আন্তর্জাতিক শিক্ষার্থীদের তিন বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজে। যুক্তরাজ্যে ফুল ফ্রি স্কলারশিপ
‘‘ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট স্কলারশিপ’’-এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে।
বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় আগামী ৪ নভেম্বর, ২০২২।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় (আনুষ্ঠানিকভাবে দ্য ইম্পেরিয়াল কলেজ অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন)। এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে গণ্য করা হয়।
যুক্তরাজ্যে ফুল ফ্রি স্কলারশিপ
ইম্পেরিয়ালের প্রধান ক্যাম্পাস সেন্ট্রাল লন্ডনের দক্ষিণ কেনসিংটনে অবস্থিত। এর মূলত চারটি অনুষদ যার অধীনে ৪০টির বেশি বিভাগ, ইন্সটিটিউট ও গবেষণা কেন্দ্র রয়েছে।
সুযোগ-সুবিধাসমূহ
ক) সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
খ) আবাসন ব্যয় হিসেবে £22,900 (বাংলাদেশী টাকায় পঁচিশ লাখ টাকা) বাৎসরিক উপবৃত্তি প্রদান করবে।
গ) জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতি বছর £2000 (বাংলাদেশী টাকায় দুই লাখ টাকা) প্রদান করবে।
ঘ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে ‘ইংরেজি ভাষার কোর্স’ এবং কলেজের বিভিন্ন ক্লাব এবং সম্প্রদায়গুলিতে অ্যাক্সেসসের সুবিধা প্রদান করবে।
যুক্তরাজ্যে ফুল ফ্রি স্কলারশিপ
যোগ্যতাসমূহ
i) স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে এবং একাডেমিক সিজিপিএ ৩.০/৪.০ স্কেলে থাকতে হবে।
ii) আবেদনকারীকে প্রোগ্রামের প্রয়োজনীয় সকল রিকয়ারমেনট পূরণ করতে হবে।
iii) ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে, সাথে প্রতিটি সেকশনে অন্তত ৬.০ থাকতে হবে।
যুক্তরাজ্যে ফুল ফ্রি স্কলারশিপ
প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি।
- একাডেমিক সার্টিফিকেট বা ডিগ্রি।
- দুইটি রেফারেন্স লেটার (রেফারেন্স লেটারের নমুনা/প্রয়োজনীয়তার জন্য পিডিএফ)।
- রিসার্চ প্রপোজাল।
- আবেদনকারীর সিভি।
- ইংরেজী ভাষা দক্ষতার সনদ।
- পার্সোনাল স্টেটমেন্ট।
আবেদন প্রক্রিয়া
ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট স্কলারশিপে আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন শেষ তারিখ: ৪ নভেম্বর, ২০২২।
আরো দেখুনঃ
- ঢাকা জেলাপরিষদ শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত
- ইমদাদ সিতারা খান এইচএসসি শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩
- জেলা পরিষদ বৃত্তি ২০২৩ সার্কুলার । Rajshahi District Council Scholarship
- CZM জিনিয়াস শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৩
- শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩ (Shahjalal Islami Bank Scholarship)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group