জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের সময় বৃদ্ধি । জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা সংক্রান্ত অনলাইন তথ্য প্রেরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগামী ১৯ জুলাই ২০২১ পর্যন্ত ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোভিড-১৯ এর টিকার জন্য অনলাইনে এর মাধ্যমে নিবন্ধন করতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা সংক্রান্ত অনলাইন তথ্য প্রেরণের সময়সীমা আগামী জুলাই ১৯, ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হল।
আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা গ্রহণের আবেদন পদ্ধতি
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী ১২ই জুলাই ২০২১ তারিখের মধ্যে submit করতে বলা হয়েছিল। শিক্ষার্থীরা বর্ণিত লিংক এ গিয়ে প্রদত্ত ছক পুরণ করে কোভিড-১৯ টিকার জন্য নাম নিবন্ধন করেছে।
জানা গেছে, করোনা ভ্যাকসিনের নিবন্ধন করতে গিয়ে সার্ভার জটিলতায় পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা। অবশ্য এ পরিস্থিতির দায় শিকার করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আশ্বাস দিয়েছে বিষয়টি সমাধানেরও।
আরো পড়ুন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘কোভিড-১৯’ টিকার জন্য আবেদন প্রসেস

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম জানান, আমরাও দেশের অনেক কলেজ থেকে অভিযোগ পাচ্ছি যে, সার্ভার জটিলতায় অনেক শিক্ষার্থী তাদের নাম টিকার জন্য নিবন্ধন করতে পারছেন না। জাতীয় বিশ্ববিদ্যালয় আজ-কালের মধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে।
জানা গেছে দেশের সব শিক্ষার্থীকে টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু করা হবে। এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে পৌনে ৮ লাখ শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। শেষ ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের টিকা হবে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook গ্রউপ
অন্যরা যা পড়েছে,
- প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার। Prime Bank Scholarship 2022
- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি – ২০২২
- বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ প্রকাশ
- পটুয়াখালী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
- জেলা পরিষদ বৃত্তি ২০২২ সার্কুলার । Rajshahi District Council Scholarship
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের সময় বৃদ্ধি