রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (১ মার্চ) দুপুরে
শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার তারিখ ১৪ জুন ‘সি’ ইউনিট, ১৫ জুন ‘এ’ ইউনিট ও ১৬ জুন ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন ৩ শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা ( গ্রুপ ১); দুপুর ১২ থেকে ১টা (গ্রুপ ২) ও বিকেল ৩ থেকে ৪টা (গ্রুপ ৩) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিস্তারিত সেশন ২০২০-২০২১
প্রসঙ্গত, ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন ৭ মার্চ দুপুর ১২টা থেকে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত গ্রহণ করা হবে। প্রাথমিক আবেদন বাছাই শেষে ২৩ মার্চ বেলা ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission ক্যাটাগরিতে তে দেখা যাবে।
পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আরো খবর পড়ুন
এমআইএসটির ভর্তি পরীক্ষা ৫ মার্চ, যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ আগামী শুক্রবার (৫ মার্চ) মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।এদিকে, রবিবার (২৮ ফেব্রুয়ারি) এমআইএসটি ওয়েরসাইটে ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি একসাথে দেখুন এখানে
আবেদনকৃত ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা এই (admission.mist.ac.bd) ওয়েরসাইটে গিয়ে সুযোগ পেয়েছে কিনা তা দেখতে পারবেন।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের এবং বেলা ২টা থেকে বিকেলে চারপর পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০০ নম্বরের লিখিত টাইপের পরীক্ষা নেয়া হবে।
অন্যরা যা পড়েছে
- ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩
- Al Arafah Islami Bank Scholarship Result 2022 (PDF Download)
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
- ঢাকা জেলাপরিষদ শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত
- ইমদাদ সিতারা খান এইচএসসি শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group