ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে ।
এ পরীক্ষায় পাস করেছে ২১.৭৫ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৭৮.২৫ শতাংশই অকৃতকার্য হয়েছে। এ ইউনিটে গতবার পাসের হার ছিল ১৫.৪৯ শতাংশ।
দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছেন ।
ঢাবি ‘গ’ ইউনিটের ফল দেখতে ক্লিক করুন এখানে
রেজাল্ট
এদিকে, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফল জানতে পারছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাবে।
এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকাও কলা অনুষদের ডিন অফিসে প্রদর্শিত করা হবে।
তাছাড়াও ফল মুঠোফোনে দেখতে মেসেজ অপশনে গিয়ে DU GA <roll no> টাইপ করে 16321 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘গ’ ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষা দিয়েছেন। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন।
ঢাবি ‘গ’ ইউনিটের ফল ২০২১, ঢাবি ‘গ’ ইউনিটের ফল ২০২১, ঢাবি ‘গ’ ইউনিটের ফল, DU C UNIT RESULT, DU c unit admission question solution, du c unit admission test result 2021, dhaka University c unit admission test result 2021,
আরো পড়ুন, ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামী বুধবার (২৪ নভেম্বর) প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার ‘গ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে। কাল আনুষ্ঠানিকভাবে উপাচার্য মহোদয় ‘গ’ ইউনিটের ফল ঘোষণা করবেন। এরপর দিন অর্থাৎ বুধবার (২৪ নভেম্বর) ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৮২ হাজারের বেশি শিক্ষার্থী।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
- শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩ (Shahjalal Islami Bank Scholarship)