শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ; বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
বৃত্তির আপডেট তথ্য:
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তির তালিকা:
CZM জিনিয়াস শিক্ষাবৃত্তি -২০২৪ (প্রতি মাসে ৪ হাজার ৩০ মাসে ১,২০,০০০ টাকা)
ইমদাদ সিতারা খান বৃত্তি -২০২৪ (৪ বছরে প্রায় ১,০০,০০০ টাকা)
শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন
আল আরাফাহ ইসলামী ব্যাংক বৃত্তির ফাইনাল রেজাল্ট
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তির তালিকা ঃ
সুদমুক্ত শিক্ষা লোন এর আবেদন চলছে
চাঁদপুর জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
নোয়াখালী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
ডাচ্ -বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩
শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদনের আহ্বান
ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ | DBBL Scholarship HSC 2022
শিক্ষামন্ত্রনালয়ের অধীনে অনুদান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে প্রদান করা হবে।
এ লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের টাকা পেতে আগামী ৫ম ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হবে। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত । সার্কুলার দেখুন
এক্ষেত্রে অনেকেই আবেদন করতে যেয়ে বিভিন্নরকম ঝামেলায় পড়ছেন, অনেকে ঠিকভাবে নিবন্ধন করতে পারলেও সঠিকভাবে আবেদন পত্র সাবমিট করতে পারছেন না। তাদের জন্য বিস্তারিত প্রক্রিয়া ধাপে ধাপে বর্ননা করা হলো।
অনুদানের টাকা পেতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীদের ওয়েবসাইট এর মাধ্যমে (www.shed.gov.bd) অনলাইনে আবেদন করতে হবে। ‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ‘শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফরম’ / Apply link বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
নিবন্ধনঃ
ধাপ ১: প্রথমত নিবন্ধন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটা পেজ লোড হয়ে সামনে আসবে সেখানে যাবতীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।
ধাপ ২: এই ধাপে নিজের মোবাইল নম্বর এবং পূর্ন নাম দিয়ে নিবন্ধন বাটনে ক্লিক করুক। ক্লিক করার পরে আপনার প্রদত্ত নম্বরে একটি কোড প্রেরন করা হবে। উক্ত পিন কোড পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে পিন কোড গুরুত্ব সহকারে সংরক্ষণ করুন। এবং নম্বর ভেরিফাই এর ক্ষেত্রে ফাকা বক্সে পিন কোড বসান।
ধাপ ৩: জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ
এই ধাপে আপনার ভোটার আইডি নম্বর এবং জন্মতারিখ দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করুন। সব ঠিকঠাক থাকলে আপনার নাম এবং বিস্তারিত তথ্য দেখাবে।
এসএসসি ও এইচএসসি পাশে ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি বিস্তারিত
Dutch Bangla Bank (DBBL) Scholarship Details
শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন পদ্ধতি
লগ ইনঃ
সঠিকভাবে নিবন্ধন করার পরে আপনার ব্যাবহৃত মোবাইল নম্বর এবং পিন কোড দিয়ে লগ ইন করে নিন। এবং পরবর্তী ধাপের কার্যক্রম সম্পন্ন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন।
ফরম ফিলাপঃ
শিক্ষার্থীদের আর্থিক অনুদান লিখিত ফরমে সকল তথ্য নিখুঁতভাবে গুরুত্ব সহকারে পুরন করতে হবে।
প্রথমত আপনি যে বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান এ পড়াশোনা করছেন সেই বিভাগ, জেলা, থানা সিলেক্ট করুন। তারপর আপনার শিক্ষাপ্রতিষ্ঠান এর নাম সিলেক্ট করুন। এক্ষেত্রে EIIN নম্বর অটোমেটিক ফিলাপ হয়ে যাবে।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি ২০২১ বিস্তারিত
তবে বিভাগ, জেলা & থানা সিলেক্ট করার ক্ষেত্রে প্রতিটি ধাপে ৩-১৫ সেকেন্ড অপেক্ষা করুন। নেটওয়ার্ক জনিত সমস্যার কারনে অনেক সময় লোড হতে দেরি হয়।
এর পর ধাপে ধাপে বাকি শূন্যস্থান গুলো সঠিকভাবে ফিলাপ করতে থাকুন। মনে রাখবেন এটা সরকারি ওয়েবসাইট, এখানে ভুলভাল দিলে বাদ পড়ে যাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন পদ্ধতি
অভিভাবকের NID & নাম ফিলাপঃ
অভিভাবক এর জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর ইংরেজিতে লিখতে হবে। আপনি যখন অভিভাবক এর NID লেখা শুরু করবেন তখন আপনার সার্চ বারের কিছুটা নিচে একটা অস্থায়ী ইন্টারফেস চালু হবে। ছবিতে দেখে নিন…
এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্মতারিখটি সঠিকভাবে লিখুন এবং যাচাই অপশনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। তথ্য সঠিক হলে আপনার অভিভাবকের নাম এবং NID নম্বর অটোমেটিক ফিলাপ হয়ে যাবে। মনে রাখবেন এখানে NID দিয়ে তথ্য যাচাই না করলে কোনো ভাবেই অভিভাবকের নাম লিখা সম্ভব না।
