একাদশে ম্যানুয়াল ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ২৭ ডিসেম্বর পর্যন্ত। HSC 1ST Year Registration
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১০ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের ছবিসহ ইএসআইএফ বা রেজিস্ট্রেশনের ফরম পূরণ করতে প্রতিষ্ঠান প্রধানদের বলেছে ঢাকা বোর্ড।
জানা গেছে, ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তিকৃতদের রেজিস্ট্রেশন করতে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে OMES বাটনে ক্লিক করে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
Student List (HSC 2020-21) মেন্যুতে প্রবেশ করে Creat Student বাটনে ক্লিক করে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এছাড়া ২৭ ডিসেম্বরের মধ্যে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে কলেজগুলোর অধ্যক্ষদের বলেছে ঢাকা বোর্ড।
যেসব কলেজ মানুয়াল রেজিস্ট্রেশন ফি ও তালিকা জমা দিতে ব্যর্থ হয়েছে, তাদের ২৭ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফি জমা ও শিক্ষার্থীদের তালিকা বোর্ডে জমা দিয়ে রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হয়েছে।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে না পারলে বা এ নিয়ে কোন জটিলতা সৃষ্টি হলে তার দায় কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে বলেও জানিয়েছে ঢাকা বোর্ড।
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি সম্পর্কিত সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
HSC 1ST Year Registration HSC 1ST Year Registration