বিভিন্ন দেশের উচ্চশিক্ষা ও স্কলারশিপ লিস্ট
উচ্চ মাধ্যমিক বা এইচএসসি এক্সামের পরই আসলে বাইরে পড়াশোনা করতে যাবার মোক্ষম সময়। তাছাড়া স্নাতক লেভেলে সব জায়গা থেকেই স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে।
উন্নত শিক্ষাব্যবস্থা ও জীবনযাত্রা, গবেষণা ও চাকরির ভালো ক্ষেত্র থাকার কারণে অনেকেই বিদেশের দিকে ঝুঁকছেন। নিজস্ব খরচের পাশাপাশি এসব শিক্ষার্থীদের একট বড় অংশ বৃত্তি নিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যান।
বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয় প্রতিবছরই কিছু না কিছু বৃত্তি দিয়ে থাকে। বিভিন্ন দেশের দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজে থেকে এসব বৃত্তির খবর পাওয়া যায়।
সেসব অবলম্বনে উচ্চশিক্ষার জন্য বিদেশগমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো কয়েকটি দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত বৃত্তির তথ্য-
উচ্চশিক্ষা ও স্কলারশিপ লিস্ট
যুক্তরাষ্ট্র: ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়া যায় এই বৃত্তির আওতায়। ১০টি ভিন্ন একাডেমিক খাতে বৃত্তি প্রদান করা হয়।
প্রাথমিক যোগ্যতা: ভালো ফলসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি।
সংযুক্তি: টোয়েফল স্কোর ৮০ বা আইইএলটিএস স্কোর ৭.০, নির্বাচনী ধাপে জিআরই পরীক্ষার স্কোর যুক্ত করতে হয়
আবেদনের সময়: এপ্রিল-মে-জুন
কানাডা: এডু কানাডা স্টাডি ইন স্কলারশিপ
কানাডা সরকারের অর্থায়নে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ার সুযোগ আছে এই বৃত্তির আওতায়। চার মাস বা এক সেমিস্টারের জন্য বৃত্তি দেওয়া হয়।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে।
যুক্তরাজ্য: কমনওয়েলথ বৃত্তি
যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ মিলবে এই বৃত্তির মাধ্যমে। প্রায় ছয়টি ক্ষেত্রের বিষয়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়।
প্রাথমিক যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।
আবেদনের সময়: সেপ্টেম্বর-জানুয়ারি
উচ্চশিক্ষা ও স্কলারশিপ লিস্ট
ফ্রান্স: আইফেল এক্সেলেন্স বৃত্তি
এই বৃত্তি নিয়ে ফ্রান্সে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে।
আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময়: ডিসেম্বর-জানুয়ারি
জার্মানি: ডিএএডি বৃত্তি
জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি পাওয়া যায় ডিএএডি-এর আওতায়।
আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময়: ডিসেম্বর-জানুয়ারি
এই প্রোগ্রামে এপ্লাই করার জন্য প্রয়োজন পড়বেঃ Participation Form, Cover Letter, Acceptance letter from the university/Enrollment certificate, Higher education entrance qualification certificate, Proof of work experience/vocational training, Copy of previous study certificates, Up-to-date Transcript of records, Proof of voluntary work/Personal Commitment, এবং CV।
রাশিয়া: সরকারি বৃত্তি
শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য বৃত্তি পাবেন। তবে সে জন্য এক বছর রুশ ভাষা শিখতে হবে।
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ যোগ্যতা।
আবেদনের সময়: সেপ্টেম্বর-ফেব্রুয়ারি
চীন: সিএসসি বৃত্তি
চায়নিজ স্কলারশিপ সেন্টারের বৃত্তির মাধ্যমে চীনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। বৃত্তিপ্রাপ্তদের চীনা ভাষা শেখানো হয়।
আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময়: ডিসেম্বর-ফেব্রুয়ারি
উচ্চশিক্ষা ও স্কলারশিপ লিস্ট
জাপান: এমইএক্সটি বৃত্তি
জাপানের মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তির আওতায় বাংলাদেশের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে মোট ২০০ শিক্ষার্থী সুযোগ পেয়ে থাকে। তবে স্নাতক পর্যায়ে সবচেয়ে কম সুযোগ দেওয়া হয়।
আবেদনের যোগ্যতা: স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
আবেদনের সময়: জানুয়ারি-জুলাই
ভারত: আইসিসিআর শিক্ষাবৃত্তি
ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনায় বৃত্তি প্রদান করা হয়।
আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন।
উচ্চশিক্ষা ও স্কলারশিপ লিস্ট
আবেদনের সময়: ডিসেম্বর-ফেব্রুয়ারি
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ
অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার জন্য এই বৃত্তি প্রদান করা হয়। বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংক, উন্নয়ন সংস্থা, বেসরকারি সংস্থা, ব্র্যাক ও আইসিডিডিআরবির কর্মকর্তারা আবেদন করতেন পারেন। নারীদের এই বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।
আবেদনের যোগ্যতা: স্নাতকে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
সংযুক্তি: আইইএলটিএস ৬.৫ স্কোর
আবেদনের সময়: ফেব্রুয়ারি-এপ্রিল
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group