জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাতের অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ২০১০ সাল থেকে জিনিয়াস বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
অনার্স পর্যায়ে জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার
এরই ধারাবাহিকতায় ২০২১ সালে এস এস সি পরীক্ষায় উত্তীর্ন হয়ে শুধুমাত্র নির্দিষ্ট কলেজে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত
শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না তাদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
আবেদন পত্র পাঠানোর শেষ সময়ঃ ১৪ আগস্ট ২০২২
এসএসসি ও এইচএসসি পাশকৃতদের জন্য আবেদন চলমান শিক্ষাবৃত্তির লিস্টঃ
(১) প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ( আবেদন চলমান)
(৩) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি (আবেদন চলমান)
(৪) শাহজালাল ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
অনলাইনে আবেদনের নির্দেশাবলিঃ জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার
আপনি কি আবেদন পত্রের হার্ডকপি পূরণ করেছেন? যদি না করে থাকেন, তবে অবশ্যই আগে হার্ডকপি আবেদন পত্রটি পূরণ করুন তারপর এই অনলাইনে ফর্ম টি পূরণ করুন।
হার্ড কপি ডাউনলোড https://czm-bd.org/genius-scholarship/
তারপর আবেদন পত্রের হার্ডকপি বাকি কাগজগুলো (বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ভর্তির পে-ইন-স্লীপ অর্থাৎ ব্যাংকে
টাকা জমা দেওয়ার রশিদের এর ফটোকপি, JSC ও SSC এর ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি) সহ CZM এর ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করুন।
মনে রাখবেন এই প্রক্রিয়া অনুসরণ না করলে আপনার আবেদন গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদন ফরম পূরণের নির্দেশাবলিঃ জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার
নির্দেশনা সমূহ মনোযোগ সহকারে পড়ুন, তারপর পূরণ করুন। (এই প্রক্রিয়া অনুসরণ না করলে আপনার আবেদন গ্রহণ করা হবে না)
(১) ইমেইল এড্রেস এর ঘরে আপনার নিজের ব্যক্তিগত ইমেইল এড্রেস দিন। পরবর্তীতে এই ইমেইলে সি.জেড.এম থেকে যোগাযোগ করা হবে।
(২) এই ফর্ম টি ইংরেজী তে পূরণ করতে হবে। শুধুমাত্র বৃত্তি পাওয়ার যথার্থতা (আপনার আবেদনপত্র অনুযায়ী) এই ঘরটি বাংলায় অথবা ইংরেজীতে পূরণ করা যাবে।
(৩)আবেদন করার ক্ষেত্রে অবশ্যই কলেজের প্রথমবর্ষের ভর্তির পে-ইন-স্লীপ অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদের এর ফটোকপি, JSC ও SSC এর ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি পাঠাতে হবে এবং পরবর্তীতে সিজেডএম কর্তৃক যেসব কাগজপত্র চাওয়া হবে সেগুলো যথাসময়ে জমা দিতে হবে।
(৪) তথ্যগুলো সঠিক ভাবে পূরণ হয়েছে কিনা তা ভালো করে পর্যবেক্ষণ করুন, তার পর সাবমিট করুন। এরপর আপনার হাতে পূরণকৃত হার্ডকপি টি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সি জেড এম এর ঠিকানায় প্রেরণ করুন।
(৫) বিজ্ঞপ্তি ও আবেদন ফর্মে প্রদত্ত নির্দেশনা ভালোভাবে না পড়ে অযথা কিংবা আবদার/তদবির-সুলভ কোনো কারণে আমাদের নম্বরে কল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার
বৃত্তির আবেদন সংক্রান্ত জরুরি প্রয়োজনে যোগাযোগের সময়: রবি – বৃহস্পতিবার সকাল ১০:০০ – বিকাল ৪:০০ (সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত); এসএমএস কিংবা ইমেইল পাঠাতে পারে ন যেকোনো সময়।
(৬) সাবমিটকৃত আবেদন ফর্মে সরবরাহকৃত যাবতীয় তথ্য ও ছবির সংবেদনশীলতার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবহারকারীই দায়ী হবেন।
অনলাইনে আবেদন ফরম পূরণ লিংক https://t.ly/APE_
মনে রাখবেন যেই কোন প্রকার মিথ্যা তথ্য প্রদানে আপনার আবেদন পত্র বাতিল হয়ে যেতে পারে।
CZM শিক্ষাবৃত্তি ২০২২ প্রাথমিক সিলেকশন রেজাল্টঃ
আবেদন শেষ হওয়ার তারিখ থেকে শুরু করে পরবর্তী এক
থেকে দুই মাসের মধ্যে(কম বেশী হতে পারে) প্রাথমিক
সিলেকশন রেজাল্ট প্রকাশ করা হয়। প্রাথমিক সিলেকশন
রেজাল্ট রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।
CZM Scholarship ফাইনাল রেজাল্ট ;
প্রাথমিক সিলেকশন এর পর তাদের নির্দেশ মোতাবেক
প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর czm কর্তৃপক্ষ যাচাই
বাছাই করে ফাইনাল সিলেকশন করে। আবেদন ফর্ম এ উল্লেখিত মোবাইল নাম্বার এ দেওয়া থাকবে CZM Scholarship সেই
নাম্বারে ম্যাসেজ করে জানিয়ে দেওয়া হয় এবং মোবাইল করেও জানিয়ে দেওয়া হয়।
চলমান শিক্ষাবৃত্তির তালিকা ঃ
ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি
আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি সার্কুলার ২০২২
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার
অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
ইমদাদ সিতারা খান বৃত্তি ২০২২ বছরে ১৮০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
CZM Scholarship 2022 মাসিক ৩০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
বি,দ্রঃ কোনো প্রশ্ন থাকলে ইমেইল আইডি যুক্ত করে প্রশ্ন করুন
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official Facebook Group
Genious Scholarship, Czm Genius Scholarship Result, czm scholarship 2022 জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার৷ জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার