কোপা জয়ের পর এবার বের হলো মেসি বিড়ি! ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর বড় মেসি হাত ধরে আন্তর্জাতিক শিরোপা জিতলো আর্জেন্টিনা। এখন সেই লিয়োনেল মেসি কি না মুর্শিদাবাদের একটি বিড়ি সংস্থার প্রধান মুখ! এমনই ছবি ভাইরাল হল টুইটারে।
বিড়ির প্যাকেটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখ ব্যবহার হয়েছিল আগেই। এবার মেসির পালা। ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান জেলার এক বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের প্যাকেটে ব্যবহার করছে মেসির নাম এবং ছবি।
বিড়ির নাম মেসি বিড়ি রোনাল্ডো বিড়িও তৈরি হয়েছিল মুর্শিদাবাদে। সেই ছবি টুইটারে দেখা যেতেই এক রসিক নেটাগরিক বলেন, ‘ভারতে এটাই মেসির প্রথম বিজ্ঞাপন।’ কেউ আবার লেখেন, ‘কোপা জিতেই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি। দারুণ সাফল্য।’
জরুরি ভিত্তিতে এনআইডি দিচ্ছে নির্বাচন কমিশন, অগ্রাধিকার পাচ্ছে শিক্ষার্থীরা
ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটাগরিকরা। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মেসি জানেন তো?’
এক নেটাগরিক লেখেন, ‘ভারতেই এমন কাণ্ড সম্ভব।’ সত্যি এই দেশেই সম্ভব। ফুটবলপ্রেমী দেশে মেসি, নেমার, রোনাল্ডোরাই সর্বশক্তিমান। বিড়ি বিক্রি বাড়াতে তাই তাদের সাহায্যই নিয়েছে সেই সংস্থা।
মেসি বনাম নেইমারের লড়াইয়ের সেই আবেগেরই যেন বহিঃপ্রকাশ বিড়ির প্যাকেটে মেসির ছবি।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)