পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকার নিবন্ধন শুরু হলেও
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা টিকা পাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘কোভিড-১৯’ টিকার জন্য আবেদন প্রসেস নিচে বিস্তারিত আলোচন করা হয়েছে।
এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান টিকা পেতে নানা জায়গায় দৌড়ঝাঁপ শুরু করেন। সেই প্রচেষ্টায় সায় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে, সেজন্য শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।
এর প্রেক্ষিতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও ঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য সংগ্রহের জন্য http://103.113.200.29/student_covidinfo/ লিংকে দেওয়া ফরম পূরণ করে আগামী ১২ জুলাইয়ের মধ্যে সাবমিট করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষকে স্ব স্ব কলেজের শিক্ষার্থীদের তথ্য ছক পূরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার তথ্য দিতে জরুরি নির্দেশনা
এছাড়া গত ১৭ মের অফিস আদেশ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/গবেষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী www.nubd.info/college এ login করে College Profile-এ জরুরি ভিত্তিতে অনলাইনে পাঠাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এ পর্যন্ত যেসব কলেজ যথাযথ তথ্য College Profile-এ সাবমিট করেনি তাদের অনতিবিলম্বে তথ্য দিতে বলা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘কোভিড-১৯’ টিকার জন্য আবেদন প্রসেস:
অনেকে বুজতে পারতেছে না কিভাবে আবেদন করবে করোনা টিকার জন্য। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘কোভিড-১৯’ টিকার জন্য আবেদন প্রসেস বিস্তারিত আলোচনা করা হলো নিচেঃ
স্টেপ-১ঃ আপনাকে প্রথমে আপনার হ্যান্ডসেটটি অথবা আপনার পিসি/ল্যাপটপ এ যেকোনো ব্রাউজারে যেতে হবে গিয়ে এই লিংকে http://103.113.200.29/student_covidinfo/ প্রবেশ করতে হবে।
স্টেপ-২ঃ লিংকে প্রবেশ করার পর নিচের ছবির মতো একটি পেজ আসবে। পেজে আপনার অ্যাডমিট কার্ড এ দেওয়া রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে

স্টেপ-২
স্টেপ-৩ঃ রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে Next বাটন ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে সেখানে অটোমেটিক ভাবে আপনার পুরো তথ্য শো করবে যেমন আপনার নাম, আপনার জন্ম তারিখ, ডিপার্টমেন্ট, ইত্যাদি। ওই পেজেই কয়েকটি গ্যাপ থাকবে যেগুলো আপনাকে পূরণ করতে হবে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে, আপনি মেস/বাসা/হোস্টেল এর শিক্ষার্থী যেকোনো একটা সিলেক্ট করতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে।আপনি পূর্বে কোভিড-১৯ ভ্যাক্সিন নিয়েছেন কিনা হ্যা/না যেকোনো একটা সিলেক্ট করতে হবে। সব পূরণ হয়ে গেলে নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ-৪ঃ সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার আবেদনটি যদি সফল ভাবে হয়ে থাকে তাহলে আপনার নিবন্ধনটি সফল হয়েছে লেখা আসবে। ছবিতে দেখুন

বি,দ্রঃ যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা ১২ তারিখের পরে আবেদন করুন
Visit https://scholarshipbd24.com for latest scholarship news
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী