BKSP ADMISSION প্রমিলা খেলোয়ার বাছাই কার্যক্রম-২০২০
ক্রীড়া প্রশিক্ষণে নারী, উন্নত জীবন গড়ি। বিকেএসপি প্রমিলা প্রশিক্ষণার্থীদের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশ থেকে নির্বাচিত ২০০ জন ক্রীড়া সম্ভাবনাময় প্রমিলা খেলোয়ারদেরকে ২ বছর মেয়াদী বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থিদের নিবন্ধন ফরম অনলাইনে পূরন করতে হবে অথবা নির্ধারিত দিনে বাছাইয়ের স্থানেও ফরম সংগ্রহ করা যাবে।
বয়সসীমাঃ
ক্রিকেট
১২-১৪, ও ১৫-১৭
ফুটবল
১২-১৪ ও ১৫-১৭
হকি
১৪-১৮
আর্চারি
১৪-১৯
নিম্নলিখিত স্থানে খেলোয়ার বাছাই করা হবে।
১। রংপুর বিভাগঃ-
১০/১২/২০ ( স্থানঃ- বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বাশেরহাট, দিনাজপুর।
২। সিলেট বিভাগঃ-
৭/১২/২০ ( স্থানঃ- বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কল্লগ্রাম, বাইপাস,খাদিমনগর, সিলেট।
৩। চট্টগ্রাম বিভাগঃ-
৫/১২/২০ ( স্থানঃ- বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সাগরিকারোড, চট্টগ্রাম ।
৪। বরিশাল বিভাগঃ-
১৯/১২/২০ ( স্থানঃ- বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গরিয়ারপাড়, বরিশাল ।
৫। খুলনা বিভাগঃ-
১৭/১২/২০ ( স্থানঃ- বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, আপিলগেট, খুলনা।
ঢাকা
২২/১২/২০ ( স্থানঃ- বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা।
রাজশাহী
১২/১২/২০ (রাজশাহী বিকেএসপি)
ময়মনসিংহ
১৪/১২/২০
বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বি.দ্রঃ ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে চূড়ান্ত রেজাল্ট বিকেএসপি www.bksp.gov.bd এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এবার জেনে নেয়া যাক অন্য সব খেলার জন্য বিকেএসপি তে ভর্তির প্রসেসঃ
বিকেএসপি-তে আর্চারি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, শুটিং, সাঁতার, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, কারাতে, উশু ও ভলিবল এই ১৭টি খেলায় ভর্তি এবং যোগ্যতা কি কি প্রয়োজন সেসব বিষয় জেনে রাখা যাক।
কিভাবে আবেদন করবেনঃ
ভর্তি বিজ্ঞপ্তি পাবার পর অনলাইনে আবেদন করতে হবে।বিকেএসপির নিজস্ব ওয়েব সাইট bksp.gov.bd প্রবেশ করে নির্দেশন অনুযায়ী ফরম পুরন করতে হয় এবং অনলাইনে পুরন কৃত ফরম বিকেএসপির জানানো নির্দিষ্ট দিনে সঙ্গে আনতে হবে।
নিয়মকানুনঃ
বিকেএসপির নিয়ম অনুযায়ী চতুর্থ শ্রেণী হতে সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি নেয়া হয়।১০ থেকে ১৪ বছর বয়স এর ছেলে মেয়েরা ভর্তির সুযোগ পায় এখানে। আবেদন করার পর বিকেএসপির দেয়া নির্দিষ্ট দিনে তিনটি ধাপে চূড়ান্ত ভর্তির জন্য প্রশিক্ষণার্থীদের বাছাই করা হয়।
প্রমিলা খেলোয়ার বাছাই কার্যক্রম-২০২০
১ম ধাপ ( স্বাস্থ্য পরীক্ষা ) –
এখানে আবেদনকারীর বয়স,উচ্চতা,ওজন ও শারীরিক কোন সমস্যা থাকলে সেটি যাচাই করা হয়। এখানে থেকে ছাড়পত্র পেলে পরবর্তী ধাপের জন্য পাঠানো হয়।
২য় ধাপ ( শারীরিক সক্ষমতা )
আবেদন অনুযায়ী নিজ নিজ মাঠেই হয়ে থাকে শারীরিক সক্ষমতার পরীক্ষা। সাধারণত দেখা হয় স্পিড (গতি), স্ট্রেংথ (শক্তি), অ্যান্ডুরেন্স (দম), এজিলিটি (ক্ষিপ্রতা), ব্যালান্স (ভারসাম্য), ফ্লেক্সিবিলিটি (নমনীয়তা)।
৩য় ধাপ ( ব্যাবহারিক পরীক্ষা )
এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ।আবেদনকারীর খেলার বিষয় অনুযায়ী ব্যাবহারিক পরীক্ষা নেয়া হয়।
এইতিনটি ধাপ একদিনে অনুষ্ঠিত হয় এবং তিনটি ধাপে টিকে গেলে পরবর্তী ৭ দিনের ভর্তির বাছাই ক্যাম্পিং ডাকা হয়।
সাত দিনব্যাপী বাছাইপর্বঃ
সপ্তাহব্যাপী বাছাইপর্বের ধাপটি পুরোপুরি আবাসিকভাবে পরিচালনা করা হয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিকেএসপির নিজস্ব হোস্টেলে রেখে আয়োজন করা হয় চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা।সপ্তাহব্যাপী সকাল-বিকেল অনুশীলনে তাদের মেধা ও দক্ষতা গুরুত্বপূর্ণ।সঙ্গে লক্ষ্য করা হয় আবেদনকারীর আচার-আচরণ।শেষ দিনে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা।
১০০ নম্বরের পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। সপ্তম শ্রেণিতে ভর্তি হতে চাইলে তার জন্য ষষ্ঠ শ্রেণির সিলেবাসে পরীক্ষা হবে। আবার যে প্রতিযোগী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক, তার জন্য পঞ্চম শ্রেণির সিলেবাস।
এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করে নিন।
অন্যরা যা পড়েছে,
- ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩
- Al Arafah Islami Bank Scholarship Result 2022 (PDF Download)
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
- ঢাকা জেলাপরিষদ শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত
- ইমদাদ সিতারা খান এইচএসসি শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩
সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on