বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা
আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
বিশ্বের সব শিক্ষকের অবদান স্মরণ করার জন্য ইউনেস্কোর আহ্বানে দিবসটি পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয় এ দিবসটি।
বিশ্বের প্রায় ১০০টি দেশে দিবসটি পালিত হয়ে থাকে। এ দিবস পালনে অ্যাডুকেশন ইন্টারন্যাশনাল (ইআই) ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। ইআই প্রতি বছরই একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।
বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসের এ বছরের প্রতিপাদ্য হলো ‘The transformation of education begins with teachers.’ অর্থাৎ ‘ শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু’। আগামি ২০২৩ সালের
আমাদের দেশের গোটা শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আসছে তা শিক্ষক দ্বারাই শুরু করতে হবে। এবারের প্রতিপাদ্য বিষযটি যেন আমাদের পরিবর্তিত বিষয়ের সাথে মিশে গেছে ।
শিক্ষকরাই পারেন একটি দেশ,জাতি ও সমাজকে পালটে দিতে। একটি মনুষ্যত্বহীন সমাজকে ভালো সমাজে রূপান্তর করতে। তাদের সৃজনশীল চিন্তাশক্তি দিয়ে শিক্ষকরাই পারেন পুরো শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে৷ মানুষ আর অন্য সব জীবের মধ্যে পার্থক্য হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্ব আছে বিধায় মানুষ সৃষ্টির সেরা জীব। আর মানুষের মধ্য থেকে এই মনুষ্যত্ব কে জাগ্রত করার কাজ করে একজন শিক্ষক। শিক্ষার্থীদের মনুষ্যত্ব কে জাগ্রত করে একজন ভালো মানুষে রুপান্তর করেন।
বলা হলা হয়ে থাকে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে পরিচালনা জন্য শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকতা মহান পেশা। কিন্তু এই মহান পেশায় নিয়োজিত থেকেও একজন শিক্ষকের নানা সীমাবদ্ধতা থাকে৷ অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও একজন শিক্ষক সমাজ বিনির্মানে অকাতরে কাজ করে যাচ্ছে।
উদাহরণস্বরুপ বলতে পারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়
রাজধানী ঢাকার সদরঘাট এলাকায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৮৫৮ সালে যাত্রা শুরু করলেও ২০০৫ সালে জগন্নাথ কলেজ হতে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।
প্রায় ১১.১১ একর জমির উপর প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৪টি অনুষদ, ২৮টি বিভাগ, প্রায় ২৬ হাজার শিক্ষার্থী এবং ৯৬০ জন শিক্ষক রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট ছয়টি অনুষদে ৩৬টি বিভাগ ও ২টি ইনস্টিটিউট রয়েছে। নানা প্রতিকূলতার মধ্য দিয়েও দিয়েও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যম গতিতে এগিয়ে চলেছে। আর এটি সম্ভব হতে অনেকাংশে সাহায্য করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ।
আমি জবি মাইক্রোবায়োলজি বিভাগের একজন শিক্ষার্থী হয়ে বলতে পারি আমাদের মাইক্রোবায়োলজি বিভাগে অনেক সীমাবদ্ধতা রয়েছে। যেমন ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, ল্যাবের(ইন্সট্রুমেন্ট সংকট)।
এছাড়াও অনেক সংকট রয়েছে। এতো সংকটের মধ্যে থেকেও আমাদের বিভাগের শ্রদ্ধেয় স্যার অধ্যাপক ড. জাকারিয়া মিয়া(সাবেক চেয়ারম্যান), অধ্যাপক ড. আরিফুল ইসলাম (বর্তমান চেয়ারম্যান), অধ্যাপক ড. শামীমা বেগম(সাবেক চেয়ারম্যান) ম্যামের সুশৃঙ্খল দিক নির্দেশনায় ও বিভাগের অনান্য স্যার ম্যামদের সহযোগীয় সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে।
অ্যাকাডেমিক শিক্ষার বাইরেও বিভাগের ছাত্র-শিক্ষক সম্পর্ক ভালো হওয়ায় নৈতিকতা ও ক্যারিয়ার গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করোনাকালে বিভাগের শিক্ষকগণ প্রতিটি ছাত্র-ছাত্রীর খোঁজ নিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। বিভাগের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে৷
অণুজীববিজ্ঞান একটি গবেষণাধর্মী বিষয় হওয়ায় গবেষণার বিভিন্ন কাজে শিক্ষকগণের সহযোগিতা একজন শিক্ষার্থীকে তার পরবর্তী লক্ষ্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অণুজীববিজ্ঞান বিভাগের ছাত্র-শিক্ষক এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাক এটাই চাওয়া ।
আমার মাইক্রোবায়োলজি বিভাগের সকল শিক্ষক সহ পৃথিবীর সকল শিক্ষককে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা “হ্যাপি টিচার্স ডে”
বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা
লেখাঃ
মোঃ সুমন প্রামানিক
শিক্ষার্থী অণুজীব বিজ্ঞান বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ইমেইলঃ shumonpramanik66@gmail.com
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group