ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২১ ইমদাদ সিতারা খান ফাউন্ডেশন এর অর্থায়নে প্রবাসী বাংলাদেশীদের সেবামূলক প্রতিষ্ঠান স্পন্দনবি ২০২০ সালে এসএসসি (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভাগ থেকে পাশ করে বর্তমানে এইচএসসি শিক্ষাবর্ষ ২০২০-২০২১ সেশনে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায়) অধ্যয়নরত মেধাবী ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি এর জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।
আবেদনের যোগ্যতা (উচ্চ মাধ্যমিক স্তর):
বিজ্ঞান বিভাগের জন্য ৪র্থ বিষয় ছাড়া জিপিএ ৫.০০
বাণিজ্য বিভাগের জন্য ৪র্থ বিষয় ছাড়া জিপিএ ৪.৫০
মানবিক বিভাগের জন্য ৪র্থ বিষয় ছাড়া জিপিএ ৪.২৫
যারা এইচএসসি ২০১৯-২০২০ সেশনের জন্য দরখাস্ত করেছিলেন তাদের চুড়ান্ত ফলাফল আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশিত হবে এবং সম্ভবতঃ এ মাসেই তাদের বৃত্তির অর্থ প্রদান করা হবে।
শিক্ষাবৃত্তির আপডেট তথ্য পেতে ভিজিট করুন www.eduguideline.com
ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি আবেদনের নিয়মাবলীঃ
আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর যথাযথ ভাবে আবেদন পত্র পূরণ করতে হবে। কোন ভুল তথ্য দেওয়া যাবে না। কোন তথ্য গোপন করা যাবে না।
আবেদন পত্র এর পিডিএফ ডাউনলোড করুন এখানে
এসএসসি পাশের মার্কশিট, ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত)
সাপ্রতিক তোলা ২ কপি পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি (প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত)
বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নের প্রমাণপত্র/প্রত্যয়ন পত্র( প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত)
নিজের সম্পর্কে ৩০০-৪০০ শব্দের শিক্ষার্থীর নিজের হাতে লেখা একটি আবেদন পত্র (A4 সাইজের পেজে লিখতে হবে, যেখানে লিখতে হবে বৃত্তিটি কেনো আপনার দরকার?/ এই বৃত্তির জন্য আপনি নিজেকে কেনো যোগ্য মনে করেন।
লিখিত বর্ণনাতে অনান্য তথ্যের সাথে ব্যয়ের খাতগুলো উল্লেখ করতে হবে এবং কোন কোন আয়ের উৎস থেকে সেগুলো পূরণ করা হয়, তার উল্লেখ থাকতে হবে।
উল্লেখিত সব কাগজপত্র একসাথে স্ট্যাপল করে ডাকযোগে/কুরিয়ার যোগে/সরাসরি নিম্নোক্ত ঠিকানায় ১৫/০৩/২০২১ তারিখের মধ্যে পৌছাতে হবে।
চেয়ারম্যান, ইমদাদ সিতারা খান বৃত্তি নির্বাচন কমিটি, ৩০২, মিরপুর রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
করোনা মহামারির কারণে বৃত্তির জন্য আবেদন অনেক সহজ হয়েছেঃ
১। প্রতিষ্ঠান প্রধানের/বিভাগীর প্রধারনে স্বাক্ষরের প্রয়োজন নেই।
২। কোন কাগজ পত্র সত্যায়িত করার প্রয়োজন নেই। ফটোকপি হলেই চলবে।
৩। সকল কাগজ A4 আকারের হতে হবে।
৪। আপনার পাসপোর্ট আকারের ছবিটি দরখাস্তের সাথে ছোট খামে দিবেন।
৫। আবেদন পত্র, ছবি, ৩০০-৪০০ শব্দের লেখা, অন্যান্য কাগজপত্র সব কিছুই Scan করে PDF ফরমেটে ইমেইলেও পাঠাতে পারেন।
যেকোন প্রয়োজনে বিস্তারিত তথ্য www.spaandnb.org ওয়েবসাইট এবং IMDAD SITARA KHAN FOUNDATION SCHOLARSHIP ফেসবুক পেজ থেকেও জানা যাবে।
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
Good
Good
Thank you
অনেক উপকার হলো৷ ধন্যবাদ স্যার।
Thank you
thank you
Many Many thanks..last date kobe aitar?
wlc. Last date 15 march
Jara ei bochor hsc te autopass korece tader jonno ki kunu scolarship thakbe na??
জ্বি আছে, ইমদাদ সিতারা খান বৃত্তি সহ অনান্য সব ব্যাংক বৃত্তি আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে http://www.eduguideline.com
আমি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছি কিন্তু চতুর্থ বিষয় ব্যতীত নয় 😥আমার বাবা মারা গেছে 😭আমার মা দিনমজুর।আমার বৃত্তিটা দরকার 😭আমার মা আমার পড়াশোনার খরচ চালাতে পারছে না।আমায় কি কোনোভাবে সাহায্য করা যায়। 😭😭আমার বৃত্তিটা খুবই প্রয়োজন
জ্বি আপনি নির্দিষ্ট ফর্মে নিজের প্রবলেম এর কথা লিখে এই বৃত্তির জন্য আবেদন করুন। কর্তৃপক্ষ ভেবে দেখবে। ধন্যবাদ
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Ai scholarship ar jonno hsc 2020 ar candidate apply Korte parbe na?
Amar akta scholarship dorkar,Amar Ammu onner basay kaj koren,r abbu mara gechen. Amra 3 vai bon,Ami mejo vai coto r apu boro. Ami aibar hsc pass korci science group theke.ami ki kono vabe ai scholarship pete pari??
Pele porasona caliye jete partam..
Please,amake bibecona kore dekhben
Ssc 2020 শিক্ষা বৃত্তির রেজাল্ট কবে প্রকাশিত হবে???
আমি ২০২১ ব্যাচ।। এখন কি আর বৃত্তি দিবে নাহ ২০২১ কে।।আমার SSC তে GPA 5…আর্থিক অবস্থা ভালো নাহ।।এখনো কি সুযোগ আছে???
ssc 21 apply korte parbe na?
এস এস সি র মার্ক শিট টা কি হাইস্কুলের প্রধান শিক্ষক থেকে সত্যায়িত করতে হবে নাকি বর্তমান কলেজ প্রধান এর থেকে ( আমি এস এস সি ২০২০ এর ছাত্র)
ট্রান্সক্রিপ্ট মানে কি , এটি কোন কাগজ ?