বৃত্তি টাকা পেতে শিক্ষার্থীদের নিজের বা যৌথ ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অন্য কারও অ্যাকাউন্ট নম্বর সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের আইনসংগত অভিভাবক বা অন্য কারো ব্যাংক হিসেব নম্বর এন্ট্রি করা হয়েছে। তাই, অনেক শিক্ষার্থী বৃত্তির টাকা পেতে জটিলতায় পড়ছে।
এজন্য বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিজ নামে বা যৌথ অ্যাকাউন্ট নম্বর এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমআইএস সফটওয়্যারে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্যাদি এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীর নিজ বা যৌথ নামের অ্যাকাউন্ট এন্ট্রি না করে বাবা-মা বা অভিভাবক বা অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করছে।

তাই শিক্ষার্থীর বৃত্তির টাকা পেতে জটিলতার সৃষ্টি হয়েছে।এ পরিস্তিতিতে এমআইএস সফটওয়্যারে ডাটা এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর নিজ বা যৌথ নামের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
আর ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বোর্ড প্রকাশিত বৃত্তির গেজেটের শিক্ষার্থীর যে নাম আছে সে নামই ব্যবহার করতে বলা হয়েছে।
Scholarship Scholarship Scholarship Scholarship Scholarship
বৃত্তি পাওয়া শিক্ষার্থীর নিজ বা যৌথ নামের অ্যাকাউন্টের পরিবর্তে অন্য করো নামের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংযোজনের ফলে শিক্ষার্থীর বৃত্তির টাকা পেতে জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠান
প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়ী থাকবেন বলেও আদেশে জানিয়েছে অধিদপ্তর।
অন্যরা যা পড়েছে
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
বৃত্তি সম্পর্কিত সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on