বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ায় ফুল-ফ্রি স্কলারশিপ । অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগ দ্বারা পরিচালিত দীর্ঘমেয়াদী একটি পুরষ্কার হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ।
২০২২ শিক্ষাবর্ষের জন্য অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস- এর পক্ষ থেকে স্কলারশিপ প্রদানের লক্ষ্যে আবেদন শুরু হয়েছে। মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য এ স্কলারশিপে আবেদন করা যাবে।

আরো পড়ুন, কোন দেশে কোন বৃত্তি
স্থান: অস্ট্রেলিয়া
উদ্দেশ্য:
দ্বিপক্ষীয় ও আঞ্চলিক চুক্তির সাথে সামঞ্জস্য রেখে অস্ট্রেলিয়ার অংশীদার দেশগুলোর বিভিন্ন ইভেন্টের প্রয়োজনসমূহে অবদান রাখা। এছাড়া উন্নয়নশীল দেশগুলোতে সুযোগ প্রদান করে বিশেষত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যাতে
সে অঞ্চলের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ও প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (Technical and Further Education) ফুল টাইম স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়তে পারে।
আরো পড়ুন, কোন দেশে কোন বৃত্তি
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে অধ্যয়ন ও গবেষণার সুযোগ দেয় যারা দক্ষতা এবং জ্ঞানের বিকাশ ঘটিয়ে নিজেদের দেশের পরিবর্তন এবং উন্নয়নে অবদান রাখতে চায়।
আবেদনের ক্ষেত্রসমূহ:
স্বাস্থ্য।
ডেভলেপমেন্ট/পরিবেশ/সাসটেইনেবিলি্টি।
ট্রেড/ইন্ডাস্ট্রি।
পাবলিক পলিসি/ইকোনমিক্স/গভরনেন্স।
ইনফ্রাস্ট্রাকচার/সায়েন্স/ইঞ্জিনিয়ারিং।
সিকিউরিটি স্টাডি।
ব্লু ইকোনোমি।
আরো পড়ুন, স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে পড়াশুনা করতে চাইলে প্রস্তুতি যেভাবে নিবেন

সুবিধা
সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ।
বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ।
ইকোনোমি ক্লাসে রিটার্ন টিকিটের খরচ।
বসবাসের খরচ ও স্বাস্থ্য বীমার সুবিধা।
কোর্সভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ।
আবেদনের যোগ্যতা
বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
বাংলাদেশের নাগরিক হতে হবে।
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তারা আবেদন করতে পাবেন না।
অস্ট্রেলিয়ান নাগরিকের সাথে বাগদানকৃত বা বিবাহিত হলে আবেদন করা যাবে না।কোনো সামরিক সেবার সাথে যুক্ত থাকা যাবে না।
আইএলটিএস (IELTS) স্কোর কমপক্ষে ৬.৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর ৬ এর নিচে হোয়া যাবে না।
যেসকল স্থানের প্রার্থীদের আবেদন করতে পারবে: বাংলাদেশসহ সকল দেশ।
অস্ট্রেলিয়ায় ফুল-ফ্রি স্কলারশিপ এ আবেদন পদ্ধতিঃ
প্রথমে নিম্নোক্ত লিঙ্কের ওয়েবসাইটে প্রবেশ করে প্রদানকৃত সকল ডকুমেন্টস ও তথ্য পড়ে দেখতে হবে।
আবেদনের জন্য উপযোগী কিনা যাচাই করে নিতে হবে।
কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির কোর্সগুলো আছে কিনা দেখতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি রাখতে হবে।
আবেদন লিংক দেখতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল, ২০২১
অন্যরা যা পড়েছে,
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group