জুন মাসের ১ তারিখ থেকে আর ফ্রি থাকছে না গুগল ফটোজ সেবা। তখন নির্ধারিত কোটা পার হলেই গুগলে ছবি রাখার জন্য দিতে হবে টাকা। প্রতিষ্ঠানটির নতুন এই নিয়ম কার্যকর হওয়ার আগে কিছুটা কৌশলী হওয়ার সুযোগ রয়েছে ব্যবহারকারীদের।
গত বছরের শেষের দিকে ফটোজের স্টোরেজ পলিসিতে পরিবর্তন আনার ঘোষণা দেয় গুগল। তখন বলা হয়, ২০২১ সালের জুন মাস থেকে গুগল ফটোজ আর ফ্রি থাকবে না। সেই হিসেবে ব্যবহারকারীরা ফটোজের ফ্রি সেবা পাবেন আর মাত্র পাঁচ দিন।
ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ বলছে, গুগলে অ্যাকাউন্ট খোলার সময় প্রত্যেক ব্যবহারকারী ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ সুবিধা পান। ফটোজে আপলোড করা ছবি বা ভিডিও ফাইলও এই স্টোরেজের আওতাভুক্ত।
গুগলের নতুন নিয়ম অনুযায়ী, ১৫ গিগাবাইটের কোটা পূরণ হয়ে যাওয়ার পর বাড়তি স্টোরেজ ব্যবহারের প্রয়োজন হলে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ করতে হবে। তবে এই নিয়ম শুধু নতুন করে আপলোড করা ছবি বা ভিডিওর জন্য প্রযোজ্য।
অর্থাৎ, ১ জুনের আগে ফটোজে আপলোড করা মিডিয়া ফাইল এই বিধিনিষেধের মধ্যে পড়বে না। সেই হিসেবে ব্যবহারকারী এ মাসে গুগল ফটোজে যত ইচ্ছা তত ছবি আপলোড করে রাখতে পারবেন। আপনার প্রয়োজনীয় যত মিডিয়া ফাইল আছে, তা আগামী পাঁচ দিনের মধ্যেই ফটোজে সংরক্ষণ করুন।
জুন মাস থেকে আপনার জন্য বরাদ্দ ১৫ গিগাবাইট স্টোরেজ কোটা ফুরিয়ে গেলে গুগল ওয়ানের স্টোরেজ কিনতে হবে। এজন্য প্রতি মাসে ১০০ গিগাবাইট স্টোরেজের জন্য গুনতে হবে ১৫০ টাকা এবং ২০০ গিগাবাইট স্টোরেজ পাবেন ২৫০ টাকায়। আর ২ টেরাবাইট স্টোরেজের জন্য মাসে খরচ করতে হবে ৮০০ টাকা।
আরো পড়ুনঃ
- প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার। Prime Bank Scholarship 2022
- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি – ২০২২
- বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ প্রকাশ
- পটুয়াখালী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
- জেলা পরিষদ বৃত্তি ২০২২ সার্কুলার । Rajshahi District Council Scholarship
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group