গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রাম ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রবিববার (২৫ সেপ্টেম্বর) দুপরে ডুয়েটের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ফল দেখতে ক্লিক করুন।
গত ১০ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬শ’ আসনের বিপরীতে ৭ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থী এতে অংশ নেন।
এসএসসি এইচএসসি ও অনার্স পাশে বর্তমান আবেদন চলমান শিক্ষাবৃত্তি লিস্টঃ
শিক্ষাবৃত্তির নাম | আবেদন শুরু | আবেদনের শেষ সময় | আবেদন |
শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
সরকার কর্তৃক ভর্তি সহায়তা | আবেদন চলমান | ২৯ সেপ্টেম্বর ২০২২ | আবেদন করুন |
বঙ্গবন্ধু ছাত্র-বৃত্তি | আবেদন চলমান | ৩১ অক্টোবর ২০২২ | আবেদন করুন |
ভারত মৈত্রী শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট | আবেদন করুন |
বাগেরহাট জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
ফেনী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ২৯ ডিসেম্বর ২০২২ | আবেদন করুন |
ভর্তি পরীক্ষায় পাস নম্বর সর্বনিম্ন শতকরা চল্লিশ। তবে ১ম ও ২য় পত্রে পৃথকভাবে ৩৫% নম্বরের কম পেলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। কেবলমাত্র ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মধ্যে থেকে প্রাপ্ত মোট নম্বরের মেধা ভিত্তিতে আসন পূরণ করা হবে।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০ জন,
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১২০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ জন, আর্কিটেকচারে ৩০ জন, ইন্ডাস্ট্রিয়াল
অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৩০ জন, কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিংয়ের দুই বিভাগে ১৫জন করে ১৫ ৩০ জন এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
শিক্ষাবৃত্তির ফলাফলঃ
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
সিজেডএম (CZM) জিনিয়াস শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট
ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি স্কলারশিপ রেজাল্ট-২০২২
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group