করোনা মহামারীর এই বর্তমান সময়টাতে সকলেই প্রায় ঘরে বন্দী। এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা হচ্ছে অনলাইনের মাধ্যমে। অনলাইনে এই পাঠদান কর্মসূচিকে ত্বরান্বিত করার লক্ষ্যে একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ডিজিটাল সেবাদাতা রবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। গত ৪ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স কক্ষে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট কিনতে পারবেন। ৯৯টাকায় ৩০জিবি ইন্টারনেট
এই চুক্তির ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে ৩০দিন মেয়াদে ৩০জিবি ডাটা প্যাক দেবে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। এবং এক্ষেত্রে কোনো বাড়তি চার্জ প্রযোজ্য হবেনা। আর তাতে কারিগরি সহায়তা দিবে সার্ভিস হাব লিমিটেড (পে স্টেশন)। ৯৯টাকায় ৩০জিবি ইন্টারনেট
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ‘আগামী ৫ নভেম্বর থেকে শিক্ষার্থীরা এই ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবে। এবং এক্ষেত্রে প্রথম দুই মাস ১৯৯ টাকায় ইন্টারনেট কেনা যাবে। এই ১৯৯ টাকার মধ্যে ৯৯টাকা শিক্ষার্থীরা নিজেরা দিবে এবং বাকি ১০০ টাকা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তুকি দেয়া হবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার জনাব আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সময় রবি’র এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম, জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম, ম্যানেজার ধীমান কান্তি এবং জবি রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, প্রক্টর মোস্তফা কামাল, অর্থ ও হিসাব শাখার পরিচালক নাসির উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের প্রভাষকগণ উপস্থিত ছিলেন।
- ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩
- Al Arafah Islami Bank Scholarship Result 2022 (PDF Download)
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
- ঢাকা জেলাপরিষদ শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত
- ইমদাদ সিতারা খান এইচএসসি শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩
সকল প্রকার শিক্ষা সংক্রান্ত খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group