শারীরিক ও মানসিক অক্ষামতা এবং অন্যান্য বৃত্তি এর জন্য সংযুক্তি প্রদান
কেউ যদি শারীরিকভাবে অক্ষম না হয়ে থাকেন তবে সে এখানে না অপশন সিলেক্ট করবে। এক্ষেত্রে তার অতিরিক্ত ডকুমেন্টস দাখিলের প্রয়োজন নেই। তবে কেউ শারীরিক মানসিকভাবে অক্ষম হলে তার প্রমান সরুপ ডকুমেন্টস সাবমিট করতে হবে।
আবেদনের যৌক্তিকতাঃ
আপনার কেন এই অনুদান প্রয়োজন? এটা কি কাজে লাগাবেন? এই অনুদান পেলে কি কি সুবিধা হবে আপনার জন্য? এই ব্যাপার গুলোই সুন্দর করে বাংলায় লিখে দিতে হবে। তবে শব্দ সংখ্যা ৩০০ এর বেশি না হওয়াই উত্তম।
প্রয়োজনীয় ডকুমেন্টস দাখিলঃ
আপলোড অপশন এ ক্লিক করার পরেই নতুন একটা অস্থায়ী ইন্টারফেস চালু হবে। সেখানে ‘ফাইল যুক্ত করুন’ অপশন এ ক্লিক করে আপনার নির্দিষ্ট ফাইল টি সিলেক্ট করুন। মনে রাখবেন এখানে এই ছাড়া অন্য কোনো অপশনে ক্লিক করার প্রয়োজন নেই। আপনার স্টোরেজ থেকে ফাইলটি সিলেক্ট কিরলেই হবে।
এক্ষেত্রে ফাইলটি PDF, JPG, JPEG, PNG এর যেকোনো একটি এক্সটেনশন হলেই হবে।
ফাইল সিলেক্ট করার পরে চিত্রে উল্লেখিত আপনার উক্ত ফাইলের নাম এবং সাইজ প্রদর্শন করবে। এক্ষেত্রে সঠিক ফাইলটি সিলেক্ট হলে আপলোড করুন বাটনে ক্লিক করুন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন পদ্ধতি
যদি শারীরিক ভাবে অক্ষম বা অন্যান্য সার্টিফিকেট দেখাতে চান তবে একই ভাবে সেইসব স্থানে উক্ত নিয়মেই ফাইল সংযুক্ত করুন।
পুরো ফরমটি অন্ততপক্ষে তিনবার রিভিশন দিন। কোথাও কোনো ভুল না হলে ফরমের একেবারে নিচে আবেদন প্রেরন করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে পূর্নাঙ্গ ভাবে সাবমিট করার জন্য অনুমতি চাওয়া হবে। ঠিকঠাক হলে সাবমিট বাটনে ক্লিক করুন।
আরো পড়ুনঃ
- শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন পদ্ধতি-২০২৫
- সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ | Sonali Bank Scholarship 2024 for SSC and HSC Batch
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন
অভিনন্দন, আপনার ফরম টি গৃহীত হয়েছে। এবার অন্ততপক্ষে ১২০ কার্যদিবস অপেক্ষা করার পালা। আপনি সিলেক্ট হলে আপনাকে মেসেজ করে জানানো হবে। সেই সময় টা অপচয় না করে নিয়মিত আমাদের ওয়েবসাইট এ চোখ রাখুন। এখন নতুন নতুন সার্কুলার আসছে। হয়ত আরো কোনো বৃত্তির খবর পেতে পারেন।
আর যদি এই অবসর সময়ে আমাদের ওয়েবসাইট এ কোনো আর্টিকেল লিখতে চান তাহলে যোগাযোগ করুন অপসন থেকে ইমেইল আইডি সংগ্রহ করে আপনার লেখাটি আমাদের মেইল করুন।
শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন পদ্ধতি-২০২৩ ভিডিও
এসএসসি ও এইচএসসি পাশে অনান্য শিক্ষাবৃত্তি সার্কুলার
আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
(৪) গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
(৫) সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
(৬) ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি
(৭) চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২ (আবেদন চলমান)
স্নাতক ভর্তিতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিবে সরকার (আবেদন চলছে)
ডাচ্-বাংলা এসএসসি স্কলারশিপ রেজাল্ট ২০২২
জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার (আবেদন চলমান)
ফুল-ফ্রি শিক্ষাবৃত্তি নিয়ে বিদেশে পড়তে যাবেন কিভাবে
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি (আবেদন চলমান)
শিক্ষাবৃত্তির তালিকাঃ
ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি
আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি সার্কুলার ২০২২
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার
অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
ইমদাদ সিতারা খান বৃত্তি ২০২২ বছরে ১৮০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
CZM Scholarship 2022 মাসিক ৩০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
Jader nid card nai tara kivabe nibondon korbe
Use birth certificate number instead of NID number.
প্রাইমারির শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থী কি এই অনুদান পাবে?
ভাই ফাইলটা কিসের?
সেটা তো বললেন না।
এপ্লাই করার জন্য চাওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান এর প্রত্যয়ন পত্। তো আপনি কি ফাইল এড করতে চাচ্ছেন?
ভাই আমার সঠিক তথ্য দেওয়ার পরেও আমাকে বলা হচ্ছে যে,আপনি ভুল মোবাইল নম্বর বা পিন কোড ব্যবহার করছেন।
Successfull Apply
ভাই মোবাইল ফোন দিয়ে কি এপ্লাই কাওরা যাবে?
আবেদনের যৌক্তিকতার জন্য যে ৩০০ শব্দের ফাইলের কথা বলা হয়েছে সেটা কি পিডিএফ করে যুক্ত করব?দয়া করে জানাবেন।
ভাই লগইন করলে আবেদন ফরম আয় না কি করা যায়
Ami ki taka pabo
Tnx
HSC/Alim
HSC/Alibaba.com
HSC
আবেদন ফরম বাটনটা খুজে পাওয়া যাচ্ছে না
আবেদনের যৌক্তিকতা এটা কোথায় লিখতে হবে এর জন্যে তো আলাদা কোন অপশন দেখছিনা?