বই উৎসব ও শিক্ষাসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে অনলাইনে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী ২৯ ডিসেম্বর দুপুরে এ ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আসছে বছর বই উৎসব হবে না। স্কুল পর্যায় থেকেই বই বিতরণ করা হবে। মহামারি বিবেচনায় এবার বই উৎসব হবে না। এদিকে ২০২১ শিক্ষাবর্ষের শুরুতেই দেশের সব ছাত্রছাত্রী নতুন বই না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইতোমধ্যে সারাদেশে স্কুলপর্যায়ে বিনামূল্যের বই বিতরণ শুরু হয়েছে। মোট চাহিদার বেশিরভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। আগামী শিক্ষাবর্ষের জন্য ছাপা হচ্ছে প্রায় ৩৬ কোটি পাঠ্যবই। ৩১ ডিসেম্বরের মধ্যেই সব বই ছাপা ও সরবরাহ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা থাকলেও সেই লক্ষ্য পূরণ হচ্ছে না কাগজের মূল্য বৃদ্ধি এবং বাজারে কাগজ সংকটের কারণে।
এখন পর্যন্ত প্রায় ২২ কোটি কপি বই উপজেলা পর্যায়ে সরবরাহ করতে সক্ষম হয়েছে ছাপাখানা মালিকরা। বছরের শেষ কয়েক দিনে আরও ২ থেকে ৩ কোটি বই ছাপা হতে পারে বলেও দাবি কর্মকর্তাদের।
এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, ২২ ডিসেম্বর প্রাথমিক স্তরের আট কোটি ৪৫ লাখ ৬৫ হাজার কপি এবং মাধ্যমিক শিক্ষা স্তরের ১৩ কোটি ৭২ লাখ ৫৮ হাজার কপি বই উপজেলা পর্যায়ে ছেপে সরবরাহ করেছে ছাপাখানা মালিকরা। নির্ধারিত সময়ে সব বই ছাপা সম্ভব না হওয়ার কারণে এবার রাজধানী ও আশপাশের এলাকা এবং বিশেষ জেলাগুলোতে শতভাগ বই সরবরাহের চেষ্টা চলছে।
৩১ ডিসেম্বরের মধ্যে সব বই স্কুলপর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্য নেয়া হলেও কিছু বই ছাপার কাজ বাকি আছে তবে কোন কোন শিক্ষার্থী প্রথমে দুই-তিনটি বই কম পেলেও পরবর্তীতে তা পেয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
শিক্ষামন্ত্রী ডা. দীপু