আর্থিক মঞ্জুরী প্রদানের লক্ষ্যে গবেষণা প্রস্তাব আহ্বান – স্বাস্থ্য অধিদপ্তরের । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্মারক নং – স্বাঃঅধিঃ / রোঃ নিঃ / এআরসি / ২০২২/৭৩৭ গবেষণা প্রস্তাব আহ্বান
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অধীন এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ,
ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া কন্ট্রোল প্রোগ্রামের আওতায় গবেষণার জন্য আর্থিক মঞ্জুরি প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত বিষয়বস্তুর ওপর গবেষণা প্রস্তাব আহ্বান করা যাচ্ছেঃ
আর্থিক মঞ্জুরী প্রদানের লক্ষ্যে গবেষণাপত্র আহ্বান
1. Bloodstream infections due to selected antimicrobial – resistant organisms ( methicillin resistant Staphylococcus aureus ( MRSA ) and Escherichia coli resistant to 3rd – generation cephalosporin ( e.g. , ESBL- E. coli , CRE etc )
2. AMR in Bangladesh a . WHO listed important resistant pathogens ( Eseherichia coli , Klebsiella pneumoniae , Acinetobacter baumannil , Staphylococcus aureus , Streptococcus pneumoniae , Salmonella spp . and Shigella spp ) b . Invasive fungal bloodstream infections ( BSis ) caused by Candida species ( spp . ) c . Neisseria gonorrhoeae d . Vibrio cholerae
3. Hospital acquired infection ( HAI ) and its impact on আমড়
4. Antimicrobial stewardship in containing AMR
5. Infection Prevention Control practices in containing AMR and HAI
6. Decreasing irrational antimicrobial use in Bangladesh
7. Antimicrobial resistance in environmental source ( waste water , drinking water etc. )
8. Microbial diagnostics ( utilization , improvement , referral system etc )
9. Prevalence of HBSAG and Anti HCV in under 5 children / pregnant women / risk population / refugee of Bangladesh
10. Hepatitis B / Hepatitis C patient diagnosis / treatment / innovative interventions
11. Diarrhoeal / Food and water borne diseases / Cholera etiology / diagnosis / treatment / inno vative interventions
আবেদনের শর্তাবলীঃ
ক ) আবেদনকারীকে / আবেদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশী হতে হবে । আবেদনের সাথে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের / জন্মনিবন্ধন সনদ এর কপি দাখিল করতে হবে ;
খ ) আবেদনকারীকে / প্রতিষ্ঠানকে বাংলাদেশে গবেষণা করতে হবে ;
গ ) আবেদনকারীকে ( প্রধান গবেষক ) চিকিৎসক / জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হতে হবে । প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত হতে হবে ;
ঘ ) সরকারী , বেসরকারী বা স্বায়ত্তশাসিত স্বাস্থ্য / গবেষণা / চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাগণ
ঙ) আবেদনকারী উক্ত গবেষণার জন্য অন্য কোন আবেদন করতে পারবেন ; সরকারি , বেসরকারি , স্বায়ত্তশাসিত অথবা দেশের অথবা বিদেশের যে কোন প্রতিষ্ঠান হতে
চ ) আর্থিক সহায়ত সহায়তা নেননি মর্মে অঙ্গীকারনামা দিতে হবে ; আবেদনকারীর বয়স হবে ( দরখাস্ত করার সময় ) সর্বোচ্চ ৬৫ বছর ।
ছ ) আবেদনকারীকে আবেদন ফরম অনুযায়ী আবেদনের সংগে প্রয়োজনীয় তথ্যাদি সন্নিবেশিত করতে হবে । অসম্পূর্ণ আবেদন / প্রস্তাবনা বাতিল বলে গণ্য হবে ।
জ ) গবেষণার গবেষণার অভিজ্ঞতা , পাবলিকেশন্স ইত্যাদি আবেদনকারীর পূর্ণ জীবনবৃত্তান্ত সংযোজন করতে হবে ।
ঝ ) আবেদনকারী কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা হলে উক্ত প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে অনুমতি গ্রহণ করতে হবে ;
ঞ )বহুকেন্দ্রভিত্তিক ( সরকারি , বেসরকারী ) গবেষণা এবং দেশব্যাপী গবেষণা ( nationally representative ) অগ্রাধিকার পাবে ; Interven tional studyoperational research অগ্রাধিকার দেয়া হবে ।
ট) প্রাথমিকভাবে নির্বাচিত হলে আবেদনকারী / আবেদনকারী প্রতিষ্ঠানকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইথিক্যাল ক্লিয়ারেন্স নিতে হবে । Interventional study এর ক্ষেত্রে বিএমআরসি থেকে ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ( প্রযোজ্য ক্ষেত্রে ) থেকে ইথিক্যাল ক্লিয়ারেন্স নিতে হবে ;
গবেষণাপত্র
ঠ) গবেষণাকাল হবে অনূর্ধ্ব ১ বছর । শুরুতে প্রারম্ভিক ( Inception ) রিপোর্ট , এরপর মিডটার্ম প্রগ্রেস রিপোর্ট এবং গবেষণা শেষে বিস্তারিত রিপোর্ট জমাদান করতে হবে । গবেষণার অনুদান বাংলাদেশ সরকারের আর্থিক নীতিমালা ( পিপিআর ) অনুসরণ করে খরচ করতে হবে ;
ড ) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট থেকে আবেদন ফরম ও নীতিমালা সংগ্রহ করা যাবে ; এবং
ঢ ) আগামী ৩১ মার্চ ২০২২ তারিখ অফিস সময়ের মধ্যে নির্ধারিত প্রোফর্মা অনুযায়ী ইংরেজিতে প্রস্তুতকৃত প্রটোকল / গবেষণা প্রস্তাবের ০১ টি পেনড্রাইভসহ ৪ টি হার্ড কপি স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি অফিস বরাবর এবং সফট কপি ( cdc@ld.dghs.gov.bd ) মেইলে আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে । জি -৪৭৪ / 22 ( 16×8 ) 100/2022 অধ্যাপক ডা . মোঃ নাজমুল ইসলাম পরিচালক , রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর , কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল স্বাস্থ্য অধিদপ্তর , মহাখালী , ঢাকা । ফোন নং : ৯৮৮০৯৪৮ , ফ্যাক্স : ৯৮৯৯০৮৫
গবেষণাপত্র গবেষণাপত্র গবেষণাপত্র গবেষণাপত্র গবেষণাপত্র
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)