২০২০-২১ শিক্ষাবর্ষের ২ বছর মেয়াদী বিএসসি নার্সিং (পোষ্ট বেসিক) কোর্সে ভর্তি বিজ্ঞ্প্তি প্রকাশ করেছে বারডেম নার্সিং কলেজ।
আবেদনের শেষ তারিখঃ ১০ ডিসেম্বর
২০২০-২০২১ শিক্ষাবর্ষের ২ বছর মেয়াদী বিএসসি নার্সিং ( পােষ্ট বেসিক ) কোর্সে ভর্তি সংক্রান্ত বারডেম নার্সিং কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ২ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্সের ১ ম বর্ষে ছাত্রছাত্রী ভর্তির নিমিত্তে দরখাস্ত আহবান করা হচ্ছে । সরকারী ও বেসরকারী অভিন্ন ভর্তি পরীক্ষার ফলাফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ বারডেম নার্সিং কলেজের নির্ধারিত ফর্মে দরখাস্ত জমা দিতে পারবেন।
ভর্তির শর্তাবলীঃ
১। সরকারী বিজ্ঞপ্তিতে অভিন্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য উল্লেখিত প্রার্থীর যােগ্যতা ও সকল শর্তাবলী বহাল রেখে ভর্তির আবেদন করা যাবে ।
২। সরকারী ভাবে গৃহীত ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুসরণ করে ভর্তি সম্পন্ন করা হবে ।
আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নিয়মাবলীঃ
১। ভর্তির আবেদন ফরম বারডেম নার্সিং কলেজের Website ; www.bnc-bd.org থেকে ডাউনলােড করে সংগ্রহ করা যাবে । বারডেম নার্সিং কলেজ এর নামে ৫০০ / – ( পাঁচশত ) টাকার অফেরৎযােগ্য ব্যাংক ড্রাফ্ট / পে – অর্ডারের মূল কপি যুক্ত করে পূরণকৃত আবেদন ফরম অধ্যক্ষ , বারডেম নার্সিং কলেজ (১৬ তলা) , ১২২ কাজী নজরুল ইসলাম এভিনিউ , শাহবাগ , ঢাকা – ১০০০ ঠিকানায় পঠানাে যাবে।
২। অফিস চলাকালীন সময়ে বারডেমের ২২ নং ক্যাশ কাউন্টারে (২য় তলা) ৫০০ / – ( পাঁচশত ) টাকা ( অফেরৎযােগ্য ) জমা দিয়ে মানিরিসিপ্ট সংগ্রহ পূর্বক ভর্তির আবেদন ফরম বারডেম নার্সিং কলেজের ১৬ তলা হতে সংগ্রহ করে ১০/১২/২০২০ তারিখে বিকাল ২ ঘটিকা পর্যন্ত জমা দেওয়া যাবে ।

৩। এসএসসি ও এইচএসসি / সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্রের ফটোকপি , ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারির সনদপত্র ও নার্সিং রেজিস্ট্রেশন কার্ড এবং জন্ম নিবন্ধন / জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও সদ্যতােলা পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি ২ কপি সত্যায়িত করে আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে ।
৪। আবেদন পত্র যাচাই পূর্বক নির্বাচিত প্রার্থীদের এসএমএস এর মাধ্যমে জানানাে হবে । ও Website এ দেওয়া হবে ।
৫। চুড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের কোর্সে ভর্তি হওয়ার পূর্বে বারডেম কর্তৃক গঠিত মেডিকেল বাের্ড দ্বারা নিজ খরচে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে ।
৬। ভর্তি সংক্রান্ত বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে ।
অফিশিয়াল ওয়েবসাইটঃঃ www.bnc-bd.org
আরো দেখুনঃ
- Al Arafah Islami Bank Scholarship Result 2022 (PDF Download)
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
- ঢাকা জেলাপরিষদ শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত
- ইমদাদ সিতারা খান এইচএসসি শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩
- জেলা পরিষদ বৃত্তি ২০২৩ সার্কুলার । Rajshahi District Council Scholarship
এডমিশন, শিক্ষা সহ সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official Facebook Group