TMSS Job Circular 2021 টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সিকিউরিটি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন।
দুই পদে মোট ১ হাজার ৫২০ জন নিয়োগ পাবেন টিএমএসএসে। আবেদনের শেষ দিন ১৯ জুলাই।
পদের নাম: সিকিউরিটি গার্ড
পদের সংখ্যা: ১৫০০
বেতন: ৬০০০-১২০০০ টাকা
পদের নাম: সিকিউরিটি ইনচার্জ
পদের সংখ্যা: ২০
বেতন: ২৫০০০-৩০০০০ টাকা
আবেদন শুরুঃ আজই
আবেদন শেষঃ ১৯/০৭/২০২১ ইং
আবেদনের নিয়মাবলীঃ
আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্বের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত উল্লেখ করে আবেদনপত্র ১৯/০৭/২০২১ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে টিএমএসএস সিকিউরিটি এজেন্সী লিঃ, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া – ৫৮০০ অথবা রুপনগর আবাসিক এলাকা, রােড নম্বর – ১১, বাড়ী নম্বর – ১৫ মিরপুর, ঢাকা – ১২১৬, অথবা টিএমএসএস এর যে কোন শাখা অফিসে পৌছাতে হবে।
১. নির্বাচনী পরীক্ষার ফি বাবদ ০১ নম্বর পদের জন্য ৫০০/- টাকা ২ নম্বর পদের জন্য ১০০/- টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য) টিএমএসএস সিকিউরিটি এজেন্সী লিমিটেড শিরােনামে STD – ৬৪ “রূপালী ব্যাংক, টিএমএসএস শাখা, নওদাপাড়া, বগুড়া” অনুকুলে অথবা ফাউন্ডেশন অফিস হতে গ্রহণকৃত সমপরিমান টাকার মানিরশিদ (১০/- টাকা সার্ভিসচার্জসহ) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে
অথবা আবেদনকারীর সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত টিএমএসএস এর জোন অফিস/ অঞ্চল অফিস/ শাখা অফিসে উক্ত ফি জমাদান অন্তে মানিরশিদসহ আবেদন সংশ্লিষ্ট অফিসে জমা দেয়া যাবে। খামের উপর পদের নাম লিখতে হবে।
২. নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান SMS/ ইন্টারভিউকার্ড ইস্যুর মাধ্যমে জানানাে হবে।
৩. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকালে শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র দেখাতে হবে।
৪. টিএমএসএস এ কর্মরত এবং টিএমএসএস কর্তৃক চাকুরীচ্যুত কর্মীরা আবেদন করতে পারবেন না।
৫. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
আরো পড়ুনঃ
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group