বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রকাশ করা হবে। মোট ৫১ হাজার ৭৬১টি পদের বিপরীতে এই সুপারিশ করা হবে। সন্ধ্যা থেকে নির্বাচিত প্রার্থীদের মুঠোফোনে এসএমএস চলে যাবে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) এএসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, মোট ৫৪ হাজার শূন্যপদ থাকলেও ২ হাজার ২০৭টি পদ বাদ রাখা হবে। আজ সন্ধ্যা থেকে প্রার্থীরা তাদের মুঠোফোনে এসএমএস পাবেন। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসএ) ওয়েবসাইটেও ফল দেখা যাবে।
গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হওয়া মাত্রই রেজাল্ট দেখতে পারবেন এই লিংকে
http://ntrca.teletalk.com.bd/result/
উল্লেখ্য,
আদালতের রায়ের পরও আটকে ছিলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ। ফলে হাজারো বেকারের দিন কাটছে অনিশ্চয়তায়। এর মধ্যে আবারো দুঃসংবাদ জানিয়েছিলো এনটিআরসিএ। তারা বলেছিলো , দেশজুড়ে যে কঠোর বিধিনিষেধ চলছে তা শেষ না হওয়া পর্যন্ত ফল প্রকাশ সম্ভব নয়।
জানা যায়, ১-১২তম নিবন্ধন ধারীদের আদালত অবমাননার মামলা খারিজের পর শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ফল প্রকাশের বিষয়ে আলোচনা করে এনটিআরসিএ। মন্ত্রণালয় থেকে একটি লিখিত আবেদন চাওয়া হলেও নতুন করে আপিল বিভাগের দেয়া রায়ের কপি হাতে পাওয়ার ইস্যু সামনে এনেছে এনটিআরসিএ।
আর পড়ুন,
করোনাকালে জরুরি ভিত্তিতে নাগরিকদের ভোটার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ করছে নির্বাচন কমিশন (ইসি)।
এক্ষেত্রে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের মধ্যেও সপ্তাহে একদিন করে অফিস খোলা রেখে এ সেবা দিচ্ছেন সংস্থাটির মাঠ কর্মকর্তারা। শিক্ষার্থী, প্রবাসী ও টিকাদানে ইচ্ছুকরা অগ্রাধিকার পাচ্ছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, গত ৭ জুলাই এক অনলাইন বৈঠকে মাঠ পর্যায়ে এনআইডি সেবা সতর্কতা অবলম্বন করে চালু রাখার সিদ্ধান্ত দেয় ইসি।
এতে টিকা কার্যক্রম, বিদেশ গমন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম ইত্যাদির জন্য জরুরি ভিত্তিতে সেবা দিতে বলা হয়। সেজন্য কর্মকর্তারা সপ্তাহে একদিন অফিস খোলা রেখে সশরীরে কার্যক্রম পরিচালনা করছেন। বিস্তারিত
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
গণবিজ্ঞপ্তির ফল আজ প্রকাশিত হবে