দশম শ্রেণী বা এসএসসি গণিত অ্যাসাইনমেন্ট ও উত্তর এর প্রথম সপ্তাহের উত্তর সংগ্রহ করার পর তৃতীয় সপ্তাহের জন্য গণিত বিষয় নির্ধারণ করা হয়েছে।
এসএসসি বা দশম শ্রেণীর গণিত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশ করা হয়েছে। যা বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেহেতু অনেক ছাত্রছাত্রীরা বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রশ্ন সংগ্রহ করতে সমস্যার সম্মুখীন হয়।
তাই আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দশম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন সংগ্রহ করে এর পূর্ণাঙ্গ ব্যাখ্যাসহ আপনাদের মাঝে তুলে ধরেছি।
অ্যাসাইনমেন্ট লেখার পূর্বে অবশ্যই প্রশ্ন ভালভাবে বুঝে তারপর অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবে। এসএসসি প্রথম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট এর জন্য গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে প্রশ্ন করা হয়েছিল।
চলুন দেখে নেই দশম শ্রেণি এসএসসি তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট এর জন্য কি প্রশ্ন নির্ধারণ করা হয়েছে।
শিখনফল বিষয়বস্তুঃ
১। অনুক্রম ও ধারা বর্ণনা করতে ও এদের পার্থক্য নিরুপন করতে পারবে।
২। সমান্তর ধারা ব্যাখ্যা করতে পারবে।
৩। স্বাভাবিক সংখ্যার বর্গের ও ঘনের সমষ্টি নির্ণয় করতে পারবে।
৪। গুণােত্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়ােগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১। ক) ১০ম চিত্রটি গঠন কর ও কয়েন সংখ্যা নির্ণয় কর। (তথ্যের আলােকে চিত্র গঠন করবে ও কয়েন সংখ্যা বসাবে)
খ) প্রদত্ত তথ্যের আলােকে n তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় কর। (সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করবে।)
২। ক) n = 5 হলে ২য় কলামের সংখ্যাগুলাে নির্ণয় কর এবং ছক থেকে দেখাও n = 1,2, 3, 4 এর আলােকে n তম সারির সংখ্যাগুলাের সমষ্টি 2n কে সমর্থন করে। ( তথ্যের আলােকে ২য় কলামের সংখ্যাগুলাে গঠন ও সংখ্যাগুলাের সমষ্টি পর্যবেক্ষণ করবে।)
খ) প্রত্যেক সারির সমষ্টিগুলােকে নিয়ে একটি ধারা তৈরি কর এবং কতগুলাে সারির সমষ্টিগুলাের সমষ্টি 2046 হবে? (সমষ্টির সূত্র ব্যবহার করবে।)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group