স্মার্টফোন কেনার জন্য স্ত্রীকে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন
ভারতের ওড়িশা প্রদেশের ১৭ বছর বয়সী এক কিশোর। রাজস্থানের
ওই ব্যক্তির কাছে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
আইফোন
আইফোন
ওই কিশোর রাজস্থানের একটি ইটের ভাটায় কাজ করতো। বিয়ের দুই
মাস পর ২৬ বছর বয়সী স্ত্রীকে রাজস্থানের দক্ষিণ-পূর্বাঞ্চলের বারান
জেলার ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির কাছে বিক্রি করে দেয় সে।
রাজস্থানের এই জেলার সঙ্গে মধ্যপ্রদেশের সীমান্ত বিরোধ রয়েছে; যে
কারণে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের তোপের
মুখে পড়ে। তারা পুলিশকে বাধা দেয়। কারণ হিসেবে স্থানীয়
গ্রামবাসীরা বলেন, ওই তরুণীকে তারা কিনে নিয়েছেন।
চলতি বছরের জুলাইয়ে বিয়ে করেছিলেন তারা। বালাঙ্গীর জেলার
বেলপাদা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত পরিদর্শক বুলু মুন্ডা বলেছেন,
‘গত আগস্টে ওই দম্পতি একটি ইটের ভাটায় কাজ করার জন্য রায়পুর
এবং ঝাঁসি হয়ে রাজস্থানে যায়। ইট ভাটায় কাজ নেওয়ার কয়েকদিন
পর ১৭ বছর বয়সী ওই কিশোর তার স্ত্রীকে বারান জেলার ৫৫ বছর
বয়সী ব্যক্তির কাছে এক লাখ ৮০ হাজার রুপিতে বিক্রি করে দেয়।’
আইফোন
এই কিশোর হোটেলে খাওয়া-দাওয়া করে কিছু অর্থ খরচ করে এবং
নিজের জন্য একটি স্মার্টফোন(আইফোন) কিনে। গ্রামে ফিরে আসার পর যখন
স্ত্রীর পরিবার মেয়ের সম্পর্কে জানতে চায়; তখন ওই কিশোর দাবি করে, সে তাকে ছেড়ে চলে গেছে।
কিন্তু ওই তরুণীর পরিবারের সদস্যরা তার এই গল্প বিশ্বাস করেননি
এবং তারা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। পরে
পুলিশ তাদের কল রেকর্ড যাচাই-বাছাই করে এবং গল্পে ফাঁক খুঁজে পায়।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি।
জিজ্ঞাসাবাদে সে জানায়, স্ত্রীকে বিক্রি করে দিয়েছে। পরে ওই তরুণীর
অবস্থান শনাক্ত করার জন্য পুলিশের একটি দল রাজস্থানের বালাঙ্গীরে
যায়। কিন্তু স্থানীয় গ্রামবাসীরা ওই তরুণীকে সেখান থেকে আনতে আমাদের পুলিশের দলকে বাধা দেয়।’
গ্রামবাসীরা জানান, ওই তরুণীকে এক লাখ ৮০ হাজার রুপিতে কিনে
নেওয়া হয়েছে। আমরা তাকে অনেক কষ্ট করে বাড়ি ফেরাতে সক্ষম
হয়েছি। শুক্রবার পুলিশ ১৭ বছর বয়সী ওই কিশোরকে আদালতে
তোলে। পরে আদালত তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়ছে,
- ঢাকা জেলাপরিষদ শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত
- ইমদাদ সিতারা খান এইচএসসি শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩
- জেলা পরিষদ বৃত্তি ২০২৩ সার্কুলার । Rajshahi District Council Scholarship
- CZM জিনিয়াস শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৩
- শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩ (Shahjalal Islami Bank Scholarship)