scholarship, Bank Scholarship 2022,
Good
Good
Onek valo ekti kaj jar maddhome amader moto gorib student lekhapora calay jaite parbe
Thank you
আমি গরিব
Ji. Tahle apply korun
Shrabontee Pal
yes
আমি একজন ছাত্র। আমার বাবা একজন কৃষক। আমার মা একজন গৃহিণী।আমি গ্রাম থেকে এস এস সি পাস করেছি।এখন ঢাকায় এসেছি কলেজে পড়া লেখার জন্য।কিন্তু আমার বাবা অতি দরিদ্রের কারনে আমার লেখা পড়ার খরচ চালাইতে পারতেছে না।।।।।
আসসালামু আলাইকুম। আমি আবেদন করার সময় মাসিক আয় না দিয়ে বার্ষিক আয় দিয়ে দিছি।এক্ষেত্রে আমার করণীয় কী?
Kno pb nei
আমি ২০২১ সালে এসএসসি পাস করেছি । আমি কি আবেদন করতে পারব?
Assalamualikum!
ami 2021 e HSC disi and GPA-5 paisi ;alhamdulillah!!
amar abbu at present khub oshusto!!
paralysis and cancer e affected!!
ami ki apply korte parbo scholarship er jonno??
Ji.. Parben tbe next year e.. Eta hsc 2020 dr jnno
ami akjon chatro anek asto kre leka pra kri amar baba akjon kisk tai amar prasunar jno anek takar drkar hcche tai amar prasunar jno khroj calate partecche na
amake sahajo krle
jno anurod rilo
iti ripon
আমি একজন ছাত্র। আমার বাবা একজন কৃষক। আমার মা একজন গৃহিণী।আমি গ্রাম থেকে এস এস সি পাস করেছি।এখন এসেছি কলেজে পড়া লেখার জন্য।কিন্তু আমার বাবা অতি দরিদ্রের কারনে আমার লেখা পড়ার খরচ চালাইতে পারতেছে না