জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামী ৮ জুন থেকে শুরু হবে। আগামী ২৮ জুলাই থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
শুক্রবার (৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ জুন পর্যন্ত ভর্তি আবেদন চলবে। অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে হবে।
এছাড়া ১ম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। আর প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে ১২ আগস্ট থেকে।
২০২০-২১ শিক্ষাবর্ষেও এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতেই শিক্ষা ভর্তি নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। আবেদন ফরম বিতরণ চলবে ৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
শুক্রবার (৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
সভায় করোনাকালীন ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহীত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ | DU Admission Circular 2021
আরো পড়ুন,,,
জাতীয়বিশ্ববিদ্যালয়এরগ্রেডিং সিস্টেম ও সিজিপিএ নির্ণয় করার পদ্ধতিঃ
গ্রেডিং সিস্টেমঃ
৮০ বা তদুর্ধ = A+ = ৪.০০ বা ১ম বিভাগ
৭৫ থেকে ৭৯ = A = ৩.৭৫ বা ১ম বিভাগ
৭০ থেকে ৭৪ = A- = ৩.৫০ বা ১ম বিভাগ
৬৫ থেকে ৬৯ = B+ = ৩.২৫ বা ১ম বিভাগ
৬০ থেকে ৬৪ = B = ৩.০০ বা ১ম বিভাগ
৫৫ থেকে ৫৯ = B- = ২.৭৫ বা ২য় বিভাগ
৫০ থেকে ৫৪ = C+ = ২.৫০ বা ২য় বিভাগ
৪৫ থেকে ৪৯ = C = ২.২৫ বা ২য় বিভাগ
৪০ থেকে ৪৫ = D = ২.০০ বা ৩য় বিভাগ
৩৯ থেকে ০ = Fail = ০.০০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের GPA/CGPA নির্ণয় পদ্ধতিঃ
CGPA নির্ণয়ঃ
১ বছরের CGPA নির্ণয়ঃ এক বছরে মোট অর্জিত পয়েন্ট এক বছরে মোট অর্জিত ক্রেডিট।
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি একসাথে দেখুন এখানে
এক বছরে মোট অর্জিত পয়েন্টঃ কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ৩য় বর্ষের বিএসসি পরীক্ষার সব বিষয়ের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ DU Admission Preparation
এতে বলা হয়েছে, ২০১৯ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার বিএসসি গ্রুপের অনার্স কোর্সের সকল বিষয়ের ফল অদ্য ০৪/০২/২০২১ তারিখে প্রকাশ করা হলাে।
প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭:০০টা থেকে SMS এর মাধ্যমে যে কোন মােবাইল এর মেসেজ অপশনে গিয়ে NUH2 Exam Roll 16222 Send করে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকে ফলাফল জানা যাবে।
ফলাফল দেখুন এখানে ফলাফল
উল্লেখ্য বিএ, বিএসএস ও বিবিএ গুপের ফলাফল ইতােপূর্বে প্রকাশ করা হয়েছে।
জাতীয়বিশ্ববিদ্যালয়এরগ্রেডিং সিস্টেম ও সিজিপিএ নির্ণয় করার পদ্ধতিঃ
গ্রেডিং সিস্টেমঃ
৮০ বা তদুর্ধ = A+ = ৪.০০ বা ১ম বিভাগ
৭৫ থেকে ৭৯ = A = ৩.৭৫ বা ১ম বিভাগ
৭০ থেকে ৭৪ = A- = ৩.৫০ বা ১ম বিভাগ
৬৫ থেকে ৬৯ = B+ = ৩.২৫ বা ১ম বিভাগ
৬০ থেকে ৬৪ = B = ৩.০০ বা ১ম বিভাগ
৫৫ থেকে ৫৯ = B- = ২.৭৫ বা ২য় বিভাগ
৫০ থেকে ৫৪ = C+ = ২.৫০ বা ২য় বিভাগ
৪৫ থেকে ৪৯ = C = ২.২৫ বা ২য় বিভাগ
৪০ থেকে ৪৫ = D = ২.০০ বা ৩য় বিভাগ
৩৯ থেকে ০ = Fail = ০.০০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের GPA/CGPA নির্ণয় পদ্ধতিঃ
CGPA নির্ণয়ঃ
১ বছরের CGPA নির্ণয়ঃ এক বছরে মোট অর্জিত পয়েন্ট এক বছরে মোট অর্জিত ক্রেডিট।
এক বছরে মোট অর্জিত পয়েন্টঃ কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।
এক বছরের মোট অর্জিত ক্রেডিটঃ পাশ কৃত
সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত ক্রেডিট”
Ex : বিষয়ভিত্তিক পয়েন্ট × তার ক্রেডিটঃ
A-= 3.50×4 =14
B+=3.25×4=13
A+=4.00×4 =16
B+=3.25×4=13
A-=3.50×4=14
B+=3.25×4 =13
সুতরাং মোট অর্জিত পয়েন্টসঃ 14+13+16+13+14+13=83
এবং মোট অর্জিত ক্রেডিটঃ
4+4+4+4+4+4 = 24
মোট জিপিএ দাড়ায় : 83÷24=3.45
৪ বছরের CGPA নির্নয়ঃ চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) ÷ পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা।
চার বছরের মোট অর্জিত পয়েন্টঃ জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করলে পাবেন চার বছরের মোট অর্জিত পয়েন্ট।
পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিটঃ পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল হলো পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট।
www.eduguideline.com
Ex : চার বছরের মোট অর্জিত পয়েন্টসঃ 83+85+81+79=328
পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিটঃ
24+24+26+28=102
অতএব, মোট CGPA : 328÷102= 3.21
জিপিএ ৩.০০ বা তদুর্ধ = ১ম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম = ২য় বিভাগ
জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম = তৃতীয় বিভাগ
অন্যরা যা পড়েছে,
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group