অবশেষে আজ রোববার (১ আগস্ট) প্রকাশ হতে যাচ্ছে ৪১তম বিসিএস প্রিলির পরীক্ষার রেজাল্ট । রোববার বিকেলে অথবা সন্ধ্যায় ফল প্রকাশ করবে সরকারী কর্ম কমিশন (পিএসসি)।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ।
তিনি বলেন, আজ সন্ধ্যার আগেই ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ সংক্রান্ত অনুমোদন দেয়া হয়েছে।
জানা গেছে, সরকারের উচ্চ পর্যায়ের কাছে অনুমতি নিয়ে ফল প্রকাশের কাজ করে গেছে পিএসসি। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েও রেজাল্ট তৈরির জন্য দিনরাত কাজ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে কয়েকদফায় পেছানোর পর গত ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলি পরীক্ষা নেয় পিএসসি। পরীক্ষা নিয়ে সংশয় থাকলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ৮টি বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজন করা হয়।
আজ সেই ফল ৪১তম বিসিএস প্রিলির রেজাল্ট প্রকাশ করা হবে।
২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারী কর্ম কমিশন। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ১৩৫ জনকে নিয়োগ দেয়া হবে। এই বিসিএসে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছিলেন।
আরো পড়ুন, করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স হতে যাচ্ছে ১৮। আর টিকার নিবন্ধন শুরু হবে ৮ আগস্ট থেকে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ করা হয়। সেই মতে আজ নিবন্ধনও শুরু হয়েছে। সুরক্ষা প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাচ্ছে। এর পরের ধাপে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হচ্ছে ১৮।
এ বিষয়ে জানতে চাইলে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘৮ আগস্ট থেকে যাদের বয়স ১৮ বা তার চেয়ে বেশি তাদের নিবন্ধন শুরু হবে। যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে তারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।’ বিস্তারিত
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অনান্যরা যা পড়েছেন,
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী