ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন পদ্ধতি
দেশের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত রবিবার।
২০২০-২১ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়েছেন ২৬ হাজার ৭২৬ জন।
তবে মেধাতালিকা ও কোটাভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যাঁরা প্রত্যাশিত ফলাফল পাননি, তাঁদের ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
টেলিটক সিমের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে ১৬ সেপ্টেম্বর থেকে তাঁরা পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর এর মধ্যে ১ হাজার টাকা টেলিটকে এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে।
এজন্য টেলিটকের যেকোনো প্রি-পেইড মুঠোফোন থেকে আবেদন করা যাবে। এ জন্য DGHS স্পেস RSC স্পেস ROLL NO লিখে পাঠাতে হবে 16222 নাম্বারে। ফিরতি এসএমএসে আবেদনকারী একটি পিন নম্বর পাবেন।
ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন পদ্ধতি
ফি প্রদানের জন্য প্রাপ্ত পিন নম্বর দিয়ে DGHS স্পেস RSC স্পেস YES স্পেস PIN নম্বর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। এরপর প্রাপ্তি স্বীকার একটি এসএমএস পাবেন আবেদনকারী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুনর্নিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বেসরকারি ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
আরো পড়ুনঃ
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন,দ্য ডেইলি ক্যাম্পাস, ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ২০২০-২০২১, ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, The daily campus admission news, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ডেন্টাল ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর, www.dghs.gov.bd result 2020, result.dghs.gov.bd 2020-21, DGHS result,
DGHS Result 2020, Medical Result 2020, BDS result 2018-19 pdf, BDS Result 2021 link, Medical exam Result 2021, BDS Result 2019, BDS Result 2021 PDF, BDS Result 2021 bd, Medical Admission Result,