এসএসসি এইচএসসি 2021 শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ২২ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করায় আগামী সেপ্টেম্বর মাসে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান যখনই খোলা হোক না কেন শিক্ষার্থীদের সশরীরে পাঠদানের পরই পরীক্ষা আয়োজন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবির সিলেবাসয় অনুযায়ী এসএসসি পরীক্ষার্থীদের ৬০ কর্ম দিবস ও এইচএসসি পরীক্ষার্থীদের ৮০ কর্ম দিবসের পাঠ পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। এই সিলেবাস অনুযায়ীই পরীক্ষা নেয়া হবে।
মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ৩৪টি পিডিএফ বই
সূত্র আরও জানায়, ঈদের পর যথা সময়ে স্কুল কলেজ খোলা সম্ভব হলে এসএসসি এইচএসসি 2021 সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে।
তবে করোনা পরিস্থিতি যদি খারাপ থাকে তাহলে সেটি পরিবর্তন হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান যখনই খোলা হোক না কেন, ক্লাস করিয়েই পরীক্ষা আয়োজন করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সব কিছুই পিছিয়ে যাচ্ছে।
এই অবস্থায় চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথা সময়ে নেয়া সম্ভব হচ্ছে না। যেহেতু ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে সেপ্টেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়া হচ্ছে।
ফের অ্যাসাইনমেন্ট শুরু মাধ্যমিক শিক্ষার্থীদের
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান যখনই খোলা হবে, তখন ক্লাস নিয়েই পরীক্ষা আয়োজন করা হবে। ক্লাস না করিয়ে পরীক্ষা নেয়া হবে না।
আমাদের অনলাইনে ক্লাস চলমান থাকলেও অনেক শিক্ষার্থী সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি। ফলে ক্লাস না করিয়ে পরীক্ষা নেয়া হবে না।
আর্থিক অস্বচ্ছল ও মেধাবীদের জন্য মাসিক বৃত্তি
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি বিস্তারিত।Dutch Bangla Bank Scholarship Details
অটোপাসের সুযোগ নেই জানিয়ে প্রফেসর নেহাল আহমেদ আরও বলেন, আমরা আর অটোপাসে যেতে চাইনা। পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের সার্টিফিকেট দিতে চাই।
এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান যখনই খোলা হবে, তখন এসএসসি পরীক্ষার্থীদের ৬০ দিন আর এইচএসসি পরীক্ষার্থীদের ৮০ দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেয়া হবে।
তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। করোনা পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে, তাতে যে কোনো সিদ্ধান্তই হতে পারে।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি এনসিটিবিতে অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসএসসির জন্য ৬০ দিন আর এইচএসসির জন্য ৮০ দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেয়া হবে।
অন্যরা যা পড়েছে,
- ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩
- Al Arafah Islami Bank Scholarship Result 2022 (PDF Download)
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
- ঢাকা জেলাপরিষদ শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত
- ইমদাদ সিতারা খান এইচএসসি শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group