করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনলাইন শিক্ষাকার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে ঋণ eduguideline দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।eduguideline
সুদবিহীন এ ঋণের পরিমাণ সর্বোচ্চ ৮ হাজার টাকা। শিক্ষার্থীদের এই ঋণের আসল অর্থ পরিশোধ করতে হবে।
শনিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান ফোনালাপে এসব তথ্য জানান।
রেজিস্ট্রার বলেন, ‘করােনা মহামারির (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষাকার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ থেকে ইতোপূর্বে প্রেরিত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা দেওয়া হয়েছে। তালিকায় প্রায় তিন হাজার শিক্ষার্থীর নাম রয়েছে। বিশেষ শর্ত সাপেক্ষে তালিকাভুক্ত শিক্ষার্থীদের সফটলোন দেওয়া হবে। লোন পেতে ইচ্ছুক শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীকে ফোন কেনার ভাউচারটি ২৭ জানুয়ারি, ২০২১-এর মধ্যে বিভাগীয় চেয়ারম্যানের নিকট জমা দিতে হবে ও চেয়ারম্যানরা উক্ত জমা রশিদ সফটলোন কমিটির সদস্য সচিবের কাছে ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে পাঠাবেন। শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন সময়ে চারটি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে হবে।’
জবি রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদকে সভাপতি এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী নাসির উদ্দীনকে সদস্য সচিব করে শিক্ষার্থীদের ‘সফটলোন অনুমোদন’ গঠন করা হয়েছে।
শিক্ষার্থীদের সফটলোন অনুমোদন কমিটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক ইউজিসিতে প্রেরিত তালিকায় শিক্ষার্থীর নাম আছে কিনা তা পুনরায় যাচাই করে দেখবেন। পাশাপাশি কমিটির সুপারিশের আলোকে অনধিক আট হাজার টাকা আগামী ৩১ জানুয়ারি ২০২১ এর মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে বরাদ্দ দেবেন।
উল্লেখ্য, সুদবিহীন এই ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন সময়ে ৪টি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে পারবে। ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোন ট্রান্সস্ক্রিপ্ট ও সাময়িক বা মূল সনদ ইস্যু করা যাবে না।
eduguideline eduguideline
অন্যরা যা পড়েছে,
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
শিক্ষাবৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group