সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নিউজঃ ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল গতোকাল রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে ।
এবছর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ (পূর্ব নাম সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ) থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় জন নির্বাচিত হয়েছে (গতোকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী)। নির্বাচিতদের এ তালিখা সংখ্যা বাড়তে পারে ধারণা করা হচ্ছে ।
বিভিন্ন সরকারী মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীদের তালিকাঃ
১.মারুফ-ময়মনসিংহ
২.রিয়া-সিলেট
৩.জুলি-সিলেট
৪.রাফা-কুমিল্লা
৫.সুপ্তি-বরিশাল
৬.কাব্য-রাজশাহী
৭.বকুল-সিলেট
৮.সোহাগ-ফরিদপুর
৯.চৈতি-সিরাজগঞ্জ
১০.অর্পিতা-, ময়মনসিংহ
১১.প্রমি-কুমিল্লা
১২.শিফা-রাজশাহী
১৩.মাসরুফা-চট্টগ্রাম
১৪.হিমেল-সিলেট
১৫.রুহুল আমিন-রংপুর
১৬.মুশফিকা-কিশোরগঞ্জ
১৭. হিমেল শেখ -ফরিদপুর মেডিকেল
১৮.শাওন-নেত্রকোনা
১৯. জয়- মুগ্ধা মেডিকেল
২০.জুনায়েদ -জামালপুর
২১- আরিফ হাসান – সলিমুল্লাহ মেডিকেল
২২.লতিফুর -রংপুর মেডিকেল
২৩.মোবাশ্বিরা সীমা – নেত্রকোনা মেডিকেল কলেজ
২৪. অতুল – বগুড়া
২৫.রনি- রংপুর
২৬. নোমান – রাজশাহী
২৭.নোওশিন সানজিদা – শেখ হাসিনা মেডিকেল কলেজ
২৮. ফাহিম শাহরিয়ার – নীলফামারী মেডিকেল
২৯. রাব্বি হোসেন – কুমিল্লা মেডিকেল
৩০. অনিন্দ্য – যশোর
৩১. রিফাত – রংপুর
৩২. মুহিব – সিলেট
৩৩.হুমায়রা জামান – রংপুর মেডিকেল কলেজ
৩৪. সোহেনী – সোহরাওয়ার্দী মেডিকেল
৩৫. সিয়াম – দিনাজপুর মেডিকেল
৩৬. মাহাবুবা- চট্টগ্রাম মেডিকেল
৩৭. হিয়া- ময়মনসিংহ মেডিকেল
৩৮. ফারিয়া আহমেদ খুলনা মেডিকেল কলেজ
৩৯. সাবরিনা মুন্তাজ মিতু ময়মনসিংহ মেডিকেল কলেজ
৪০. নৌশিন – টাঙ্গাইল মেডিকেল কলেজ
তথ্য সূত্রঃ শ্রদ্ধেয় আব্দুল আউয়াল স্যার এর ফেসবুক টাইমলাইন
সোর্স লিংকঃ https://m.facebook.com/story.php?story_fbid=1594637450740673&id=100005833004045
উল্লেখ্য এ বছর জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হয়েছেন। এতে মােট ৪৮,৯৭৫ জন উত্তীর্ণ হয়েছেন। যা মােট পরীক্ষার্থীর ৩৯.৮৬%।
প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ১০টায় সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরো পড়ুন, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২১ প্রশ্ন ও সমাধান
যদিও ভর্তি পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
আরো পড়ুন, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২১ প্রশ্ন ও সমাধান